Rekha attend 102 Not Out Screening

অমিতাভের সিনেমা দেখতে হাজির রেখা!

‘১০২ নট আউট’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হলেন রেখা। পাপারাৎরাজির ক্যামেরায় ধরাও পড়ল সেই ছবি। দেখা যায়, গাড়ির মধ্যে সানগ্লাস এটে বসে রয়েছেন রেখা।

কিন্তু অমিতাভ বচ্চন এবং ঋষি কাপুরের সিনেমা নিয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি রেখাকে।

‘১০২ নট আউট’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে রেখার পাশাপাশি হাজির হন ঋষি কাপুরের স্ত্রী নিতু কাপুর, কৃষ্ণা রাজ কাপুর, শাম্মি কাপুরের স্ত্রী নীলা দেবীসহ অনেকে। 

ক্যামেরার ফ্ল্যাশে উঠেও আসে সেই ছবি। কিন্তু পাপারাৎরাজিদের কেতু বেশিই নজর ছিল রেখার উপর।

এদিকে রেখাকে ‘মা’ বলে সম্মোধন করে সম্প্রতি খবরের শিরোনামে আসেন ঐশ্বরিয়া রায় বচ্চন। এমনকী একটি অনুষ্ঠানে হাজির হয়ে রেখার পা ছুঁয়ে প্রণামও করেন বচ্চন পরিবারের এই বধূ। যা নিয়ে চাঞ্চল্য শুরু হয়।