The last time KKR lost to Mumbai Indians in Eden on 8 April 2015. On Wednesday, Eden saw the Kolkata surrender against Mumbai.
King Khan, left out of the field after losing a huge total of 102 runs. He was also present at Eden to encourage the knights.
Within a few minutes of the match, Shahrukh Khan outlined his temperament on Twitter. His tweet 'will remain in the game. But the main thing is that willpower. That was not in the team game. I apologize to the audience '.
Badsha's disappointment is not unusual. At the field, one team will play. Winning the toss, Kartik was walking on the road to chase again.
According to statistics, after the run of runs in Eden after 2013, Kolkata has lost only once in 15 times. The name of the opposition is Mumbai Indians.
Wednesday did not happen even today. It is not far from the revenge. After losing to the Mumbai player, the play-off was impaired by the knights. Three of the remaining three games are now virtually death-making.
কেকেআরের এমন হারে ক্ষেপে গেলেন শাহরুখ !
ইডেনে মুম্বাই ইন্ডিয়ান্সকে শেষবার কেকেআর হারিয়েছিল ২০১৫ সালের ৮ এপ্রিল। গতকাল বুধবার ইডেন ফের দেখল মুম্বাইয়ের বিপক্ষে কলকাতার আত্মসমর্পণ।
১০২ রানের বিশাল ব্যবধানে হেরে মাথা নীচু করেই মাঠ ছাড়লেন কিং খান(
Shah Rukh Khan)। নাইটদের উৎসাহ দিতে তিনিও যে এদিন হাজির ছিলেন ইডেনে।
ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই টুইটারে নিজের মেজাজের বহিঃপ্রকাশ ঘটালেন শাহরুখ খান। তার টুইট, ‘খেলায় হারজিত থাকবেই। কিন্তু মূল ব্যাপার হল ইচ্ছাশক্তি। যেটা দলের খেলায় ছিল না। দর্শকদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি’।
বাদশার হতাশ হওয়া অস্বাভাবিক নয়। মাঠে যেন এদিন একটাই দল খেলল। টস জিতে এদিন ফের তাড়া করার রাস্তাতেই হেঁটেছিলেন কার্তিক।
পরিসংখ্যান বলছে, ২০১৩ সালের পর ইডেনে রান তাড়া করে ১৫ বারের মধ্যে কলকাতা হেরেছে মাত্র একবার। প্রতিপক্ষের নাম মুম্বাই ইন্ডিয়ান্স।
গতকাল বুধবারও শাপমুক্তি ঘটল না। বদলা তো দূরের কথা। মুম্বাইয়ের কাছে পরপর হেরে ফের প্লে-অফের রাস্তা দুর্গম করে ফেলল নাইটরা। বাকি তিন ম্যাচের তিনটিই এখন কার্যত মরণ-বাঁচনে পরিণত হয়ে গেল।
Post a Comment