নিখোঁজ বিমানের অনুসন্ধানে মিলল নিখোঁজ ‍দুটি জাহাজ!

Two missing ships disappeared in search of the missing plane! The disappearance of a ship of the 19th century was found in Malaysia MH370 MH370 search but it could not be found. Two ships missing after searching These two ships are found 2300 kilometers away from Western Australia. These two ships are found in the joint operation of China and Australia in the Indian Ocean in 2015. However, it has not been published so far. The MH370 plane, which was crashed in unknown places on the way to Beijing from Kuala Lumpur four years ago, was missing. One of the two ships discovered in December 2015. Curitiba of Maritime Archeology Ross Anderson said that this ship could be one of the three ships of the West Rise (disappeared in 1883), in Turin (disappeared in 1894) and Lake Ontario (disappeared in 1897). Of these, West Ridge was drowned in the sea along with 28 sailors. Due to adverse weather conditions, the ship watered at least four kilometers below 1000 to 1500 tons of coal. Finding another ship in March 2015 Which was 36 kilometers away from the western part of Australia. Dr. Anderson thinks that this ship is from Indonesia to Sweden, W. Gordon or Wales to Magdalah from Indonesia. There were 15 to 30 sailors in these ships. In recognition of these ships, Australian marine researchers have used the latest information on shipwrecks and shipments of gold technology, according to international media reports.

Search for missing MH370 solves 19th-century British shipping mystery

নিখোঁজ বিমানের অনুসন্ধানে মিলল নিখোঁজ ‍দুটি জাহাজ!

মালয়েশিয়ার নিখোঁজ বিমান এমএইচ ৩৭০ অনুসন্ধানে উনিশ শতকের এক জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেলেও পাওয়া যায়নি বিমানটি। তবে খোঁজ মিলেছে নিখোঁজ ‍দুটি জাহাজের।

পশ্চিম অস্ট্রেলিয়া থেকে ২৩০০ কিলোমিটার দূরে এই দুটি জাহাজের সন্ধান পাওয়া যায়। ভারত মহাসাগরে ২০১৫ সালে চীন ও অস্ট্রেলিয়ার যৌথ অভিযানে এই দুটি জাহাজের সন্ধান মিলে। তবে এতোদিন তা প্রকাশ করা হয়নি। 

চার বছর আগে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে অজ্ঞাত স্থানে বিধ্বস্ত নিখোঁজ হয়েছিল এমএইচ৩৭০ বিমানটি। দুটি জাহাজের মধ্যে একটির সন্ধান মিলে ২০১৫ সালের ডিসেম্বরে।

মেরিটাইম আর্কিওলোজির কিউরেটর ড. রস অ্যান্ডারসন জানিয়েছেন, সন্ধান পাওয়া এই জাহাজ ওয়েস্ট রাইজ (নিখোঁজ ১৮৮৩ সালে), কুরিঙ্গা (নিখোঁজ ১৮৯৪ সালে) ও লেক ওনতারিও (নিখোঁজ ১৮৯৭ সালে) এই তিনটি জাহাজের যে কোনো একটি হতে পারে।

 এর মধ্যে ওয়েস্ট রিজ ২৮ জন নাবিকসহ সাগরতলে ডুবে গিয়েছিল। বৈরি আবহাওয়ার কারণে ১০০০ থেকে ১৫০০ টন কয়লাসহ জাহাজটি অন্তত চার কিলোমিটার নিচে তলিয়ে যায়।

অপর জাহাজটির সন্ধান মিলে ২০১৫ সালের মার্চে। যেটি ছিল অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল থেকে ৩৬ কিলোমিটার দূরে। ড. অ্যান্ডারসন মনে করছেন, এই জাহাজটি স্কটল্যান্ড থেকে অস্ট্রেলিয়াগামী ডব্লিউ গর্ডন বা ওয়েলস থেকে ইন্দোনেশিয়াগামী মাগডালা। এসব জাহাজে ১৫ থেকে ৩০ জন করে নাবিক ছিল। 

এসব জাহাজ শনাক্তের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সমুদ্র গবেষকরা সোনার প্রযুক্তিতে সমুদ্রতলে নেওয়া জাহাজের ছবি এবং জাহাজ চলাচলের পুরনো তথ্য ব্যবহার করেছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget