হোয়াটসঅ্যাপ ওপেন না করেও চ্যাট করবেন যেভাবে!
প্রযুক্তিনির্ভর এই যুগ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম। বর্তমানে ২ বিলিয়নের বেশি মানুষ অ্যাপটি ব্যবহার করছেন৷৬০টি আলাদা আলাদা ভাষাকে সাপোর্ট করে মাধ্যমটি৷ বেশি মানুষের কাছে পৌঁছনোর জন্য অ্যাপটি মার্কেটে নিয়ে আসছে নিত্য নতুন ফিচার৷
তবে আর দেরি না করে নিজের পছন্দের অ্যাপটি সম্পর্কে জেনে নিন কয়েকটি অজানা তথ্য৷
১. অপরিচিত ব্যক্তিদের সঙ্গে ডিল করতে গিয়ে সমস্যায় পড়লে ব্যবহার করুন অপশানটি৷ Settings > Privacy Settings > Blocked ফর্মুলাটি কাজে লাগান আননোন নাম্বারকে ব্লক করার জন্য৷
২. সম্প্রতি অ্যাণ্ডয়েড ইউজারদের জন্য হোয়াটস অ্যাপ নিয়ে এসেছে ‘পিন চ্যাট’ র অপশানটি৷ এর মাধ্যমে ইউজার তাঁর পছন্দের চ্যাটগুলোকে সর্বপ্রথম দেখতে পাবেন৷
ফিচারটি লিস্টে থাকা প্রথম তিনটি চ্যাটকে পিন-আপ করার সুযোগ থাকে এখানে৷ ফোনের একেবারে উপরের দিকে থাকে অপশানটি৷ যেটিকে ট্যাপ এবং হোল্ডের মাধ্যমে কোন চ্যাটকে পিন করতে পারবেন৷
৩. অ্যাপটি ওপেন না করেও কোন ব্যক্তির সঙ্গে চ্যাট করতে গেলে ব্যবহার করুন শর্টকার্টের অপশান৷
৪. হোয়াটস অ্যাপে ম্যাসেজ ডিলিট করার অপশান সদ্য যোগ করা হয়েছে৷ যেটি পুরনো ম্যাসেজের পরিবর্তে দেখাবে “This message was deleted” রিসিভারের চ্যাট বক্সে৷
ম্যাসেজ ডিলিট করতে করুন screen > Delete for everyone৷ আপডেটেড হোয়াটস অ্যাপের ক্ষেত্রেই এটি প্রযোজ্য৷
৫. হোয়াটস অ্যাপের স্ট্যাটাস অপশানের মাধ্যমে নিজের ফিলিংস শেয়ার করেন প্রিয়জনের সঙ্গে৷ স্ট্যাটাসটি যাতে সর্বজনীন না হয়ে পড়ে৷ সেজন্য ব্যবহার করুন হাইড অপশানটি৷
৬. অ্যাকাউন্টেকে আরও সিকিওর রাখার জন্য ব্যবহার করুন টু-স্টেপ ভেরিফিকেশন অপশানটি৷ এক্ষেত্রে, চ্যাট অ্যাকসেস করার জন্য প্রয়োজন পড়বে ৬ ডিজিটের নম্বরের৷
৭. একাধিক ভাষাকে সাপোর্ট করে অ্যাপটি৷ সুতরাং, নিজের পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ পাবেন গ্রাহক৷
Post a Comment