![]() |
Sunny Leone |
"মিনি সানি লিওনের"সন্ধান!(ছবিসহ)
গুগলের সর্বাধিক অনুসন্ধানী সেলিব্রিটি সানি লিওন।যিনি পর্নস্টার হিসেবেই পরিচিতি। তবে সেটা এখন অতীত ।বর্তমানে বলিউডে নিজের একটাও অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি।ভাবছেন, তাহলে মিনি সানি লিওন আবার কে?
ভারতীয় গণমাধ্যম বলছে, সানি লিওনের ঘটনাবহুল জীবন নিয়ে তৈরি হচ্ছে একটি ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজে কানাডায় তার জীবন কেমন ছিল, তার বিবরণ দিতে যাচ্ছে।
‘করণজিৎ কউর- দ্যা আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ নামের ওই ওয়েব সিরিজটি প্রচারিত হবে আগামী বছর।
ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকায় শুটিং শুরু করেছেন সানি।
সানি লিওনের চরিত্রে অভিনয় করছে রাইজা সুজাতানি।
সম্প্রতি, সানি লিওন তার চরিত্রে যিনি অভিনয় করছেন তাকে সোশ্যাল মিডিয়ায় "মিনি সানি লিওন" হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন সানি।
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.