হোয়াটসঅ্যাপ ওপেন না করেও চ্যাট করবেন যেভাবে‍!

How to chat without opening WhatsApp! This technology is one of the key social networks in WhatsApp. More than 2 billion people are currently using the app. Media supports 60 different languages. The new feature is bringing the app to the market for reaching more people. But do not delay to know about your favorite app, some unknown information. 1. The Use option when dealing with strangers is a problem. Use Settings> Privacy Settings> Blocked Formula to block the number. 2. Recently, the 'Pin Chat' option comes with Android Apps for Android users. Through this, users will first see their favorite chats. Here's the opportunity to pin-up the first three chats in the feature list. The option is at the top of the phone. Which allows you to pin a chat through tap and hold. 3. Use to chat with a person without opening the app. Shortcuts option. 4. The option to delete the WhatsApp app has been added recently. Instead of the old message, "This message was deleted" in receiver chat box. To delete the message screen> Delete for everyone. This applies to the updated WhatsApp app. 5. With the likes of the WhatsApp app share their own filings with a loved one. The status is not universal. For this, use the Hide option. 6. Use two-step verification options to keep your account more secure. In this case, access to chat will be needed by the 6 digit number. 7. The app supports multiple languages. So, customers will get the opportunity to choose your preferred language.

How to chat without opening WhatsApp!

হোয়াটসঅ্যাপ ওপেন না করেও চ্যাট করবেন যেভাবে‍!

প্রযুক্তিনির্ভর এই যুগ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম।  বর্তমানে ২ বিলিয়নের বেশি মানুষ অ্যাপটি ব্যবহার করছেন৷

৬০টি আলাদা আলাদা ভাষাকে সাপোর্ট করে মাধ্যমটি৷ বেশি মানুষের কাছে পৌঁছনোর জন্য অ্যাপটি মার্কেটে নিয়ে আসছে নিত্য নতুন ফিচার৷

তবে আর দেরি না করে নিজের পছন্দের অ্যাপটি সম্পর্কে জেনে নিন কয়েকটি অজানা তথ্য৷

১. অপরিচিত ব্যক্তিদের সঙ্গে ডিল করতে গিয়ে সমস্যায় পড়লে ব্যবহার করুন অপশানটি৷ Settings > Privacy Settings > Blocked ফর্মুলাটি কাজে লাগান আননোন নাম্বারকে ব্লক করার জন্য৷

২. সম্প্রতি অ্যাণ্ডয়েড ইউজারদের জন্য হোয়াটস অ্যাপ নিয়ে এসেছে ‘পিন চ্যাট’ র অপশানটি৷ এর মাধ্যমে ইউজার তাঁর পছন্দের চ্যাটগুলোকে সর্বপ্রথম দেখতে পাবেন৷

ফিচারটি লিস্টে থাকা প্রথম তিনটি চ্যাটকে পিন-আপ করার সুযোগ থাকে এখানে৷ ফোনের একেবারে উপরের দিকে থাকে অপশানটি৷ যেটিকে ট্যাপ এবং হোল্ডের মাধ্যমে কোন চ্যাটকে পিন করতে পারবেন৷

৩. অ্যাপটি ওপেন না করেও কোন ব্যক্তির সঙ্গে চ্যাট করতে গেলে ব্যবহার করুন শর্টকার্টের অপশান৷

৪. হোয়াটস অ্যাপে ম্যাসেজ ডিলিট করার অপশান সদ্য যোগ করা হয়েছে৷ যেটি পুরনো ম্যাসেজের পরিবর্তে দেখাবে “This message was deleted” রিসিভারের চ্যাট বক্সে৷

ম্যাসেজ ডিলিট করতে করুন screen > Delete for everyone৷ আপডেটেড হোয়াটস অ্যাপের ক্ষেত্রেই এটি প্রযোজ্য৷

৫. হোয়াটস অ্যাপের স্ট্যাটাস অপশানের মাধ্যমে নিজের ফিলিংস শেয়ার করেন প্রিয়জনের সঙ্গে৷ স্ট্যাটাসটি যাতে সর্বজনীন না হয়ে পড়ে৷ সেজন্য ব্যবহার করুন হাইড অপশানটি৷

৬. অ্যাকাউন্টেকে আরও সিকিওর রাখার জন্য ব্যবহার করুন টু-স্টেপ ভেরিফিকেশন অপশানটি৷ এক্ষেত্রে, চ্যাট অ্যাকসেস করার জন্য প্রয়োজন পড়বে ৬ ডিজিটের নম্বরের৷

৭. একাধিক ভাষাকে সাপোর্ট করে অ্যাপটি৷ সুতরাং, নিজের পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ পাবেন গ্রাহক৷

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget