Real Madrid cannot win with 10 of Barcelona!
The match between Spanish La Liga Real Madrid and Barcelona was drawn 2-2. Real Madrid could not see the victory of 10 with Barcelona.
However, in this match, the players of both teams have scored goals Messi, Ronaldo, Suarez and Gareth Bale each got one goal each.
Barcelona go ahead in 10 minutes before the match Luigi Suarez took the shot on the right foot of Real Madrid after receiving the ball from Sergio Roberto Pass.
But Cristiano Ronaldo made the team equal in 17 minutes. After that, the red card at the time of the first half of the match, Barcelona's Sergio Roberto As a result, Barcelona became the number one team.
At the start of the second half, Barça Lionel Messi scored a magnificent goal in the 52nd minute. But in 72 minutes, Gareth Bell recovers the team. Then no other team saw the face of the goal. The match ended in a 2-2 draw.
বার্সার ১০ জনের সঙ্গেও জয় তুলতে পারেনি রিয়াল!
স্প্যানিশ লা লিগার রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। বার্সেলোনার ১০ জনের সঙ্গেও জয়ের মুখ দেখতে পারেনি রিয়াল।
তবে এ ম্যাচে গোল পেয়েছেন দুই দলের তারকা খেলোয়াড়েরা। মেসি, রোনালদো, সুয়ারেজ ও গ্যারেথ বেল প্রত্যেকেই একটি করে গোল পেয়েছেন।
ম্যাচ শুরুর ১০ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। সার্জিও রবার্তো পাসে বল পেয়েই রিয়ালের জালে ডান পায়ে শট নেন লুই সুয়ারেজ।
কিন্তু ১৭ মিনিটে দলকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর ম্যাচের প্রথমার্ধের অতিরিক্তি সময়ে লাল কার্ড পান বার্সেলোনার সার্জিও রবার্তো। ফলে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫২ মিনিটে দারুণ এক গোল করেন বার্সা তারকা লিওনেল মেসি। তবে ৭২ মিনিটে গ্যারেথ বেল ফের দলকে সমতায় ফেরান। এরপর আর কোনও দলই গোলের মুখ দেখেনি। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয় ম্যাচটি।
Post a Comment