অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে ফেলার আবেদন জানাল টুইটার!

অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে ফেলার আবেদন জানাল টুইটার! ৩৩ কোটি ইউজারকে তাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে ফেলার আবেদন জানাল টুইটার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ব্লগ পোস্টে টুইটারের তরফে জানানো হয়, বাগ আক্রান্ত হওয়ায় তাদের ইন্টারনাল কম্পিউটার সিস্টেমে টেক্সট হিসেবে জমা হয়ে যাচ্ছিল ইউজারদের পাসওয়ার্ড। যা থেকে ইউজারদের সুরক্ষিত রাখতেই এই অনুরোধ জানানো হচ্ছে। টুইটারের মুখ্য আধিকারিক জ্যাক ডরসে টুইট করে জানান, দুঃখিত যে এমন কিছু ঘটেছে। আমরা ভুল শুধরে নিয়ে সমস্যা সমাধান করে ফেলেছি। ভয়ের কিছু নেই। তবুও সব ইউজারদের আমরা অনুরোধ করছি তারা যেন পাসওয়ার্ড বদলে ফেলেন। অনলাইন সাইটগুলি ইউজারদের ব্যক্তিগত তথ্য কতটা সুরক্ষিত রাখে সেই বিষয়ে বিশ্বজুড়ে নজরদারি শুরু হওয়ার পরই তড়িঘড়ি সমস্যা সমাধানে নামে টুইটার। এর আগে একই ভাবে কড়া নজরজারিতে ভুল স্বীকার করতে বাধ্য হয় ইকুইফিক্স, ফেসবুক ও উবের টেকনোলজি। Twitter changed the password for the account! Twitter asked for 33 million users to change their account password. On Thursday evening, on a blog post on Twitter, it was reported that due to the bug, they were being stored as text in their internal computer system.  This is the request to keep the users safe. Twitter's Chief Officer Jack Dorsey tweeted, sorry that something like that happened. We have solved the problem with correcting mistakes.  There is nothing to fear. However, we request all users to change their password. Twitter is a quick solution to the immediate problem after the online surveillance of online sites protects users' personal information. In the same way, it was forced to accept the mistake of strict observation of Equifics, Facebook and UB technology.

Twitter has requested that all 336 million users change their passwords

অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে ফেলার আবেদন জানাল টুইটার!

৩৩ কোটি ইউজারকে তাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে ফেলার আবেদন জানাল টুইটার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ব্লগ পোস্টে টুইটারের তরফে জানানো হয়, বাগ আক্রান্ত হওয়ায় তাদের ইন্টারনাল কম্পিউটার সিস্টেমে টেক্সট হিসেবে জমা হয়ে যাচ্ছিল ইউজারদের পাসওয়ার্ড।

 যা থেকে ইউজারদের সুরক্ষিত রাখতেই এই অনুরোধ জানানো হচ্ছে।

টুইটারের মুখ্য আধিকারিক জ্যাক ডরসে টুইট করে জানান, দুঃখিত যে এমন কিছু ঘটেছে। আমরা ভুল শুধরে নিয়ে সমস্যা সমাধান করে ফেলেছি।

 ভয়ের কিছু নেই। তবুও সব ইউজারদের আমরা অনুরোধ করছি তারা যেন পাসওয়ার্ড বদলে ফেলেন।

অনলাইন সাইটগুলি ইউজারদের ব্যক্তিগত তথ্য কতটা সুরক্ষিত রাখে সেই বিষয়ে বিশ্বজুড়ে নজরদারি শুরু হওয়ার পরই তড়িঘড়ি সমস্যা সমাধানে নামে টুইটার। 

এর আগে একই ভাবে কড়া নজরজারিতে ভুল স্বীকার করতে বাধ্য হয় ইকুইফিক্স, ফেসবুক ও উবের টেকনোলজি।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget