Najib Razak's house to find corruption information police!
Malaysia Police has searched the Malaysian's former premier Najib Razak's house in Kuala Lumpur's house.
The search has been conducted on Saturday night at his Deluxe Kuala Lumpur apartment, according to the International Press.
In this regard, the country's police said searches were being carried out at the residence of former Prime Minister Najib Razak to reveal important information about corruption.
Najib was accused of unlimited corruption and money laundering while being Prime Minister. Earlier, the Immigration Department issued a ban on leaving Najib Razak and his wife's country.
On Saturday morning, Najib Razak and his wife Roshma Mansur are living in private planes, and if such news spreads through social media, the decision was made from the immigration department.
The national elections were held on Thursday in Malaysia. Dr. Mahathir Mohammed's alliance Pakatan Harrapan defeated the Prime Minister Najib Razak's Barisan National and formed the government.
|
Najib Razak
|
দুর্নীতির তথ্য পেতে নাজিব রাজাকের বাসায় পুলিশের তল্লাশি !
মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের(
Najib Razak) কুয়ালালামপুরের বাসায় তল্লাশি চালিয়েছে মালয়েশিয়া পুলিশ।
শনিবার রাতে তার বসবাসরত ডিলাক্স কুয়ালালামপুর অ্যাপার্টমেন্টে এ তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এ ব্যাপারে দেশটির পুলিশ জানিয়েছে, দুর্নীতির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের জন্যই সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বাসায় তল্লাশি চালানো হয়েছে।
প্রধানমন্ত্রী থাকাকালে নাজিবের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এর আগে নাজিব রাজাক ও তার স্ত্রীর দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করে দেশটির অভিবাসন বিভাগ।
গতকাল শনিবার সকালে নাজিব রাজাক ও তার স্ত্রী রোশমা মানসুর ব্যক্তিগত প্লেনে চড়ে দেশত্যাগ করছেন, সামাজিক মাধ্যমে এ ধরনের খবর ছড়িয়ে পড়লে অভিবাসন বিভাগ থেকে এমন সিদ্ধান্ত জানানো হয়।
মালয়েশিয়ায় গত বৃহস্পতিবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ড. মাহাথির মোহাম্মাদের জোট পাকাতান হারাপান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বারিসান ন্যাশনালকে পরাজিত করে সরকার গঠন করে।
Post a Comment