What do the fake notes from the booth at the ATM!
At present, a medium of money collection is ATM. But what if the fake note comes in ATM? Because no one is witnessing at that moment.
Security measures are taken at various stages to prevent counterfeit banknotes in ATMs. If it comes, then the customer has to suffer. Because ATM receipts abroad contain currency numbers, but the amount of money being collected in Bangladesh is mentioned in its amounts.
Expert advice on this, if you suspect that the note should be held in front of CCTV. So it is clear that the note has been found from ATMs.
It is better to have lodged a complaint with the note details of the security guard at ATM immediately. It is clear that the note has come out of the ATM at that time.
Besides, there is also a complaint in the bank where there is an account. If necessary, reserve bank also.
The police will also have to file a complaint.
During the investigation, CCTV footage proves that the note has come out of ATM. It will also prove that the complaint submitted to the security guard. At the same time, the bank will tell that the customer has told about this inconvenience.
এটিএম-এ নকল নোট আসলে কি করবেন!
বর্তমানে টাকা সংগ্রহের ক্ষেত্রে জনপ্রিয় একটি মাধ্যম এটিএম(
Atm Booth)। কিন্তু এটিএম-এ যদি নকল নোট হাতে আসে, তখন কি করবেন? কেননা সেই মুহূর্তে কেউ এর সাক্ষী থাকে না।
এটিএম-এ নকল নোট রোধ করতে বিভিন্ন ধাপে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তাও যদি আসে তখন গ্রাহককে বিপাকে পড়তে হয়। কেননা বিদেশে এটিএম রিসিপ্টে কারেন্সির নম্বর উল্লেখ থাকে, কিন্তু বাংলাদেশে শুধু কত টাকা তোলা হচ্ছে তার অ্যামাউন্টই উল্লেখ থাকে।
এ ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ, এরকম সন্দেহ হলে প্রথমেই নোটটি সিসিটিভি-র সামনে ধরা উচিত। যাতে স্পষ্ট বোঝা যায় যে নোটটি এটিএম-থেকেই পাওয়া গিয়েছে।
সঙ্গে সঙ্গে এটিএম-এ যে নিরাপত্তারক্ষী আছেন তার কাছে নোটের ডিটেলস দিয়ে অভিযোগ দায়ের করে রাখা শ্রেয়। এতে নোটটি এটিএম থেকে কোন সময়ে বেরিয়েছে, তা স্পষ্ট হবে।
পাশাপাশি যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখানেও সঙ্গে সঙ্গে অভিযোগ জানিয়ে রাখতে হবে। প্রয়োজন হলে রিজার্ভ ব্যাংকেও।
এছাড়া পুলিশের কাছেও অভিযোগ দায়ের করতে হবে।
তদন্ত চলাকালীন সিসিটিভি ফুটেজই প্রমাণ করবে নোটটি এটিএম থেকে বেরিয়েছে। প্রমাণ দেবে নিরাপত্তারক্ষীর কাছে জমা হওয়া অভিযোগও। একই সঙ্গে ব্যাংকও জানাবে যে গ্রাহক, এই অসুবিধার কথা জানিয়েছেন।
Post a Comment