April 2018
44 lakh 25 thousand tonnes of relief and 458 crore taka A Giant Farm In China Breeds AB de Villiers pumps his fists in celebration after securing a convincing six-wicket victory Actor Shakib Khan ending marriage with Apu Biswas actress dies after bitten by snake used as prop during jatra Actress Sadia Jahan Prova Adolf Hitler lookalike spotted Afif Hossain Dhrubo Aliens on 'Super-Earth' Planets May Be Trapped by Gravity All the efforts went out of the bus to lose the legs of Rozina Amy Schumer opens up about experience of sexual assault An 8-year-old's rape and murder inflames tensions An Israeli army officer walking near the entrance of a tunnel leading from the Palestinian enclave Anushka Sharma Rocks Husband Virat Kohli's T-Shirt Yet Again Bengali actress Darshana Banik is making her Telugu debut. Better Off Saying Nothing at All Blackmail Brazil got big bad news before the start of the World Cup bridal happy moments Britain's Theresa May Says Airstrikes on Syria in British National Interest Cats on mobile trafficking in fancy way! check out the 10 types of men that women simply can't resist. China is preparing for war against the United States! Chittagong port has made important contribution in implementing the vision of the government dangerous cities for expat women David Warner is caught swinging an imaginary cricket bat as he walks Death from the smartphone! Deepika Padukone poses at the screening of the film Ash Is Purest White Delhi Daredevils beat Kolkata Knight Riders Dr. MA Wazed Miah's 9th death anniversary today! Easy way to avoid nausea entertainment Europe's disappointment and frustration over the trump decision on the nuclear deal issue Facebook has recently enabled its new Mobile Recharge feature Facebook will be bringing group video calling support to WhatsApp soon Falcon 9 has returned Bangabandhu Satellite Football World Cup will increase Russian population! From romantic and artistic to free-spirited girls Memory Retention Girls do after the first date Hot Bangladeshi Actress Pori Moni How Much Cholesterol Should I Be Having Each Day to be Healthy How much time do women spend every day in front of the mirror How terrible Mossad runs the Killing mission how to be safe on facebook How to chat without opening WhatsApp! How wives with cheating husbands I will leave the movie: Shakib Khan Identity Of The Mystery CSK Fan Girl Revealed If it is forbidden If the water goes into the smartphone India media practice Rubel and new wife India will face ant-rival Pakistan on 16th June Indian air force is more dangerous in modern technology! Indian women have delivered a child in the bathroom at Kamalapur station! IRRFAN KHAN SUFFERING FROM RARE DISEASE Jasmine falls in love with a man who bought her virginity for 1 million pounds Jessore recovered 10 zebras from cow cow-slaughter Jhanvi Kapoor Kevin Durant KKR-Mumbai face-off in 'revenge match' Know how many satellites in the country! Know the secret features of Android! Looking forward to pair up with Aditya for first time Madonna loses the battle to prevent the auction of Tupac love letter Magical benefits of Neem making the objectionable picture of schoolgirl Malaysian leader Mahathir scores shock election win Malaysian police raid flats linked to ex-Pm Najib Razak Meghan Markle Attend Stephen Lawrence Memorial service Messi did not ignore the madness of Bangladeshi supporters! Model Sara Ziff leads the charge against sexual harassment Mosharraf Karim's surprise to see this situation Munmun returning to the movie Mustafiz said what Shakib did with him Mustafizur Rahman by Mumbai Indians IPL Mustafizur Rahman in the Mumbai camp meeting Mystery over fanged 'pre-historic monster' found washed up on banks of river Najib Razak's wife and his wife ban Malaysia! National Nia Sharma Hot Photos Nusrat Faria 'Pataka'-Porsi'Rasta' song at the center of the discussion People Downloaded a Fake Whatsapp Possible to Eat Too Much Fruit Prime Minister Sheikh Hasina reaches Saudi Arabia Prince Harry Priya Prakash Varrier nails Amitabh Bachchan's Deewar dialogue Priyanka Chopra Met Gala Hood Took Over 250 Hours To Hand Bead Priyanka Chopra Wears Sexy Lingerie Blazer Dress Quota cancellation notification will be issued in 'short time' Radhika Apte opens up on sexual abuse Rajasthan Royals to a thrilling win in the Indian Premier League Razib's two brothers compensation for one crore rupees Real Madrid cannot win with 10 of Barcelona Rekha attend 102 Not Out Screening Renowned magician David Copperfield made to reveal the secret behind his famous vanishing act trick robbed wife from car Russia Defense Ministry Says To Deploy New Air Defense Systems To Syria Russia launches tula Delta-4 class nuclear submarine submarine Sabila Noor! Salman Khan says Sonakshi Sinha Sculpted statue mixed in the pit Search for missing MH370 solves 19th-century British shipping mystery Seven members family dead in 'murder-suicide' Sex addiction is really addictive Shah Rukh Khan Apologises to KKR Fans After Thrashing Against Mumbai at Eden Shakib did not get the award even after winning the hero! shakib khan Shakib Khan and Srabanti Shikari Shakib Khan Srabanti Bangla Movie sit in the foot Sizzling beauty Mimi chakrabarti tattoo sports SSC examination pass rate 77.77 percent! Stroke Before It Happens Suicide Machines' discovery for the Suicide Sunny Leone introduces Rysa Sujania from her biopic sunrisers hyderabad mustafizur Sushmita Sen shares pic with rumoured ex Ricky Martin Syrian air defences have responded to a missile attack over Homs Teachers took pictures in the nude to get the trap of modeling! team Kings XI Punjab for the Indian Premier League Teenage girl using mobile phone on bed the daughter of the late Bollywood star Sridevi The food that relaxes anger! The key of the mind is hidden within DNA The newly inaugurated Awami League's central office was inaugurated The pre-declared Dhaka-Chittagong highway bus strike was suspended! The secret video of that Bollywood actress has been leaked! The signal of Bangabandhu satellite-1 Ground Station Gazipur the venomous snake engulfed! The war with the United States and their allies will not be better with Iran The World Will End On April 23 Titumir College student Rajib Hossain Twitter has requested that all 336 million users change their passwords two youths in jail! Virat Kohli Vitamin destroys cancer cells Ways Marriage Affects Student Loans Wearable glove is a cell phone What do the fake notes from the booth at the ATM! Where the thunderbolt will be known before! While Aishwarya Rai Bachchan debuts on Instagram While Mohammed Shami’s wife Hasin Jahan has made accusations of facing domestic abuse and him having Why is Pakistan so interested in building an aisle with China? With assistance from Rohingya Woman Delivers Own Baby In Turkish Hotel Using YouTube Women are watching porn to learn new techniques of sex! world news Yuvraj Singh Registers Unwanted Record বর্ণাঢ্য আয়োজনে তেপান্তর গ্রুপের নববর্ষ উদযাপন!

