Blackmail, making the objectionable picture of schoolgirl, two youths in jail!
স্কুলছাত্রীর আপত্তিকর ছবি বানিয়ে ব্ল্যাকমেইল,দুই যুবককে জেল!
নাটোরের গুরুদাসপুরে এক স্কুলছাত্রীর (১৪) আপত্তিকর ছবি বানিয়ে তাকে ব্ল্যাকমেইল করার অপরাধে দুই যুবককে আটক করে জেল ও জরিমানা করা হয়েছে।

 শনিবার বিকালে উপজেলার মশিন্দা ইউনিয়নের বিলবিয়াসপুর গ্রামের গোপাল চন্দ্রের ছেলে কম্পিউটার দোকানদার উত্তম কুমার (২২) ও মশিন্দা কান্দিপাড়ার আব্দুস সামাদের ছেলে রিপন (২৩) এ ঘটনা ঘটায়।

ওই ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাদের আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গনপতি রায়ের কাছে হাজির করে।

পরে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সব প্রমাণাদি দেখে আটককৃতদের জেল ও জরিমানা করেন।

রায়ে কম্পিউটার দোকানদার উত্তমকে ১০ হাজার টাকা জরিমানা এবং রিপনের ৩ মাসের কারাদণ্ডাদেশ দেন।

জানা যায়, ওই দুই যুবক স্কুলছাত্রীর মাথা কেটে অন্য আপত্তিকর ছবির সঙ্গে লাগিয়ে তাকে কুপ্রস্তাব দিয়ে অপকর্মে বাধ্য করার চেষ্টা করে। 

ছাত্রীটি এ ঘটনা পরিবারের লোকজনের কাছে জানালে তারা আইনের আশ্রয় নেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) গনপতি রায় জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের জেল-জরিমানা করা হয়।