সাকিবের উত্তরসূরি আফিফ !

সাকিবের উত্তরসূরি আফিফ ! বাঁ হাতি মারকুটে ব্যাটসম্যান, ডান হাতি অফ-স্পিন বোলার ।দুর্দান্ত এক অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। সবশেষ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের সহঅধিনায়ক ছিলেন। জাতীয় দলেও অভিষেক হয়েছে তার। কেবল একটি টি-২০ ম্যাচই খেলেছেন। ব্যাট হাতে রানের খাতাই খুলতে পারেননি, বল হাতে ২ ওভারে ২৬ রানে ১ উইকেট নিয়েছেন। ১৮ বছর বয়সী এই তরুণ অলরাউন্ডারকেই ‘বিশ্বসেরা অলরাউন্ডার’ সাকিব আল হাসানের উত্তরসূরি হিসেবে মনে করেন হাইপারফরম্যান্স (এইচপি) দলের সিনিয়র কোচ এবং প্রাইম দোলেশ্বরের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের নিয়েই কাজ করেন তিনি। মোহামেডান, ওল্ড ডিওএইচএস, শেখ জামালের মতো জনপ্রিয় ক্লাবগুলোর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন বাবুল। দোলেশ্বরে আছেন টানা পাঁচ বছর ধরে। শুধু তাই নয়, শেষ দুই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেই কোচের দায়িত্ব পালন করেছেন। জাতীয় দলের ‘খণ্ডকালীন’ ফিল্ডিং কোচ হিসেবে ২০১০ সালে ইংল্যান্ড সফর করেছেন। ২০০৭ সালে অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে ‘কোচিং ক্যারিয়ার’ শুরু করেছিলেন বাবুল। তার হাতে তৈরি অনেক ক্রিকেটার জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। তরুণ ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখছেন তিনি। নিজের কোচিং অভিজ্ঞতা থেকে জানালেন, ‘আফিফকে সাকিবের ‘ব্যাকআপ’ হিসেবে ভাবতেই পারি। যদিও সাকিব বাঁ হাতি স্পিনার, আফিফ ডান হাতি। তবে অলরাউন্ডার হিসেবে সাকিবের অভাব পূরণ করার জন্য ক্রিকেটার হিসেবে আমি আফিফকেই দেখছি।’ বাংলাদেশের সেলিব্রেটি টি-২০ লিগ বিপিএলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ২০১৬ সালে রাজশাহী কিংসের হয়ে মাঠে নামেন আফিফ। প্রথম ম্যাচেই চিটাগাং ভাইকিংসের বিরুদ্ধে মাত্র ২১ রানে ৫ উইকেট নিয়ে হৈচৈ ফেলে দেন। তার শিকার করা উইকেটের মধ্যে ছিলেন টি-২০ সম্রাট ক্রিস গেইলও। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ২০১৭ সালে। এ পর্যন্ত আট ম্যাচে চার সেঞ্চুরি করেছেন এই তরুণ অলরাউন্ডার। গড় ৪৪.৮৩। বল হাতে শিকার করেছেন ৭ উইকেট। সবশেষ ম্যাচে পূর্বাঞ্চলের হয়ে খেলেছেন ১৪২ রানের অসাধারণ ইনিংস। সে কারণেই এই তরুণকে সাকিবের ‘রিপ্লেসমেন্ট’ হিসেবে ভাবা হচ্ছে। মাশরাফি বিন মর্তুজার ‘ব্যাকআপ’ হিসেবে এখন পর্যন্ত কাউকেই দেখছেন না মিজানুর রহমান বাবুল। তবে তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের ‘ব্যাকআপ’ হিসেবে বেশ কজন তরুণ ক্রিকেটারের নাম উল্লেখ করেছেন তিনি, ‘মাশরাফির জায়গায় খেলতে পারে এমন কোনো ক্রিকেটারকে এখন পর্যন্ত দেখছি না। এ ছাড়া সিনিয়র সব ক্রিকেটারের বিকল্প ক্রিকেটারই আছে আমাদের পাইপলাইনে।’ ওপেনিংয়ে তামিমের তো সঙ্গীই নেই! সেখানে তার জায়গা কে নেবে ভবিষ্যতে? বাবুলের দাবি, ‘এবারের প্রিমিয়ার লিগে লিজেন্স অব রূপগঞ্জের হয়ে ব্যাটিং করেছে নাঈম নামে এক তরুণ ক্রিকেটার। তার ব্যাটিং স্টাইল আমার খুবই ভালো লেগেছে। আমার বিশ্বাস, তার যথাযথ পরিচর্যা করতে পারলে তামিমের জায়গায় সে মানিয়ে যেতে পারে। এ ছাড়া সৌম্য সরকার, লিটন দাস, এনামুল হক বিজয় তো আছেই। তবে তাদের আগে ধারাবাহিক হতে হবে।’ মুশফিকের জায়গায় কাকে ভাবছেন? তিনি বলেন, ‘এই জায়গায় মানিয়ে যেতে পারে জাকির হোসেন। এ ছাড়া গাজী গ্রুপের হয়ে খেলা অনীক ইসলামও হতে পারে ভবিষ্যতের মুশফিক।’ মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প হিসেবে তার ভাবনা, ‘নাজমুল ইসলাম শান্ত এই জায়গার জন্য খুবই পারফেক্ট। তবে আবাহনীর খেলা সাইফ হাসানকে নিয়েও চিন্তা করা যেতে পারে। এ ছাড়া আরও বেশকিছু ক্রিকেটার রয়েছে।’ সত্যিকারার্থে বাংলাদেশ দলের ‘পঞ্চপাণ্ডব’— পাঁচ ক্রিকেটারের কোনো উপযুক্ত ‘ব্যাকআপ’ই দেখছেন না মিজানুর রহমান বাবুল! তিনি বলেন, ‘পাঁচ সিনিয়র ক্রিকেটারের উপযুক্ত ব্যাকআপ নেই। কেননা তারা অভিজ্ঞতার দিক দিয়ে অনেক এগিয়ে। তাই তাদের ব্যাকআপ পেতে হলে তরুণদের অভিজ্ঞ করে জাতীয় দলে নিতে হবে। আমাদের তরুণ ক্রিকেটাররা অনেক মেধাবী। তবে তাদের অনূর্ধ্ব-১৯ থেকে সরাসরি জাতীয় দলে রিক্রুট না করে “এ” দলে খেলিয়ে অভিজ্ঞ করতে হবে। তখন পাইপলাইন অনেক শক্ত হবে।’ Shakib's successor Afif! A left-handed batsman, right-handed off-spin bowler, one-off all-rounder Afif Hossain Dhruv In the last ICC Under-19 World Cup, Bangladesh team's vice-captain. The national team has also made an entry into the squad. Only one T-20 match was played. He did not open his innings with the bat, took 1 for 26 in two overs. The 18-year-old all-rounder is the successor of Shakib Al Hasan, the 'World all-rounder' and senior coach of the Hyperforum (HP) team and the chief coach of Prime Doleshwar, Mizanur Rahman Babul. He worked with players in the national team's pipeline. Babul has served as the coach of popular clubs like Mohammedan, Old DOHS, Sheikh Jamal. Five years in Dolsheb. Not only that, the last two Under-19 World Cups have been coaches. National team's 'part-time' fielding coach in England in 2010 Babul started coaching career as head coach of the Under-19 team in 2007. Many of his cricketers have represented the national team. He is watching young players from very close. From his own coaching experience, he said, 'Afif can think of Sakib as a' backup '. Although Shakib left-handed spinner, Afif's right arm But as an all-rounder, I have seen Affi as the cricketer to fulfill the lack of Shakib. " As the youngest cricketer in the B20 T20 league of Bangladesh, Afif, playing in Rajshahi Kings, In the first match, against the Vikings, against Chittagong, they only scraped 5 wickets for 21 runs. T-20 emperor Chris Gayle was among his victims. In the first-class cricket debut in 2017, The young all-rounder has scored four centuries in eight matches so far. Average 44.83 7 wickets in hand with the ball In the last match played in the East for 142 runs in the innings of extraordinary innings. That is why this young man is considered as 'Replacement' of Shakib. Mizanur Rahman Babul has not seen anyone yet as 'Backup' of Mashrafe Bin Mortaza. However, Tamim Iqbal, Mushfiqur Rahim, and Mahmudullah Riyad have mentioned some young players as "backups", he said, "I do not see any cricketer playing in Mashrafe's place yet. Apart from this, there is an alternative cricketer of our senior players in our pipeline. " Tamim has no partner in the opening! Who will take his place there in the future? Babul has said, "Nike, a young cricketer named, batted for the Legions of Rupganj in this year's Premier League. I liked his batting style. I believe he can adapt Tamim's place if he can do his proper service. Apart from this, Soumya Sarkar, Liton Das, Enamul Haque are also victors. But they must be consistent before them. ' Who is in place of Mushfiqik? He said, 'Zakir Hossain can adapt to this place. Apart from this, Anik Islam can also be played for Gazi Group Mushfiq in the future. Mahmudullah Riyad's alternative as an alternative, 'Nazmul Islam is very perfect for this place of peace. But Abahani's game can also be considered about Saif Hasan. There are many more cricketers. Actually, Bangladesh's 'Panchapandab' - Mizanur Rahman Babul is not seeing any suitable backups of five cricketers! He said, "There is not a proper backup of five senior cricketers. Because they are much ahead of experience. So, to get their backup, youngsters will experience the national team. Our young cricketers are very talented and very talented. However, they need to be experienced in the 'A' team without recruiting the national team directly from their Under-19s. The pipeline will be very tough.

Afif Hossain Dhrubo
Afif Hossain Dhrubo

সাকিবের উত্তরসূরি আফিফ !
বাঁ হাতি মারকুটে ব্যাটসম্যান, ডান হাতি অফ-স্পিন বোলার ।দুর্দান্ত এক অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। সবশেষ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের সহঅধিনায়ক ছিলেন। জাতীয় দলেও অভিষেক হয়েছে তার। কেবল একটি টি-২০ ম্যাচই খেলেছেন।

ব্যাট হাতে রানের খাতাই খুলতে পারেননি, বল হাতে ২ ওভারে ২৬ রানে ১ উইকেট নিয়েছেন। ১৮ বছর বয়সী এই তরুণ অলরাউন্ডারকেই ‘বিশ্বসেরা অলরাউন্ডার’ সাকিব আল হাসানের উত্তরসূরি হিসেবে মনে করেন হাইপারফরম্যান্স (এইচপি) দলের সিনিয়র কোচ এবং প্রাইম দোলেশ্বরের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের নিয়েই কাজ করেন তিনি।


 মোহামেডান, ওল্ড ডিওএইচএস, শেখ জামালের মতো জনপ্রিয় ক্লাবগুলোর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন বাবুল। দোলেশ্বরে আছেন টানা পাঁচ বছর ধরে। শুধু তাই নয়, শেষ দুই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেই কোচের দায়িত্ব পালন করেছেন। জাতীয় দলের ‘খণ্ডকালীন’ ফিল্ডিং কোচ হিসেবে ২০১০ সালে ইংল্যান্ড সফর করেছেন।

২০০৭ সালে অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে ‘কোচিং ক্যারিয়ার’ শুরু করেছিলেন বাবুল। তার হাতে তৈরি অনেক ক্রিকেটার জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। তরুণ ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখছেন তিনি। 

নিজের কোচিং অভিজ্ঞতা থেকে জানালেন, ‘আফিফকে সাকিবের ‘ব্যাকআপ’ হিসেবে ভাবতেই পারি। যদিও সাকিব বাঁ হাতি স্পিনার, আফিফ ডান হাতি। তবে অলরাউন্ডার হিসেবে সাকিবের অভাব পূরণ করার জন্য ক্রিকেটার হিসেবে আমি আফিফকেই দেখছি।’

বাংলাদেশের সেলিব্রেটি টি-২০ লিগ বিপিএলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ২০১৬ সালে রাজশাহী কিংসের হয়ে মাঠে নামেন আফিফ। প্রথম ম্যাচেই চিটাগাং ভাইকিংসের বিরুদ্ধে মাত্র ২১ রানে ৫ উইকেট নিয়ে হৈচৈ ফেলে দেন। তার শিকার করা উইকেটের মধ্যে ছিলেন টি-২০ সম্রাট ক্রিস গেইলও।

প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ২০১৭ সালে। এ পর্যন্ত আট ম্যাচে চার সেঞ্চুরি করেছেন এই তরুণ অলরাউন্ডার। গড় ৪৪.৮৩। বল হাতে শিকার করেছেন ৭ উইকেট। সবশেষ ম্যাচে পূর্বাঞ্চলের হয়ে খেলেছেন ১৪২ রানের অসাধারণ ইনিংস। 

সে কারণেই এই তরুণকে সাকিবের ‘রিপ্লেসমেন্ট’ হিসেবে ভাবা হচ্ছে। মাশরাফি বিন মর্তুজার ‘ব্যাকআপ’ হিসেবে এখন পর্যন্ত কাউকেই দেখছেন না মিজানুর রহমান বাবুল।

তবে তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের ‘ব্যাকআপ’ হিসেবে বেশ কজন তরুণ ক্রিকেটারের নাম উল্লেখ করেছেন তিনি, ‘মাশরাফির জায়গায় খেলতে পারে এমন কোনো ক্রিকেটারকে এখন পর্যন্ত দেখছি না। এ ছাড়া সিনিয়র সব ক্রিকেটারের বিকল্প ক্রিকেটারই আছে আমাদের পাইপলাইনে।’

ওপেনিংয়ে তামিমের তো সঙ্গীই নেই! সেখানে তার জায়গা কে নেবে ভবিষ্যতে? বাবুলের দাবি, ‘এবারের প্রিমিয়ার লিগে লিজেন্স অব রূপগঞ্জের হয়ে ব্যাটিং করেছে নাঈম নামে এক তরুণ ক্রিকেটার।

 তার ব্যাটিং স্টাইল আমার খুবই ভালো লেগেছে। আমার বিশ্বাস, তার যথাযথ পরিচর্যা করতে পারলে তামিমের জায়গায় সে মানিয়ে যেতে পারে। এ ছাড়া সৌম্য সরকার, লিটন দাস, এনামুল হক বিজয় তো আছেই। তবে তাদের আগে ধারাবাহিক হতে হবে।’

মুশফিকের জায়গায় কাকে ভাবছেন? তিনি বলেন, ‘এই জায়গায় মানিয়ে যেতে পারে জাকির হোসেন। এ ছাড়া গাজী গ্রুপের হয়ে খেলা অনীক ইসলামও হতে পারে ভবিষ্যতের মুশফিক।’

 মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প হিসেবে তার ভাবনা, ‘নাজমুল ইসলাম শান্ত এই জায়গার জন্য খুবই পারফেক্ট। তবে আবাহনীর খেলা সাইফ হাসানকে নিয়েও চিন্তা করা যেতে পারে। এ ছাড়া আরও বেশকিছু ক্রিকেটার রয়েছে।’

সত্যিকারার্থে বাংলাদেশ দলের ‘পঞ্চপাণ্ডব’— পাঁচ ক্রিকেটারের কোনো উপযুক্ত ‘ব্যাকআপ’ই দেখছেন না মিজানুর রহমান বাবুল! তিনি বলেন, ‘পাঁচ সিনিয়র ক্রিকেটারের উপযুক্ত ব্যাকআপ নেই। কেননা তারা অভিজ্ঞতার দিক দিয়ে অনেক এগিয়ে।

তাই তাদের ব্যাকআপ পেতে হলে তরুণদের অভিজ্ঞ করে জাতীয় দলে নিতে হবে। আমাদের তরুণ ক্রিকেটাররা অনেক মেধাবী। তবে তাদের অনূর্ধ্ব-১৯ থেকে সরাসরি জাতীয় দলে রিক্রুট না করে “এ” দলে খেলিয়ে অভিজ্ঞ করতে হবে। তখন পাইপলাইন অনেক শক্ত হবে।’

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget