কেকেআরের এমন হারে ক্ষেপে গেলেন শাহরুখ !
কেকেআরের এমন হারে ক্ষেপে গেলেন শাহরুখ !
ইডেনে মুম্বাই ইন্ডিয়ান্সকে শেষবার কেকেআর হারিয়েছিল ২০১৫ সালের ৮ এপ্রিল। গতকাল বুধবার ইডেন ফের দেখল মুম্বাইয়ের বিপক্ষে কলকাতার আত্মসমর্পণ।১০২ রানের বিশাল ব্যবধানে হেরে মাথা নীচু করেই মাঠ ছাড়লেন কিং খান(Shah Rukh Khan)। নাইটদের উৎসাহ দিতে তিনিও যে এদিন হাজির ছিলেন ইডেনে।
ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই টুইটারে নিজের মেজাজের বহিঃপ্রকাশ ঘটালেন শাহরুখ খান। তার টুইট, ‘খেলায় হারজিত থাকবেই। কিন্তু মূল ব্যাপার হল ইচ্ছাশক্তি। যেটা দলের খেলায় ছিল না। দর্শকদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি’।
বাদশার হতাশ হওয়া অস্বাভাবিক নয়। মাঠে যেন এদিন একটাই দল খেলল। টস জিতে এদিন ফের তাড়া করার রাস্তাতেই হেঁটেছিলেন কার্তিক।
পরিসংখ্যান বলছে, ২০১৩ সালের পর ইডেনে রান তাড়া করে ১৫ বারের মধ্যে কলকাতা হেরেছে মাত্র একবার। প্রতিপক্ষের নাম মুম্বাই ইন্ডিয়ান্স।
গতকাল বুধবারও শাপমুক্তি ঘটল না। বদলা তো দূরের কথা। মুম্বাইয়ের কাছে পরপর হেরে ফের প্লে-অফের রাস্তা দুর্গম করে ফেলল নাইটরা। বাকি তিন ম্যাচের তিনটিই এখন কার্যত মরণ-বাঁচনে পরিণত হয়ে গেল।