Mosharraf Karim's surprise to see this situation, Sabila Noor!

মোশাররফ করিমের এ অবস্থা দেখে অবাক "সাবিলা নূর"!

ঈদে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত নাটক মানেই দর্শকের জন্য ভিন্ন কিছু।

 তারই ধারাবাহিকতায় এবার ঈদে ‘ফ্যাট ম্যান’ নামের একটি নাটকে নতুন চরিত্র দেখা যাবে এ অভিনেতাকে।

 ৭ পর্বের এই ধারাবাহিটির নির্মাতা সাগর জাহান। এতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর।

এ প্রসঙ্গে নির্মাতা সাগর জাহান জানান, মোশাররফ করিমকে এটিতে অনেক মোটা দেখা যাবে। ফ্যাট ম্যান হিসেবে তিনি কক্সবাজারের একটি গার্লস স্কুলের পিটিআই টিচার।

 গত কয়েক বছরে তিনি বেশ মোটা হয়ে গেছেন। এদিকে তার সঙ্গে ফেসবুকে পরিচয় ঘটে সাবিলা নূরের। কক্সবাজারে গিয়ে সাবিলা তার সঙ্গে দেখা করেন।

কিন্তু ফ্যাট ম্যানকে দেখে তিনি অবাক হয়ে যান। একজন মানুষ এত মোটা হতে পারে তার ধারণা ছিল না। তার পরেই গল্পটি অন্য দিকে মোড় নেয়। 

এবার ঈদুল ফিতরে নাটকটি প্রচার হবে বাংলাভিশনে।