Europe's disappointment and frustration over the trump decision on the nuclear deal issue!
US President Donald Trump has called on Iran to maintain the deal on behalf of Europe after announcing the withdrawal of the United States from a nuclear deal with Iran.
The British Prime Minister Theresa May, German Chancellor Angela Merkel and French President Emanuel Macro have called on this in a joint statement.
The statement said that in response to the US decision, we are encouraging Iran to show restraint. Under the agreement, they must comply with the obligations made by the Iranian side. The European Union expressed disappointment over the declaration of canceling the contract.
European Union Vice President Ferdychica Magrini said that as long as Iran is committed to this agreement, the European Union will fully support the implementation of this agreement.
But the close friends of America praised the decision of the Israeli president Trump.
On the other hand, Iran has reacted with displeasure at the announcement of the withdrawal of the United States from the nuclear deal.
Iranian President Hassan Rouhani has said he has ordered to resume uranium enrichment. The United States declared that they do not have any respect for their commitment.
The Iranian president said they will wait a few weeks and talk to the friends who are in favor of this agreement. Everything will depend on Iran's national interests.
United Nations Secretary-General Antonio Guterres expressed deep concern in the announcement of Trump
Russia believes that the decision of Donald Trump has pushed the two Korean peace process into suspicion.
When Barack Obama was President of the United States, major powers of the world made a nuclear deal with Iran.
That was the main point of the deal, Iran will stop the nuclear activities and the International Atomic Energy Commission will be able to visit an Iranian nuclear facility at any time.
That is, the international community will keep Iran under surveillance so that Iran cannot create nuclear weapons.
In return, economic sanctions were lifted from Iran.
Former US President Barack Obama described it as a "tragic mistake" by President Trump's announcement of the withdrawal of America from the deal.
Obama said the nuclear deal with Iran was working very well.
When the agreement was signed with Iran in 2015, then the US Secretary of State John Kerry had played an important role there.
Kerry said in a declaration of a withdrawal from the deal, that such decisions would disconnect the United States from their allies. Source: BBC Bangla
পরমাণু চুক্তি ইস্যূতে ট্রাম্পের সিদ্ধান্তে ইউরোপের হতাশা ও ক্ষোভ!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার ঘোষণা দেবার পর ইউরোপের পক্ষ থেকে এ চুক্তি বজায় রাখার জন্য ইরানকে আহ্বান জানানো হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আমরা ইরানকে সংযম প্রদর্শনের জন্য উৎসাহ দিচ্ছি। এ চুক্তির আওতায় ইরানের দিক থেকে যেসব বাধ্যবাধকতা আছে, সেগুলো তারা যেন অবশ্যই মেনে চলে। এ চুক্তি বাতিলের ঘোষণায় হতাশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ফ্রেডরিকা মঘরিনি বলেছেন, ইরান যতক্ষণ পর্যন্ত এ চুক্তির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, ততক্ষণ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন এ চুক্তি বাস্তবায়নের জন্য পূর্ণ সমর্থন দিয়ে যাবে।
তবে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের প্রশংসা করেছেন।
অন্যদিকে, পরমাণু চুক্তি থেকে আমেরিকার সরে আসার ঘোষণায় ইরান ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তিনি ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ পুনরায় শুরু করার জন্য নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্র ঘোষণা করলো যে তারা নিজেদের প্রতিশ্রুতির কোন মর্যাদা রাখে না।
ইরানের প্রেসিডেন্ট বলেন, তারা কয়েক সপ্তাহ অপেক্ষা করবেন এবং এ চুক্তির পক্ষে যেসব মিত্র দেশগুলো আছে, তাদের সাথে কথা বলবেন। সবকিছু ইরানের জাতীয় স্বার্থের উপর নির্ভর করবে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ট্রাম্পের ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
রাশিয়া মনে করেন, ডোনাল্ড ট্রাম্পের এ সিদ্ধান্ত দুই কোরিয়ার শান্তি প্রক্রিয়াকে সন্দেহের দিকে ঠেলে দিয়েছে।
বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন সে সময় ইরানের সাথে পৃথিবীর বৃহৎ শক্তিগুলো পরমাণু চুক্তি করেছিল।
সে চুক্তির মুল বিষয় ছিল, ইরান পরমাণু কার্যক্রম বন্ধ রাখবে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন ইরানের যে কোন পরমাণু স্থাপনায় যে কোন সময় পরিদর্শন করতে পারবে।
অর্থাৎ ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায় ইরানকে নজরদারীর মধ্যে রাখতে পারবে।
এর বিনিময়ে ইরানের উপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেয়া হয়েছিল।
চুক্তি থেকে আমেরিকার সরে আসার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন সেটিকে 'মারাত্নক ভুল' হিসেবে বর্ণনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওবামা বলেন, ইরানের সাথে পরমাণু চুক্তি ভালোভাবেই কাজ করছিল।
২০১৫ সালে ইরানের সাথে যখন এ চুক্তি করা হয়েছিল তখন সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
চুক্তি থেকে আমেরিকার প্রত্যাহারের ঘোষণায় কেরি বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের মিত্রদের কাছ থেকে বিচ্ছিন্ন করবে। সূত্র: বিবিসি বাংলা
Post a Comment