কোহলির সাথে নাম জরিয়ে ফের আলোচনায় ড্যানিয়েল !
Virat Kohli gifts Danielle Wyatt his bat |
ড্যানিয়েল ওয়েট এর কথা মনে আছে কী? ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে ভারতীয় ব্যাটিং সেনসেশন বিরাট কোহলির দুরন্ত ব্যাটিং দেখে তার এতটাই অনুরাগী হয়ে ওঠেন যে, তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন ইংলিশ মহিলা ক্রিকেট দলের এই খেলোয়াড়।
ওই বছরেরই শেষের দিকে ড্যানিয়েলকে একটি ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি। আর সেই ব্যাট নিয়ে কথা বলে আবারও আলোচনায় ড্যানিয়েল ওয়েট।
ভারতীয় গণমাধ্যমে খবর, চলতি মাসেই ত্রিদেশীয় টি-২০ সিরিজে খেলতে ভারতে আসছে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল। এই টুর্নামেন্টে কোহলির দেওয়া ব্যাটটি ব্যবহার করতে মুখিয়ে রয়েছেন ড্যানিয়েল।
এই সিরিজে ভারত, ইংল্যান্ডের পাশাপাশি অংশ নেবে অস্ট্রেলিয়া। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে হবে এই টুর্নামেন্টের খেলা।