The secret video of that Bollywood actress has been leaked!

যে বলিউড অভিনেত্রীর গোপন ভিডিও ফাঁস হয়েছে!

বলিউডে বিভিন্ন সময়ে অনেক অভিনেত্রীর গোপন ভিডিও ফাঁস হয়েছে। কখনও তা ইচ্ছাকৃত, আবার কখনও ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছেন এসব অভিনেত্রী।

চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে-

১. অমর সিং ও বিপাশা:

২০১১ সালে সমাজবাদী পার্টির সাবেক সাংসদ অমর সিংয়ের সঙ্গে বিপাশার অশ্লীল কথোপকথনের একটি অডিও টেপ ফাঁস হয়ে যায়।

২. কঙ্গনা রানাওয়াত ও আদিত্য পাঞ্চোলি:

আদিত্যর হাত ধরেই কঙ্গনা রানাওয়াত এসেছিলেন বলিউড পাড়ায়। এক সময় কঙ্গনা অভিযোগ করেছিলেন আদিত্য নাকি তাঁকে শারীরিকভাবে অনেক হেনস্থা করেছেন।

৩. দিবাকর বন্দ্যোপাধ্যায় ও পায়েল রোহতাগি:
যদিও এটা কোনও ভিডিও ফাঁসের বিষয় নয়।পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন অভিনেত্রী পায়েল রোহতাগি।
 ‘সাংহাই’ ছবিতে অভিনয়ের জন্য পায়েলকে নাকি দিবাকর শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দেন।

৪. পরিচালক মধুর ভান্ডারকর ও অভিনেত্রী প্রীতি জৈন:
পরিচালক মধুর ভান্ডারকরের বিরুদ্ধে উঠতি অভিনেত্রী প্রীতি জৈন ধর্ষণের অভিযোগ এনেছিলেন।

৫. রিয়া সেন ও অস্মিত প্যাটেল:
এই ভিডিওটিতে প্রায় ৯০ সেকেন্ড স্থায়ী ছিল। এতে অস্মিত ও রিয়াকে অনেক ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল।

China is making cocktail juice!

চীন তৈরি করছে তেলাপোকার জুস!  

তেলাপোকা দেখলেই যেখানে অনেকে আৎকে উঠেন। সেখানে তেলাপোকা দিয়ে জুস তৈরি করছে চীন। শুধু তাই নয় সেই জুস আবার বাজারজাতও করা হচ্ছে।

জানা গেছে, চীনের সিচুয়াং প্রদেশের শিচ্যাঙ অঞ্চলের একটি ফার্ম তেলাপোকার জুস উৎপাদন করে বাজারজাত করছে।

 তারা বলছে এটি স্বাস্থ্যকর। যদিও খাবার হিসেবে ছাড়াও তেলাপোকা দিয়ে বানানো ওষুধও কিনে খায় চীনারা।

জানা গেছে, বছরে গড়ে ৬০০ কোটি তেলাপোকা জন্ম নিচ্ছে ওই ফার্মে। বিশেষ প্রযুক্তির সাহায্যে ওই ফার্মের আলোর পরিমাণ, আর্দ্রতা, খাবার সরবরাহের তথ্য বিশ্লেষণ করা হয়।

 তেলাপোকার ঘরগুলোতে মানুষ খুব প্রয়োজন ছাড়া ঢোকেন না। আর এই ফার্মে চাষ করা তেলাপোকা থেকেই বানানো হয় বিশেষ ওষুধ ‘ককরোচ জুস’।

How much time do women spend every day in front of the mirror
মেয়েরা প্রতিদিন আয়নার সামনে কতটুকু সময় ব্যয় করে!
সবাই রূপ সচেতন হন না। তবে এই সচেতনতা বেশি কাজ করে নারীদের মাঝে। নিজের রূপে লাবণ্য ধরে রাখতে বা ফিরিয়ে আনতে নানা পদ্ধতি অবলম্বন করতে দেখা যায় তাদের।

তবে এই রূপ সচেতনতার অন্যতম বিষয় হল আয়না। আয়না ছাড়াতো আর রূপ অবলোকন করা যায়না।

 এই আয়নার সামনে মেয়েরা দিনে কতক্ষণ সময় দেন তা কি জানা আছে?

প্রচলিত আছে, সাজগোজের ক্ষেত্রে মেয়েরা সচরাচর আয়নার সামনে দীর্ঘ সময় দিয়ে থাকে। ঠিক কতটুকু সময় তারা প্রতিদিন আয়নার সামনে ব্যয় করে থাকেন তা নিয়ে কারো কারো আগ্রহ থাকতে পারে।  

সেই আগ্রহ থেকেই এক সমীক্ষা চালানো হয়েছে। এতে দেখা গেছে, আয়নার সামনে দাঁড়িয়ে মেয়েরা প্রতিবার কমপক্ষে ৪০ মিনিট সময় নেন! সমীক্ষাটি চালায় ব্রিটেনের একদল গবেষক। আর এতেই এই তথ্য বেরিয়ে আসে।

Amy Schumer opens up about experience of sexual assault
ঘুমের মধ্যে অভিনেত্রীকে ধর্ষণ !
সম্প্রতি যৌন নিগ্রহ, হেনস্থা, ধর্ষণ নিয়ে একের পর এক নামি-দামী অভিনেত্রীরা মুখ খুলেছেন। হলিউডের ক্যাম্পেইনের উদ্যোগে অধিকাংশ নায়িকারা অনেক প্রযোজক, পরিচালকের বিরুদ্ধেও যৌন নিগ্রহের অভিযোগ তুলছেন।

এবারে প্রকাশ্যে এল এমি শুমারের ভয়াবহ যৌন হেনস্থার ঘটনা।

এমির বয় ফ্রেন্ড তাকে ঘুমের মধ্যে তার অনুমতি না নিয়েই যৌন সম্পর্কে যায় এবং এইভাবেই অভিনেত্রী তার ভার্জিনিটি কেড়ে নেয়। সম্প্রতি অপরাহ উইনফ্রের একটি টক শোতে এসে এই ঘটনার কথা বললেন এমি।

 নায়িকা জানান, তিনি এবং তার বয় ফ্রেন্ড একই বাড়িতে ছিলেন। তিনি ঘুমচ্ছিলেন। ঘুমন্ত অবস্থার সত্ত্বেও এমির বয় ফ্রেন্ড তাকে রেপ করে। আর এই ভাবেই তিনি তার ভার্জিনিটি হারান।

Death from the smartphone!
স্মার্টফোনের সংস্পর্শে থেকে ডেকে আনছেন মৃত্যু!
আপনি কোথায় যাচ্ছেন, কোথায় খাচ্ছেন, কী নতুন পোশাক পরছেন, সিনেমা দেখছেন— সবকিছুরই এখন সাক্ষী থাকে সোশ্যাল মিডিয়া।

 আর এরই জন্য স্মার্টফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কেটে যায় দিনের অধিকাংশ সময়। আর এতেই ধেয়ে আসছে বড় বিপদ!

আন্তর্জাতিক হেলথ জার্নাল ‘এনভায়রোনমেন্টাল হেলথ পারসপেকটিভ’-এ  প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, স্মার্টফোনের নীল আলো থেকে ব্রেস্ট ক্যান্সার ও প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়।

 শুধু স্মার্টফোন নয়, ট্যাবলেট বা ল্যাপটপের নীল এলইডি আলো থেকেও এমন হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিশেষ করে অন্ধকার ঘরে স্মার্টফোনের আলো ব্রেস্ট ও প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়। পুরুষদের ক্ষেত্রে বদ্ধ অন্ধকার ঘরে নীল এলইডি আলোর সংস্পর্শে এলে প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়।

এই গবেষণা ঘোষণা করার আগে স্পেনে ৪০০০ প্রাপ্তবয়স্কদের উপরে সমীক্ষা চালান গবেষকরা। 

শুধু গ্যাজেটস নয়। অন্ধকার রাস্তায় স্ট্রিট লাইটের সংস্পর্শও ক্যানসারের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, এই আলোর ফলে মস্তিষ্ক থেকে মেলাটনিন নামে একটি হরমোন ক্ষরণ হয়।

 এই হরমোন পিনেয়াল গ্ল্যান্ড থেকে নির্গত হয়। এই হরমোন ঘুম ও জেগে থাকার মধ্যে সমতা বজায় রাথতে সাহায্য করে। এবেলা।

If it is forbidden, I will leave the movie: Shakib Khan

যদি নিষিদ্ধ হই বলে দিন চলচ্চিত্র ছেড়ে চলে যাবঃ শাকিব খান

তাহলে‘আমি কি এ দেশে নিষিদ্ধ?’ চরম ক্ষোভ আর অভিমান নিয়ে জানতে চাইলেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান।


 কেন তার এই অভিমান আর এমন প্রশ্ন এর জবাবে তিনি বলেন, দেখুন কয়েক বছর ধরে দেখছি আমার ছবি মুক্তি পেতে গেলে নানা প্রতিবন্ধকতা তৈরি করা হয়।

অবস্থা এমন দাঁড়ায় যে, মনে হয় যেন আমি একজন অপরাধী। এখানে আমার কাজ করার কোনো অধিকার নেই।

সাম্প্রতিক সময়ের উদাহরণ টেনে তিনি বলেন, এই যে দেখুন বাংলা নববর্ষ উপলক্ষে আমার অভিনীত ‘চালবাজ’ ছবিটি এ দেশে মুক্তি পাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। ৬ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল।  কিন্তু একটি মহল কোনোভাবেই ছবিটি মুক্তি দিতে দিল না।

 এতে কি হলো, এ দেশের দর্শক বাঙালির এই প্রধান উৎসবে একটি ভালো ছবি দেখা থেকে বঞ্চিত হলো আর সিনেমাহল মালিকরাও ক্ষতিগ্রস্ত হলো।


