রাশিয়া বিশ্বকাপ শুরুর আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল!

Brazil got big bad news before the start of the World Cup. Brazil got bigger bad news before the start of the World Cup. Due to injury, five-time world champions will not be able to get one of their best actors Dani Alves The Brazilian Football Confederation on Friday confirmed that the 35-year-old right back man could not play in the World Cup. News round dot-comer The news is that PSG star Dani Alves has been injured in the French Cup final against Lesboseries last Wednesday. It is believed that he will return to the team due to injury. However, the results of some tests done by Brazilian physician Rodrigo Lashmaar have confirmed Alves's surgery. As a result, it is not possible to get back to the scheduled time. So it is sure that Alves will not be available in camps, friendly matches, and World Cups. The Brazil coach will announce the World Cup in Russia next Monday. Although the World Cup campaign began on 18 June with the match against Switzerland, Neymar will play for Croatia on June 3 and Australia on June 10.

Brazil got big bad news before the start of the World Cup Dani Alvesm injured

রাশিয়া বিশ্বকাপ শুরুর আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল!

রাশিয়া বিশ্বকাপ শুরুর আগে বড় ধরনের দুঃসংবাদ পেল ব্রাজিল। চোটের কারণে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পাবে না তাদের দলের অন্যতম সেরা তারকা দানি আলভেসকে(Dani Alves)।

 শুক্রবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছে রাশিয়া বিশ্বকাপে খেলতে পারছেন না ৩৫ বছর বয়সী এই রাইট ব্যাক। খবর গোল ডট কমের।

খবরে বলা হয়, গত বুধবার ফ্রেঞ্চ কাপের ফাইনালে লেজার্বিয়েরসের বিপক্ষে চোটে পড়েন পিএসজি তারকা দানি আলভেস। ধারণা করা হচ্ছিল চোট কাটিয়ে দলে ফিরবেন তিনি।

তবে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের করা কিছু পরীক্ষার ফলাফল নিশ্চিত করেছে আলভেসের সার্জারি প্রয়োজন হবে।
ফলে নির্ধারিত সময়ের মধ্যে তাকে ফিরে পাওয়া সম্ভব নয়। তাই এটা নিশ্চিত দানি আলভেসকে প্রস্তুতি ক্যাম্প, প্রীতি ম্যাচ ও বিশ্বকাপে পাওয়া যাবে না।

আগামী সোমবার ব্রাজিল কোচ তিতে রাশিয়া বিশ্বকাপের দল ঘোষণা করবেন। যদিও ১৮ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু্র আগে নেইমারদের আগামী ৩ জুন ক্রোয়েশিয়া ও ১০ জুন তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget