বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করে ফিরে এসেছে ফ্যালকন ৯ !

Falcon 9 has returned Bangabandhu Satellite! Falcon 9 Rocket successfully completed Bangabandhu satellite launch. Satellites were launched on Friday midnight at 2:14 pm.  It takes 33 minutes to reach the orbit. After some time the Falcon-9 has returned to the Earth's surface. The new version of the Falcon rocket spesaeksera -9 five blocks from Florida's Kennedy Space Center launch pad to orbit transfer jiostesanari started with CIT satellites.  After a long wait, the satellite or satellite has reached its orbit in the night at 2:47. The Falcon-9 rocket made by the US Private Spaces organization is reusable. It successfully completed the satellite launch of Bangabandhu, returned to the land surface. It can be used to send other satellites in the future.

Falcon 9 has returned Bangabandhu Satellite

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করে ফিরে এসেছে ফ্যালকন ৯ !

বঙ্গবন্ধু স্যাটেলাইট( Bangabandhu Satellite)উৎক্ষেপণের কাজ সফল ভাবে সম্পূর্ণ করে ফিরে এসেছে ফ্যালকন ৯ রকেট। শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

 এটি কক্ষপথে পৌঁছাতে নির্ধারিত ৩৩ মিনিট সময় নেয়। এর কিছুক্ষণ পর ভূ-পৃষ্টে ফিরে এসেছে সেই ফ্যালকন-৯।

স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের নতুন সংস্করণ ব্লক ফাইভ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে সঙ্গে নিয়ে রওনা হয় জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটের দিকে।

 দীর্ঘ প্রতীক্ষার পর রাত ২টা ৪৭ মিনিটে এ স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহটি নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে।

মার্কিন বেসরকারি স্পেসএক্স প্রতিষ্ঠানের নির্মিত ‘ফ্যালকন-৯’ রকেটটি পুনরায় ব্যবহারযোগ্য। এটি বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ সফল ভাবে সম্পূর্ণ করে, ভূ-পৃষ্টে ফিরে এসেছে। ভবিষ্যতে অন্য কোনো স্যাটেলাইট পাঠাতে এটি ব্যবহার করা যাবে।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget