যশোরে গরুর গোয়ালের ভেতর থেকে ১০টি জেব্রা উদ্ধার !

Jessore recovered 10 zebras from cow cow-slaughter! District Detective Branch (DB) police recovered 10 zebras from cow grazing in Jessore One of Zebra's death has been reported. But the owner of the zebra was not found. Zebra was recovered from the cattle of Satmile cattle in Jessore's Sharsha upazila on Tuesday night. The estimated value of the zebra is approximately one crore taka. Deputy Inspector (SI) Murad Hossain said that due to the cartoon behind the zebra, the zebra was brought in a cartoon to avoid the administration's view. The estimated worth of rescued zebra is around one crore taka. He said the zebra was brought from Bangladesh to other countries but later it was thought that it was brought to Jessore's Satara seven months for trafficking in India. The zebra will be handed over to forest department officials on Wednesday morning.

Jessore recovered 10 zebras from cow cow-slaughter,

যশোরে গরুর গোয়ালের ভেতর থেকে ১০টি জেব্রা উদ্ধার !

যশোরে গরুর গোয়াল থেকে ১০টি জেব্রা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এর মধ্যে একটি জেব্রার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।  তবে জেব্রাগুলোর মালিককে খুঁজে পাওয়া যায়নি।

মঙ্গলবার দিবাগত রাতে যশোরের শার্শা উপজেলার সাতমাইল গরুর হাটের গোয়াল থেকে জেব্রাগুলো উদ্ধার করা হয়। জেব্রাগুলোর আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন বলেন, জেব্রাগুলোর পাশে পড়ে থাকা কার্টুনের কারণে ধারণা করছি প্রশাসনের দৃষ্টি এড়াতে ঢাকা থেকে জেব্রাগুলোকে কার্টুনে করে আনা হয়েছিল। 
উদ্ধারকৃত জেব্রাগুলোর আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

তিনি আরও বলেন, অন্য দেশ থেকে জেব্রাগুলো বাংলাদেশে আনা হলেও পরে এগুলো ভারতে পাচারের জন্যই যশোরের শার্শার সাতমাইলে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
 বুধবার সকালে জেব্রাগুলোকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget