মাহাথিরের জয়ে মালয়েশিয়ায় দু’দিনের সাধারণ ছুটি!

Malaysian leader Mahathir scores shock election win In the 14th general election in Malaysia, the country's election commission has won the country's former prime minister Mahathir Mohammad-led Pakatan Harapan. Meanwhile, Mahathir, the Malaysian Chief Secretary, Ali Hamsa, announced on Thursday (May 10th) and Friday (May 11th) general leave. He said, the weekly holiday on Friday and Saturday, in which the general holiday will be replaced on Sunday (May 13). This general leave has been announced in accordance with Article 8 of the Holiday Act-1951. It is known that Mahathir Mohammed's Pakatan Harapan won 113 seats in 222 seats in the election. Any party or alliance can be in power if the general majority of the 112 seats is in power. On the other hand, the country's ruling Prime Minister Najib Razak's Barisan National won 79 seats. The king of the country invited Mahathir to form the government. Now the former prime minister waiting for a new government to form. Earlier, on Wednesday, at 8,253 local centers in Malaysia, polling began at 8 am local time, till 5 pm. In this election, the number of voters is 15 million.

Malaysian leader Mahathir scores shock election win

মাহাথিরের জয়ে মালয়েশিয়ায় দু’দিনের সাধারণ ছুটি!

মালয়েশিয়ার ১৪ তম সাধারণ নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (Mahathir Mohamad)নেতৃত্বাধীন পাকাতান হারাপানকে জয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

  এদিকে, মাহাথিরের জয়ে মালয়েশিয়ার চিফ সেক্রেটারি আলী হামসা বৃহস্পতিবার (১০ মে) ও শুক্রবার (১১ মে) সাধারণ ছুটি ঘোষণা করেছেন।

তিনি বলেন, যে সব স্টেটে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি, সেখানে সাধারণ ছুটি রবিবার (১৩ মে) স্থলাভিষিক্ত হবে।  ছুটি আইন-১৯৫১ এর ৮ ধারা অনুযায়ী এই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


অন্যদিকে, দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল ৭৯টি আসনে জয় পেয়েছে।

  দেশটির রাজা সরকার গঠনের জন্য মাহাথিরকে আমন্ত্রণ জানিয়েছেন।  এখন নতুন সরকার গঠনের অপেক্ষায় সাবেক ওই প্রধানমন্ত্রী।

এর আগে বুধবার মালয়েশিয়ায় ৮ হাজার ২৫৩টি কেন্দ্রে স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। এ নির্বাচনে ভোটার সংখ্যা দেড় কোটি।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget