While Mohammed Shami’s wife Hasin Jahan has made accusations of facing domestic abuse and him having

ফের জেরার মুখে শামি !
ভারতীয় পেসার মোহম্মদ শামি ও তার স্ত্রী হাসিন জাহানের বিবাদ যেন থামছেই না। তারই জের ধরে হাসিনের অভিযোগের প্রেক্ষিতে শামিকে লালবাজারে তলব করা হয়েছে।

 শামির ম্যানেজারকে আজ সকালে নোটিস পাঠিয়ে জানানো হয়েছে। আগামীকাল দুপুরে লাল বাজারে শামিকে জেরা করবে উইমেন্স গ্রিভান্স সেলের কর্মকর্তারা। 

জানা গেছে, কাল লালবাজারে শামির সঙ্গে থাকবেন তার ভাই। যার বিরুদ্ধে হাসিন জাহান অভিযোগ জানিয়েছিলেন পুলিশকে। ইতিমধ্যেই সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আইপিএল শুরু আগে থেকেই ভারতীয় ক্রিকেটার শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন তার স্ত্রী হাসিন জাহান। একাধিক মহিলার সঙ্গে শামির সম্পর্ক নিয়ে বিস্ফোরক সব অভিযোগ করেন তিনি।

 লালবাজারেও শামির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন হাসিন। যদিও শামি বারবারই প্রকাশ্যে বলেছেন হাসিনের সঙ্গে তার কোনো সমস্যা নেই।