বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সংকেত পাচ্ছে গাজীপুরের গ্রাউন্ড স্টেশন

The signal of Bangabandhu satellite-1 Ground Station Gazipur Based on the information received from the United States, Italy and Korea's Landing Station, Gazipur's Ground Station has been able to know the location of Bangabandhu Satellite-1. Gazipur's Bangabandhu Satellite Primary Ground Station Manager (Satellite Engineer) Md. Nasiruzzaman said, "At this moment we get a telemetry signal.  But that's not directly, from the ears of France, through BPN. The satellite will be controlled from France's ear for the next 12 days. After 12 days, it will be possible to control Gazipur and Betbunia. Earlier, on the last Friday of Bangladesh, Bangabandhu started its journey to reach the satellite orbit in space. With this historic journey, Bangladesh has been ranked as the 57th country in the world's satellite power list. A delegation of Bangladesh led by Prime Minister's ICT Affairs Advisor Sajeeb Wazed Joy witnessed satellite launches. The satellite is visible in the transparent sky of Florida for about seven minutes.

Bangabandhu satellite to be launched

Bangabandhu satellite

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সংকেত পাচ্ছে গাজীপুরের গ্রাউন্ড স্টেশন

যুক্তরাষ্ট্র, ইটালি এবং কোরিয়ার ল্যান্ডিং স্টেশনের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১(Bangabandhu satellite-1) এর অবস্থান জানতে পারছে গাজীপুরের গ্রাউন্ড স্টেশন।

গাজীপুরের বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রাইমারি গ্রাউন্ড স্টেশনের ব্যবস্থাপক (স্যাটেলাইট প্রকৌশলী) মো. নাসিরুজ্জামান জানান, ‘এ মুহূর্তে আমরা একটি টেলিমেট্রি সংকেত পাচ্ছি।

 কিন্তু সেটি সরাসরি নয়, ফ্রান্সের কান থেকে বিপিএনের মাধ্যমে। স্যাটেলাইটটি আগামী ১২ দিন ফ্রান্সের কান থেকে নিয়ন্ত্রণ করা হবে। ১২ দিন পর গাজীপুর ও বেতবুনিয়া থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’

এর আগে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে গত শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে নির্ধারিত কক্ষপথে পৌঁছে দিতে যাত্রা শুরু করে।

এই ঐতিহাসিক যাত্রার মাধ্যমে বিশ্বের স্যাটেলাইট শক্তিধর দেশের তালিকায় ৫৭ তম দেশ হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল স্যাটেলাইট উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। ফ্লোরিডার স্বচ্ছ আকাশে প্রায় সাত মিনিট স্যাটেলাইটটি দেখা যায়।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget