স্মার্টফোনে যদি পানি ঢুকে যায়! তাহলে…

If the water goes into the smartphone! Then ... The sky was absolutely bright when it came out. There was no reason to predict the rain might shine. Meanwhile, mobile phone in the pocket. Rainwater is not damaged by water, but if the water goes into the smartphone! Then... You can do these things to protect your smartphone from such situation. 1) Save all the information on the phone in cloud storage before the monsoon arrives. In the rainy season, if the water is in the water, it can survive the information on your mobile. Do not touch the touchscreen with a wet hand. Water can squeeze into it and the 'touch screen' can stop working. 2) Before switching to the phone or swapping, switch off the first of all. This will stop working on the phone. As a result, the water on the phone can be saved if it is in the interior of your mobile device. If you do these tasks, you can expect the mobile to be lost. If you can remove mobile phone battery. 3) Keep silicone gel in the wallet. Silica gel helps keep things dry. Do not let the moisture read in the things. Keep small plastic pouches locked with zipping. If there is a breach in the rain, fill the mobile phone with silica gel packets on plastic pouches and lock the zip. In some way the water on the pouch, silica gel will help keep your smartphone dry. 4) Keep a polybag when you go to the market. This polybag may protect your smartphone in the rain. 5) Also buy waterproof mobile phone pouch cover from the market. Put your smartphone in this cover in the rain. The worries of mobile worsening will be overcome. 6) You will also have to speak on the mobile phone in the rain. But, if you put the phone in the ear, it can be wet. In this case, you can use Bluetooth-earphone. 7) Do not try to charge a wired smartphone. Before deleting the mobile phone well. Keep an open hour for 1 hour. Then you can put the phone charging once again. Delete the battery while removing the phone. fixing a phone dropped in water,iphone dropped in water,i dropped my phone in water and it wont turn on,dropped phone in water screen wont work,i dropped my phone in water and the screen is black,how to get water out of your phone without rice,how do you fix a water damaged phone,how to fix a water damaged phone that wont turn on


If the water goes into the smartphone,fixing a phone dropped in water,iphone dropped in water,i dropped my phone in water and it wont turn on,dropped phone in water screen wont work,i dropped my phone in water and the screen is black,how to get water out of your phone without rice,how do you fix a water damaged phone,how to fix a water damaged phone that wont turn on

dropped phone in water

স্মার্টফোনে যদি পানি ঢুকে যায়! তাহলে…

বাইরে যখন বেরিয়েছিলেন তখন আকাশ একদম উজ্জ্বল ছিল। আচমকা ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে এমন কোনও আন্দাজ করতে পারেননি। এদিকে, পকেটে মোবাইল ফোন।

 বৃষ্টির পানি নিজে ভিজলে ক্ষতি নেই, কিন্তু, স্মার্টফোনে যদি পানি ঢুকে যায়! তাহলে…। এমন পরিস্থিতি থেকে নিজের স্মার্টফোনটাকে রক্ষা করতে এই কাজগুলো আপনি করে দেখতে পারেন।

১) বর্ষা আসার আগেই ফোনে থাকা সমস্ত তথ্য ‘ক্লাউড স্টোরেজ’-এ সেভ করে রাখুন। বর্ষায় কোনওভাবে ফোনে পানি ঢুকলে বেঁচে যেতে পারে আপনার মোবাইলে থাকা তথ্য। আর ভিজে হাতে টাচ স্ক্রিনে হাত দেবেন না। এতে পানি সোক করে ভিতরে চলে যেতে পারে এবং ‘টাচ স্ক্রিন’ কাজ করা বন্ধ করে দিতে পারে।

২) ফোন ভিজে যাওয়ার আগে বা ভিজে গেল সবার প্রথমে সুইচ-অফ করে দিন। এতে ফোনের ভিতরের যন্ত্রগুলি কাজ করা বন্ধ করে দেবে।

 ফলে, ফোনে পানি ঢুকলেও কিছুটা হলে রক্ষা পেতে পারে আপনার মোবাইলের ভিতরের যন্ত্রাংশ।

 এই কাজগুলি করলে মোবাইল নষ্ট না হয়ে যাওয়ারও আশা রাখতে পারেন। পারলে মোবাইল ফোনের ব্যাটারিও খুলে নিন।

৩) মানিব্যাগে সিলিকা জেল রাখুন। সিলিকা জেল যে কোনও জিনিসকে শুকনো রাখতে সাহায্য করে। জিনিসে ময়শ্চার পড়তে দেয় না।

এর সঙ্গে জিপ লক করা ছোট প্লাস্টিকের পাউচ রাখুন। বৃষ্টিতে ভেজার উপক্রম হলে, প্লাস্টিকের এই পাউচে সিলিকা জেলের প্যাকেট রেখে মোবাইল ফোনটি ভরে দিন এবং জিপ লক করুন। কোনওভাবে পাউচে পানি ঢুকলেও সিলিকা জেল আপনার স্মার্টফোন শুকনো রাখতে সাহায্য করবে।

৪) বাজারে গেলে যে পলিব্যাগ পান, সেরকম একটা সঙ্গে রাখুন। বৃষ্টির মধ্যে আপনার স্মার্টফোনের রক্ষাকবচ হতে পারে এই পলিব্যাগ।

৫) এছাড়াও বাজার থেকে ওয়াটার-প্রুফ মোবাইল ফোনের পাউচ কভার কিনে নিন। বৃষ্টিতে আপনার স্মার্টফোনটিকে এই কভারের মধ্যে ভরে দিন। মোবাইল খারাপ হয়ে যাওয়ার দুশ্চিন্তা দূর হয়ে যাবে।

৬) বৃষ্টির মধ্যেও মোবাইল ফোনে কথা বলতে হবে। কিন্তু, কানে ফোন রাখলে ভিজে যেতে পারে। সেক্ষেত্রে ব্লুটুথ-ইয়ারফোন ব্যবহার করতে পারেন।

৭) ভিজে থাকা স্মার্টফোনকে চার্জ দেওয়ার চেষ্টা করবেন না। আগে মোবাইল ফোনটিকে ভাল করে মুছে নিন।

পারলে খোলা হাওয়ায় ১ ঘণ্টা ফেলে রাখুন। এরপর ফের একবার মুছে নিয়ে ফোন চার্জে বসাতে পারেন। ফোন মোছার সময় ব্যাটারিও মুছে নিন।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget