Priyanka Chopra Met Gala Hood Took Over 250 Hours To Hand Bead

Priyanka Chopra Met Gala Hood Took Over 250 Hours To Hand Bead

প্রিয়াঙ্কার কাছে হার মানলেন হলিউডের অভিনেত্রীরা!

'মেট গালা ২০১৮'-এর রেড কার্পেটে হলি মাদারের বেশে হাজির হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অফ শোল্ডার রেড গাউনের সঙ্গে গোল্ডেন মেটালিক স্কার্ফ।
প্রিয়াঙ্কার এই বেশে মুগ্ধ হলিউড। বরাবরই হলিউডে নতুন কিছু করতে চেয়েছেন প্রিয়াঙ্কা। এবার স্টাইলের দিক দিয়ে জেনিফার লোপেজকেও হার মানিয়েছেন তিনি। প্রিয়াঙ্কার পাশে অনেকটাই নিষ্প্রভ দেখিয়েছে হলিউডের অভিনেত্রীদের।
লাল গাউনে দীপিতাকাও গিয়েছিলেন সেখানে। তবে নজর কেড়েছেন কেবল প্রিয়াঙ্কাই। ইভেন্টের থিমই অবশ্য ছিল স্বর্গীয় কোনও পোশাক।