জয়ের নায়ক হয়েও পুরস্কার হাতে উঠেনি সাকিবের!

Shakib did not get the award even after winning the hero! Hyderabad beat Sunrisers by just 146 runs in the 39th match Sakibara beat Virat Kohli by 5 runs Shakib was the main protagonist of the victory over Hyderabad-based performance in Hyderabad. Opener Parthiv Patel and Captain Virat Kohli took the ball along with 35 runs in the batting. After this performance, Shakib did not get the award for the match award. Captain Kane Williamson was awarded the match-winning award. The captain scored 54 runs in the team. The Hyderabadi, who had scored 147 for the loss of seven wickets in 60 overs, were scoring 60 runs from 1 for 7. The team had a dream of winning in such a situation Bangalore In such situation, Shakib gave the break throws. Returning to Parthiv Patel But then, after losing wickets in regular intervals, Bengaluru could fall into a difficult pressure. And if the pressure did not go up, then Kohli got drowned on the shore. Kohli scored a maximum of 39 runs for the team. Grantham scored 33 runs. Earlier, Hyderabad lost to the hosts in the 39th match of the Indian Premier League at the Rajiv Gandhi stadium on Monday, after losing the toss, Hyderabad lost three wickets for 48 runs in Hyderabad. Captain Kane Williamson added 64 runs for the fourth wicket with Shakib Al Hasan. Then losing wickets at regular intervals Hyderabad Umesh Yadav was bowled by boundary and Williamson caught by Mandeep Singh. Earlier, captain Shakib Al Hasan scored 56 runs off 39 balls with five fours and two sixes. Skipper Umesh Yadav, who was fielded in a backward square leg after returning from the swing of team Southee, returned with a catch. Earlier, the all-rounder returned 32 off five balls in 35 balls. Yusuf Pathan, Riddhiman Saha, Rashid Khan, Bhubaneswar Kumarra could not fight in the end. That is why Hyderabad got all out for 146 runs, Hyderabad. Mohammad Siraj took 3 wickets for 24 runs in 4 overs for Bangalore. Tim Southee also took three wickets.

Shakib Al Hasan Profile,Shakib Al Hasan,Shakib Al Hasan,Bangladesh Cricket,Cricket Players,Shakib Khan,shakib al hasan wife,shakib al hasan ipl,shakib al hasan facebook,shakib al hasan ipl 2018,shakib al hasan ranking,shakib al hasan biography,shakib khan,shakib al hasan salary

জয়ের নায়ক হয়েও পুরস্কার হাতে উঠেনি সাকিবের!

আইপিএলের ৩৯তম ম্যাচে মাত্র ১৪৬ রান করেও জয় পেয়েছে হায়দরাবাদ। বিরাট কোহলিদের ৫ রানে হারিয়েছে সাকিবরা। এদিন ব্যাটে-বলে নজড়কাড়া পারফরম্যান্সে হায়দরাবাদের জয়ের মূল নায়ক ছিলেন সাকিব(shakib al hasan)

ব্যাট হাতে ৩৫ রান করার পাশাপাশি বল হাতে নেন ওপেনার পার্থিব প্যাটেল ও অধিনায়ক বিরাট কোহলির উইকেট। এমন পারফরম্যান্সের পরও ম্যাচ সেরার পুরস্কার হাতে উঠেনি সাকিবের।
ম্যাচ সেরার পুরস্কার দেয়া হলো অধিনায়ক কেন উইলিয়ামসনকে। দলের জয়ে ৫৪ রান করেন অধিনায়ক।

এদিন হায়দরাবাদের দেওয়া ১৪৭ রানের টার্গেটে খেলতে নেমে ৭ ওভারে কোহলিদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৬০ রান। দলের এমন অবস্থায় জয়ের স্বপ্নে বিভোর ছিল ব্যাঙ্গালুরু।

 এমন অবস্থায় ব্রেক থ্রো এনে দেন সাকিব(shakib al hasan)। ফেরান পার্থিব প্যাটেলকে। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়ে গেলে কঠিন চাপের মধ্যে পড়ে যায় ব্যাঙ্গালুরু।

আর এই চাপ সামলিয়ে উঠতে না পারায় তীরে গিয়ে তরী ডুবে কোহলিদের। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন কোহলি। এছাড়া ৩৩ রান করেন গ্রান্ডহোম।

এর আগে সোমবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আইপিএলের চলমান ৩৯তম ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪৮ রানে তিন উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় হায়দরাবাদ।

চতুর্থ উইকেটে সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন অধিনায়ক কেন উইলিয়ামসন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় হায়দরাবাদ।

উমেশ যাদবকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে মন্দিপ সিংহের হাতে ধরা পড়েন উইলিয়ামসন। তার আগে ৩৯ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৫৬ রান করে যান হায়দরাবাদের অধিনায়ক।খানিক ব্যবধানে ফেরেন সাকিব আল হাসান।

টিম সাউদির বলে সুইফ করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ফিল্ডিং করা উমেশ যাদবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব। তার আগে ৩২ বলে পাঁচ বাউন্ডারিতে ৩৫ রান করে ফেরেন এ অলরাউন্ডার।

শেষ দিকে লড়াই করতে পারেননি ইউসুফ পাঠান,ঋদ্ধিমান সাহ, রশিদ খান, ভুবেনেশ্বর কুমাররা। যে কারণে ১৪৬ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ। ব্যাঙ্গালুরুর হয়ে ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। এছাড়া তিন উইকেট শিকার করেন টিম সাউদি।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget