ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের যুদ্ধে পরিণতি ভালো হবে না!

The war with the United States and their allies will not be better with Iran! Iran's influential scholar Ayatollah Muhammad Ali Mohamed Hari Karmani has claimed that the United States and its allies should know that the consequences of taking a position against the truthful will not be good. They will be slapped. Ayatollah Kermani said that due to US threats and conspiracies of regional countries, there will be no unrest in Iran. Because Iranians know that the enemies will be defeated and destroyed if war. He said the United States is now trying to use Israel and Saudi Arabia as well as Europe against Iran. But strong Iran will continue to fight against imperialism. The eminent scholar said earlier that the Iranian nation has found a way to get rid of internal and global suppression. The Iranian nation has achieved victory by overcoming the supremacy force.

The war with the United States and their allies will not be better with Iran
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের যুদ্ধে পরিণতি ভালো হবে না!
 ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ মুহাম্মাদ আলি মোয়াহহেদি কেরমানি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জানা উচিত যে সত্যপন্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরিণতি ভালো হবে না।

তাদেরকে চপেটাঘাত করা হবে। আয়াতুল্লাহ কেরমানি বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি ও আঞ্চলিক দেশগুলোর ষড়যন্ত্রের কারণে ইরানে অস্থিরতা সৃষ্টি হবে না। কারণ, ইরানিরা জানে যুদ্ধ হলে শত্রুরা পরাজিত ও ধ্বংস হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন ইসরায়েল ও সৌদি আরবের পাশাপাশি ইউরোপকেও ইরানের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করছে।

তবে শক্তিধর ইরান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে।

 বিশিষ্ট এই আলেম এর আগে বলেছিলেন, ইরানি জাতি অভ্যন্তরীণ ও বিশ্ব আধিপত্যবাদ মোকাবেলা করে মুক্তির পথ খুঁজে পেয়েছে। ইরানি জাতি আধিপত্যবাদী শক্তির মোকাবেলা করে বিজয় অর্জন করেছে।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget