Jhanvi Kapoor, the daughter of the late Bollywood star Sridevi

মাঝ রাস্তায় শ্রীদেবীকন্যা জাহ্নবীকে নিয়ে গুঞ্জন!

মায়ের মৃত্যুর পর থেকে পাপারাৎজিদের দেখে যেমন হাসি দেখা যায় না জাহ্নবীর মুখে। কিন্তু  মাঝ রাস্তায় এবার যা ঘটল জাহ্নবীর সঙ্গে, তা দেখে হেসে ফেললেন শ্রীদেবীকন্যা।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, জাহ্নবী কাপুরকে দেখে একজন ডেকে জিজ্ঞেস করছেন, ‘এ কার মেয়ে?’ শুধু তাই নয়, জাহ্নবী কাপুরকে দেখে সেই পথচারি একাধিকবার জিজ্ঞাসা করতে শুরু করেন, ‘কার মেয়ে?’ ‘কার মেয়ে?’ বলে।

এদিকে সম্প্রতি ‘ধড়ক’ ছবির শুটিং শেষ করে কলকাতা থেকে মুম্বাইতে ফিরেছেন জাহ্নবী। কলকাতায় জাহ্নবীর সঙ্গে শুটিং করেন শহিদ কাপুরের ভাই ঈশান খাট্টার।

 ফলে বলিউডে শ্রীদেবীকন্যার ডেবিউ ফিল্ম নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে।