যে খাবারে রাগ প্রশমিত করে !
অনেকেই আছেন যারা খুব সহজে রেগে যান। আর রেগে গিয়ে এমন কিছু কথা বলে ফেলেন যা তাদেরকে আরও বিপদে ফেলে দেয়। সহজে রেগে যাওয়া সেই মানুষগুলোর জন্যই সুখবর নিয়ে এসেছে সাম্প্রতিক গবেষণা।
গবেষণায় দেখা গেছে, কিছু খাবার আছে যা আমাদের মুডকে নিয়ন্ত্রণ করে থাকে। এই খাবারগুলো আমাদের মনের সঙ্গে সম্পর্কিত।
কিছু খাবার আছে যা হরমোন নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের নার্ভকে উত্তেজিত করে তোলে, আবার কিছু খাবার আছে যা আমাদের মনকে শান্ত করে দেয়।
আসুন চিনে নিই এমন কিছু খাবারকে যা রাগ প্রশমিত করে-
১। কলা-
কলাতে প্রচুর প্ররিমাণে ভিটামিন বি এবং পটাশিয়াম আছে যা আপনার নার্ভকে শান্ত রাখে। নিয়মিত কলা খাওয়ার ফলে আপনার নার্ভ অনেকটা শান্ত হয়ে যাবে।
২। ডিম-
ডিম আপনার মুডকে প্রভাবিত করে থাকে। এতে প্রোটিন, ভিটামিন বি, ডি, আছে যা আপনার রাগ নিয়ন্ত্রণ করে থাকে। প্রতিদিনকার খাদ্যতালিকায় ১টি বা ২টি ডিম রাখার চেষ্টা করুন।
৩। অ্যাভাকাডো-
অ্যাভাকাডোতে প্রচুর পরিমাণে ভিটামিন বি আছে যা মস্তিষ্কের কোষকে দক্ষতার সাথে পরিচালনা করে থাকে।
এতে বিটা ক্যারাটিন, লুটিন, ভিটামিন ই, এবং গ্লুটাথায়ন আছে। যা নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে।
৪। আলু-
কার্বোহাইড্রেট এবং ভিটামিন বি সমৃদ্ধ একটি খাবার আলু। এটি রক্তচাপ কমিয়ে আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করে।
৫। আপেল-
রাগকে নিয়ন্ত্রণে আপেলের জুড়ি নেই। হঠাৎ খুব রাগ হল একটি আপেল খেয়ে নিন আর দেখুন রাগ অনেক কমে গেছে।
The food that relaxes anger!
There are many who are very angry easily. They get angry and say something that puts them in danger. Recent research has brought good news for those people who are easily angry.
Studies have shown that there are some foods that control our mood. These foods are related to our mind.
There are some foods that stimulate our nerves through hormonal control, and there are some foods that make our mind calm.
Let us know some foods that temper the anger-
1. Banana-
There is plenty of protein in vitamin B and potassium that keeps your nerves cool. By eating regular bananas your nerves will be very quiet.
2. Egg-
Eggs affect your mood. It contains proteins, vitamins B, D, which controls your anger. Try to keep 1 or 2 eggs in the daily diet.
3. Avocado-
Avacado has a lot of vitamin B that is capable of managing brain cells efficiently.
It contains beta carotene, lutein, vitamin E, and glutathran. That helps to keep the nerves calm.
4. Potato
A potato pot containing carbohydrate and Vitamin B. It helps reduce your stress by reducing blood pressure.
5. Apple-
Apple has no control over the anger. Suddenly, anger is an apple, and anger is very low.
যে খাবারে রাগ প্রশমিত করে !
অনেকেই আছেন যারা খুব সহজে রেগে যান। আর রেগে গিয়ে এমন কিছু কথা বলে ফেলেন যা তাদেরকে আরও বিপদে ফেলে দেয়। সহজে রেগে যাওয়া সেই মানুষগুলোর জন্যই সুখবর নিয়ে এসেছে সাম্প্রতিক গবেষণা।
গবেষণায় দেখা গেছে, কিছু খাবার আছে যা আমাদের মুডকে নিয়ন্ত্রণ করে থাকে। এই খাবারগুলো আমাদের মনের সঙ্গে সম্পর্কিত।
কিছু খাবার আছে যা হরমোন নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের নার্ভকে উত্তেজিত করে তোলে, আবার কিছু খাবার আছে যা আমাদের মনকে শান্ত করে দেয়।
আসুন চিনে নিই এমন কিছু খাবারকে যা রাগ প্রশমিত করে-
১। কলা-
কলাতে প্রচুর প্ররিমাণে ভিটামিন বি এবং পটাশিয়াম আছে যা আপনার নার্ভকে শান্ত রাখে। নিয়মিত কলা খাওয়ার ফলে আপনার নার্ভ অনেকটা শান্ত হয়ে যাবে।
২। ডিম-
ডিম আপনার মুডকে প্রভাবিত করে থাকে। এতে প্রোটিন, ভিটামিন বি, ডি, আছে যা আপনার রাগ নিয়ন্ত্রণ করে থাকে। প্রতিদিনকার খাদ্যতালিকায় ১টি বা ২টি ডিম রাখার চেষ্টা করুন।
৩। অ্যাভাকাডো-
অ্যাভাকাডোতে প্রচুর পরিমাণে ভিটামিন বি আছে যা মস্তিষ্কের কোষকে দক্ষতার সাথে পরিচালনা করে থাকে।
এতে বিটা ক্যারাটিন, লুটিন, ভিটামিন ই, এবং গ্লুটাথায়ন আছে। যা নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে।
৪। আলু-
কার্বোহাইড্রেট এবং ভিটামিন বি সমৃদ্ধ একটি খাবার আলু। এটি রক্তচাপ কমিয়ে আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করে।
৫। আপেল-
রাগকে নিয়ন্ত্রণে আপেলের জুড়ি নেই। হঠাৎ খুব রাগ হল একটি আপেল খেয়ে নিন আর দেখুন রাগ অনেক কমে গেছে।
Post a Comment