জানেন কােন দেশের কয়টি স্যাটেলাইট !

Know how many satellites in the country! The launch of the Bangabandhu satellite launch has been successfully completed. Bangladesh has taken steps to launch satellite as the 57th country in the world.  Bangladesh Bangabandhu Satellite-1 project of Bangladesh has been implemented with the cost of Taka 3 billion. But currently there are more than two hundred satellites in orbit. It is known that in 1957, the first Soviet Union in the space of sending a satellite named Sputnik-1.  After that, many countries followed them and sent satellites into space. According to N2Wo.com website data, the combined satellite number of 1504 countries of former Soviet Russia, Russia, 1616, China, 298, Japan 172, India 88, France 68, Britain 4, South Korea 24, Spain 23, 14 of Turkey, 13 of Saudi Arabia, 3 of Pakistan. Besides, many satellites of different international organizations are currently in orbit. It is to be noted that Saturn Bangabandhu-1 was launched from Kennedy Space Center in Florida, USA, at 2:00 pm on Friday.  It will take 8-11 days to go to orbit Satellites by passing the 35,776 km route from Earth station. And ready to be fully prepared in 3 months.

Know how many satellites in the country

Satellite

জানেন কােন দেশের কয়টি স্যাটেলাইট !

বঙ্গবন্ধু স্যাটেলাইট (Bangabandhu satellite)উৎক্ষেপণের কাজ সফল ভাবে সম্পূর্ণ হয়েছে। বিশ্বের ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইট উৎক্ষেপণের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ।

 প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

তবে বর্তমানে কক্ষপথে দু্ই হাজার দুইশোটির বেশি স্যাটেলাইট রয়েছে। জানা যায়, ১৯৫৭ সালে প্রথম মহাকাশে স্পুটনিক-১ নামে স্যাটেলাইট প্রেরণ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।

 এরপর অনেক দেশ তাদের অনুসরণ করে মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করেছে।

স্যাটেলাইট উৎক্ষেপণ ও এর গতিবিধি নিয়ে কাজ করে এন২ওয়াইও.কম ওয়েবসাইটের তথ্য মতে, সাবেক সোভিয়েত রাশিয়া ভূক্ত দেশগুলোর সম্মিলিত স্যাটেলাইট সংখ্যা ১৫০৪টি, যুক্তরাষ্ট্রের ১৬১৬টি, চীনের ২৯৮টি, জাপানের ১৭২টি, ভারতের ৮৮টি, ফ্রান্সের ৬৮টি, ব্রিটেনের ৪২টি, দক্ষিণ কোরিয়ার ২৪টি, স্পেনের ২৩টি, তুরস্কের ১৪টি, সৌদি আরবের ১৩টি, পাকিস্তানের ৩টি।

এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অনেকগুলো স্যাটেলাইট বর্তমানে কক্ষপথে অবস্থান করছে।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করা হয়।
 আর্থ স্টেশন থেকে ৩৫ হাজার ৭৮৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্যাটেলাইটটির কক্ষপথে যেতে সময় লাগবে ৮-১১ দিন। আর পুরোপুরি কাজের জন্য প্রস্তুত হবে ৩ মাসের মধ্যে।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget