ডি ভিলিয়ার্সের ঝড়ে জয় পেল ব্যাঙ্গালুরু!
April 21, 2018
AB de Villiers pumps his fists in celebration after securing a convincing six-wicket victory
ডি ভিলিয়ার্সের ঝড়ে জয় পেল ব্যাঙ্গালুরু!
এবি ডি ভিলিয়ার্সের ঝড়ে গৌতম গম্ভীরের দলকে হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ ওভার হাতে রেখেই ৬ উইকেটের ব্যবধানে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ব্যাঙ্গালুরু।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলতে সক্ষম হয়েছিল গৌতম গম্ভীরের দল। এদিকে, ব্যাঙ্গালুরু ব্যাট করতে নেমে শুরুতই মনন ভোরার উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে।
এরপর কোহলি যখন ডি ভিলিয়ার্সকে নিয়ে জুটি গড়েন, তখনই ডি ভিলিয়ার্সের ব্যাটিং তাণ্ডবে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালুরু।
ডি ভিলিয়ার্স ৩৯ বলে ৯০ রান করে অপরাজিত থেকে যান।