এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাশং!

Results of this year's Secondary School Certificate (SSC) and equivalent exams were published. In this, the average pass rate in 10 education boards was 77.77 percent. Education Minister Nurul Islam Nahid handed over the summary of the results to the Prime Minister Sheikh Hasina's residence at Ganobhaban this morning at 10:00 am. At this time, the education ministers were with the chairmen of the education boards. The Education Minister briefed the results of SSC and equivalent exam results. He said 20 lakh 26 thousand 574 examinees took part in the country. In the meantime, 15 lakh 76 thousand 104 students, which is 77.77 percent on average. The pass rate for students is 76.71 percent, and the pass rate of the student is 78.85 percent. Now, 1 lakh 10 thousand 629 students got GPA-5. Of these 55 thousand 701 students and 54 thousand 928 students. Education Minister will announce the results of the formal examination through a press conference at 1 pm at the Secretariat. From 2 pm onwards, the candidates will be able to know the results. Results can also be found on the website of Education Boards (www.educationboardresults.gov.bd) as well as SMS from any mobile. It is to be noted that the examinations of the SSC and equivalent subjects were held from February 1 to February 25.

SSC examination pass rate 77.77 percent!

এসএসসি পরীক্ষায়  পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাশং!

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাশং।

আজ সকাল ১০টা ৮ মিনিটে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে তার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। এসময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা।

শিক্ষামন্ত্রী এসময় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন। তিনি জানান, এবার সারাদেশে ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে পাস করে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ শিক্ষার্থী, যা গড়ে ৭৭.৭৭ শতাংশ।


 ছাত্রদের পাসের হার ৭৬.৭১ শতাংশ, আর ছাত্রীর পাসের হার ৭৮.৮৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ শিক্ষার্থী। এরমধ্যে ৫৫ হাজার ৭০১ জন ছাত্র, আর ৫৪ হাজার ৯২৮ জন ছাত্রী।

দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী। দুপুর ২টার পর থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। 

শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের (www.educationboardresults.gov.bd) পাশাপাশি যে কোনও মোবাইল থেকে এসএমএস করেও ফল জানা যাবে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget