Priya Prakash Varrier nails Amitabh Bachchan's Deewar dialogue
আবারও প্রিয়ার চোখের জাদুদে বুঁদ নেটিজেনরা!
পর্দায় তিনি থাকবেন, আর তার চোখের স্টাইল থাকবে না তাও আবার হয় নাকি? চোখের কায়দাতেই তো এক সময় বশ করেছিলেন গোটা সোশ্যাল মিডিয়াকে। আবারও তার চোখের জাদুদে বুঁদ নেটিজেনরা। 

নাহ! আগেরবারের মতো এবার কোনও পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা নয়। এবার নিজস্ব স্টাইল কোশেন্ট নিয়ে বিজ্ঞাপনের দুনিয়ায় পা রাখলেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। সাথে রয়েছে অবশ্যই তার চোখের সিগনেচার স্টাইল।

১৮ বছরের প্রিয়া নেট দুনিয়ায় সাড়া পেলেছিলেন 'অরু আদার লভ' নামের ছবির একটি ছোট্ট ক্লিপিংয়ে। স্কুল জীবনের দুষ্টু-মিষ্টি সেই প্রেমের দৃশ্যে মাত্র কয়েক মিনিটেই ঝড় তুলেছিলেন হাজার হাজার পুরুষ হৃদয়ে। 

ফের নিজস্ব মহিমায় একটি চকোলেট কোম্পানির বিজ্ঞাপনে হাজির প্রিয়া। মোট ছয়টি ভাষায় মুক্তি পেয়েছেন এই বিজ্ঞাপনটি।