সাপের ছোবলে মঞ্চেই অভিনেত্রীর মৃত্যু

actress dies after bitten by snake used as a prop during jatra The actress died due to the venomous snake of the venomous snake, they brought two live snakes with the jogatalla to make the pilgrimage to be credible. The poisonous cobra again! Then, after reaching the concerted hands of the actress, the poisonous cobbler Maral Chobal Consequently, the actress died on the journey. The tragic death of this incident happened on Tuesday in Hasnabad of India. The country's police said that Palanan was going on in the house of Mannanjan Das, in Hasnabad's Barnhart. There, the poisonous bark was bitten and the actress Kalidasi Mandal died. The actress's house in Hasnabad's Kadamtala. Eyewitnesses said that the people of the country did not waste time in the hospital and junked. Because of which the actress Kalidasa could not be saved because she did not save. They also said that one of the jatrasar actors acted as Dasal Biswas Oj-Gunin. He is the creator of Kalidasa. This time's report said that due to no improvement in the situation, the actress was taken to the local primary health center. But Kalidas died before that.

actress dies after bitten by snake used as prop during jatra

actress dies after bitten by snake used as prop during jatra

সাপের ছোবলে মঞ্চেই অভিনেত্রীর মৃত্যু

বিষধর সাপের ছোবলে যাত্রামঞ্চেই অভিনেত্রীর মৃত্যু হল!যাত্রা পালাকে বিশ্বাসযোগ্য করে তুলতে যাত্রাদলের সঙ্গে দু'টি জ্যান্ত সাপও নিয়ে এসেছিল তারা। 

তাও আবার বিষধর গোখরা! এরপর যাত্রামঞ্চে অভিনেত্রীর অনভ্যস্ত হাত বাড়ানো মাত্রই বিষধর গোখরা মারল ছোবল।

পরিণতিতে যাত্রামঞ্চেই অভিনেত্রীর মৃত্যু হল। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাটি গত মঙ্গলবার ঘটেছে ভারতের হাসনাবাদে।

দেশটির পুলিশ জানিয়েছে, হাসনাবাদের বরুণহাটে মনোরঞ্জন দাসের বাড়িতে পালাগান চলছিল।

সেখানেই বিষধর গোখরার কামড় খেয়ে মারা যায় যাত্রাদলের অভিনেত্রী কালিদাসী মণ্ডল। হাসনাবাদের কদমতলায় ওই অভিনেত্রীর বাড়ি।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ হল, হাসপাতালে না নিয়ে দলের লোকেরা ঝাঁড়ফুঁক করে দীর্ঘক্ষণ সময় নষ্ট করেন।

যার কারণে বাঁচানো যায়নি অভিনেত্রী কালিদাসীকে। তারা আরও জানান, যাত্রাদলের এক অভিনেতা দয়াল বিশ্বাস ওঝ-গুণিনের কাজ করেন। তিনিই কালিদাসীর ঝাঁড়ফুঁক করেন। 

এই সময়'র প্রতিবেদনে বলা হয়, এতে করে অবস্থার উন্নতি না হওয়ায় গ্রামের মানুষের পীড়াপীড়িতে ওই অভিনেত্রীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।  কিন্তু তার আগেই মারা যান কালিদাসী।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget