![]() |
actress dies after bitten by snake used as prop during jatra |
সাপের ছোবলে মঞ্চেই অভিনেত্রীর মৃত্যু
বিষধর সাপের ছোবলে যাত্রামঞ্চেই অভিনেত্রীর মৃত্যু হল!যাত্রা পালাকে বিশ্বাসযোগ্য করে তুলতে যাত্রাদলের সঙ্গে দু'টি জ্যান্ত সাপও নিয়ে এসেছিল তারা।তাও আবার বিষধর গোখরা! এরপর যাত্রামঞ্চে অভিনেত্রীর অনভ্যস্ত হাত বাড়ানো মাত্রই বিষধর গোখরা মারল ছোবল।
পরিণতিতে যাত্রামঞ্চেই অভিনেত্রীর মৃত্যু হল। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাটি গত মঙ্গলবার ঘটেছে ভারতের হাসনাবাদে।
দেশটির পুলিশ জানিয়েছে, হাসনাবাদের বরুণহাটে মনোরঞ্জন দাসের বাড়িতে পালাগান চলছিল।
সেখানেই বিষধর গোখরার কামড় খেয়ে মারা যায় যাত্রাদলের অভিনেত্রী কালিদাসী মণ্ডল। হাসনাবাদের কদমতলায় ওই অভিনেত্রীর বাড়ি।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ হল, হাসপাতালে না নিয়ে দলের লোকেরা ঝাঁড়ফুঁক করে দীর্ঘক্ষণ সময় নষ্ট করেন।
যার কারণে বাঁচানো যায়নি অভিনেত্রী কালিদাসীকে। তারা আরও জানান, যাত্রাদলের এক অভিনেতা দয়াল বিশ্বাস ওঝ-গুণিনের কাজ করেন। তিনিই কালিদাসীর ঝাঁড়ফুঁক করেন।
এই সময়'র প্রতিবেদনে বলা হয়, এতে করে অবস্থার উন্নতি না হওয়ায় গ্রামের মানুষের পীড়াপীড়িতে ওই অভিনেত্রীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু তার আগেই মারা যান কালিদাসী।
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.