Virat Kohli gifts Danielle Wyatt his bat, she misspells his name in thank you note
England Cricketer Danielle Wyatt To Unleash Virat Kohli's Gift In India
With England women's team set to tour India this month for a T20I tri-series, Danielle Wyatt is eager to use the 'secret weapon' given by Virat Kohli in the tournament. ...
The English cricketer made headlines in 2014 after asking India captain Virat Kohli to marry her on Twitter.
কোহলির সাথে নাম জরিয়ে ফের আলোচনায় ড্যানিয়েল !
ড্যানিয়েল ওয়েট এর কথা মনে আছে কী? ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে ভারতীয় ব্যাটিং সেনসেশন বিরাট কোহলির দুরন্ত ব্যাটিং দেখে তার এতটাই অনুরাগী হয়ে ওঠেন যে, তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন ইংলিশ মহিলা ক্রিকেট দলের এই খেলোয়াড়।
ওই বছরেরই শেষের দিকে ড্যানিয়েলকে একটি ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি। আর সেই ব্যাট নিয়ে কথা বলে আবারও আলোচনায় ড্যানিয়েল ওয়েট।
ভারতীয় গণমাধ্যমে খবর, চলতি মাসেই ত্রিদেশীয় টি-২০ সিরিজে খেলতে ভারতে আসছে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল। এই টুর্নামেন্টে কোহলির দেওয়া ব্যাটটি ব্যবহার করতে মুখিয়ে রয়েছেন ড্যানিয়েল।
এই সিরিজে ভারত, ইংল্যান্ডের পাশাপাশি অংশ নেবে অস্ট্রেলিয়া। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে হবে এই টুর্নামেন্টের খেলা।
একটি সাক্ষাৎকারে ড্যানিয়েল জানিয়েছেন, আগামী ২৩ মার্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেন করতে নামার সময় তিনি এই ব্যাট নিয়েই নামবেন।
তিনি জানিয়েছেন, যে ব্যাটে তিনি সেঞ্চুরি করেছিলেন, তা ভেঙে গেছে কিছুদিন আগে। তাই এখন তিনি কোহলির দেওয়া ব্যাটে খেলবেন।
|
Virat Kohli gifts Danielle Wyatt his bat |
ড্যানিয়েল ওয়েট এর কথা মনে আছে কী? ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে ভারতীয় ব্যাটিং সেনসেশন বিরাট কোহলির দুরন্ত ব্যাটিং দেখে তার এতটাই অনুরাগী হয়ে ওঠেন যে, তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন ইংলিশ মহিলা ক্রিকেট দলের এই খেলোয়াড়।
ওই বছরেরই শেষের দিকে ড্যানিয়েলকে একটি ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি। আর সেই ব্যাট নিয়ে কথা বলে আবারও আলোচনায় ড্যানিয়েল ওয়েট।
এই সিরিজে ভারত, ইংল্যান্ডের পাশাপাশি অংশ নেবে অস্ট্রেলিয়া। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে হবে এই টুর্নামেন্টের খেলা।
তিনি জানিয়েছেন, যে ব্যাটে তিনি সেঞ্চুরি করেছিলেন, তা ভেঙে গেছে কিছুদিন আগে। তাই এখন তিনি কোহলির দেওয়া ব্যাটে খেলবেন।
keywords: England Cricketer Danielle Wyatt To Unleash Virat Kohli's Gift In India, Virat Kohli gifts Danielle Wyatt his bat, she misspells his name in thank you note
Post a Comment