এই প্রতিবন্ধকতার কারণে ছবিটি ২০ এপ্রিল ভারত আর ২৭ এপ্রিল এ দেশে মুক্তি পেল। ২৭ এপ্রিল মুক্তি দিতে গিয়েও আমার ছবিটা নতুন করে বাধার মুখে পড়ল। ছবিটির সেন্সর শো এর দিন সেন্সর বোর্ডের সামনে গিয়ে আন্দোলন করার চেষ্টা করল।

 আমি জানতে চাই কেন আমার বিরুদ্ধে এমন হবে। আমি তো এ দেশ আর দেশীয় চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছি। এ দেশের ছবিকে বিশ্বমান দিয়ে বিশ্ববাজারে নিয়ে গিয়েছি।

আজ বাংলাদেশের ছবি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ বিশ্বে সাড়া জাগাচ্ছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যে প্রথম কোনো বাংলা ছবি হিসেবে ‘নবাব’ ছবিটি মুক্তি পেয়ে অভাবনীয় সাড়া জাগিয়েছে। তারপরেও কেন আমাকে নিয়ে এই নোংরা রাজনীতি। 

এর কারণ কী? যারা আমার বিরুদ্ধে অযৌক্তিকভাবে এসব করছে তাদের কাছে আমার প্রশ্ন, দয়া করে আপনারা বলুন আমার অপরাধ কোথায়? আমার কাজ দর্শক গ্রহণযোগ্যতা পাচ্ছে এটি যদি কারও চক্ষুশূল হয়ে থাকে, যাদের হাতে কোনো কাজ নেই তারা যদি ভেবে থাকে আমাদের হাতে যখন কাজ নেই তখন শাকিব কেন কাজ করবে। তাকে আমরা প্রতিরোধ করব। এটি ভুল ধারণা আর পরিকল্পনা।


আমার বিরুদ্ধে যতই ঈর্ষা করা হোক না কেন দর্শক কিন্তু আমার কাজের স্বীকৃতি বরাবরই দিয়ে যাচ্ছেন। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া আমার ‘চালবাজ’ ছবিটি এই প্রমাণ আবারও দিল। ছবিটি দেখতে সিনেমাহলে উপচে পড়া দর্শক, টিকিট নেই, কালোবাজারে উচ্চমূল্যে টিকিট বিক্রি দেখে আমি নিজেই অবাক হয়েছি।

কারণ ছবিটি মুক্তির আগে এর আমদানিকারক নানা বাধার কারণে প্রচারণা চালাতে পারেনি। বলতে গেলে প্রচার প্রচারণা ছাড়াই ছবিটি মুক্তি পেয়েছে, ছবিটি দেখতে দর্শক সিনেমাহলে ছুটে গিয়েছে এবং ছবিটির উচ্ছ্বসিত প্রশংসা করছে।

সিনেমাহল মালিকদের মুখেও তৃপ্তির হাসি ফুটেছে। আমার কথা হলো যারা কলকাতার ছবিতে অভিনয় আর যৌথ প্রযোজনার নীতিমালা নিয়ে অনিয়মের কথা বলেন তারা কেন নিয়মতান্ত্রিকভাবে সরকারের কাছে গিয়ে বিষয়গুলো উত্থাপন করেন না? কলকাতার ছবিতে এ দেশের শিল্পীদের অভিনয় আর যৌথ আয়োজনের ছবি নির্মাণ তো নতুন কিছু নয়।

 স্বাধীনতার পর থেকে হয়ে আসছে। এসব ক্ষেত্রে নিয়মনীতি যদি সময় উপযোগী করতে হয় তাহলে সম্মিলিতভাবে তা করলে চলচ্চিত্র শিল্পেরই উন্নতি হবে। তা না করে কাদা ছোড়াছুড়ি করলে দেশের সবচেয়ে বড় এই গণমাধ্যমটি ধ্বংস হয়ে যাবে।

 আমি আবারও সরকার ও দেশ আর জাতির কাছে প্রশ্ন রাখছি- আমি এ দেশে নিষিদ্ধ কিনা? যদি নিষিদ্ধ হই তাহলে বলে দিন চলচ্চিত্র ছেড়ে চলে যাব। আমি বিভাজন আর অনৈক্য চাই না।

Blackmail, making the objectionable picture of schoolgirl, two youths in jail!
স্কুলছাত্রীর আপত্তিকর ছবি বানিয়ে ব্ল্যাকমেইল,দুই যুবককে জেল!
নাটোরের গুরুদাসপুরে এক স্কুলছাত্রীর (১৪) আপত্তিকর ছবি বানিয়ে তাকে ব্ল্যাকমেইল করার অপরাধে দুই যুবককে আটক করে জেল ও জরিমানা করা হয়েছে।

 শনিবার বিকালে উপজেলার মশিন্দা ইউনিয়নের বিলবিয়াসপুর গ্রামের গোপাল চন্দ্রের ছেলে কম্পিউটার দোকানদার উত্তম কুমার (২২) ও মশিন্দা কান্দিপাড়ার আব্দুস সামাদের ছেলে রিপন (২৩) এ ঘটনা ঘটায়।

ওই ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাদের আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গনপতি রায়ের কাছে হাজির করে।

পরে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সব প্রমাণাদি দেখে আটককৃতদের জেল ও জরিমানা করেন।

রায়ে কম্পিউটার দোকানদার উত্তমকে ১০ হাজার টাকা জরিমানা এবং রিপনের ৩ মাসের কারাদণ্ডাদেশ দেন।

জানা যায়, ওই দুই যুবক স্কুলছাত্রীর মাথা কেটে অন্য আপত্তিকর ছবির সঙ্গে লাগিয়ে তাকে কুপ্রস্তাব দিয়ে অপকর্মে বাধ্য করার চেষ্টা করে। 

ছাত্রীটি এ ঘটনা পরিবারের লোকজনের কাছে জানালে তারা আইনের আশ্রয় নেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) গনপতি রায় জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের জেল-জরিমানা করা হয়।

Mystery over fanged 'pre-historic monster' found washed up on banks of river,
সারা গায়ে কাঁটা বড় বড় দাঁত, প্রাণীটি ঘিরে তুমুল চাঞ্চল্য!
ইংল্যান্ডের মার্সি নদীর তীরে পড়ে থাকা এক আশ্চর্য প্রাণীর দেহ ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে প্রাণীবিজ্ঞানী মহলে।

 সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, লিভারপুলের মার্সি নদীর তীরে এক বিশালাকৃতি জলজন্তুর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

প্রথমে এটিকে কোন শুশুক বা ডলফিনের দেহাবশেষ বলেই মনে করেছিলেন স্থানীয় বিশেষজ্ঞরা। কিন্তু ভালো করে লক্ষ করে দেখা যায়, প্রাণীটার সারা গায়ে কাঁটা ও দু’টি ববড় বড় দাঁত বিদ্যমান।

নদী তীরে এই মৃতদেহটিকে আবিষ্কার করেন, জনৈক উইন্ডো ক্লিনার সিন হল। প্রাথমিক ভাবে তার মনে হয়, এটি কোন প্রাগৈতিহাসিক জল-দানব।

এই প্রসঙ্গে ‘মিরর’-এর পক্ষে মেরিন বায়োলজিস্ট লিওনি রবিনসনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রাণীটির দেহ এতটাই পচা-গলা অবস্থায় পাওয়া গেছে যে, এটির প্রকৃত চরিত্র নির্ধারণ দুরূহ।

 তবে অন্য বিশেষজ্ঞদের মতে, ডলফিন প্রজাতিরই কোন বিরল প্রাণীর দেহাবশেষ এটি। এবেলা।


An 8-year-old's rape and murder inflames tensions

ছেলেটিকে বাঁচাতে মেয়েটিকে মেরে ফেলতে বলেছিলেন বাবা!

ভারতের কাঠুয়ায় আট বছর বয়সী আসিফাকে মেরে ফেলার কথা বলেছিলেন অভিযুক্তদের অন্যতম এক জনের বাবা। ছেলেকে বাঁচাতেই তিনি এ ধরনের কথা বলেছিলেন।

জিজ্ঞাসাবাদে তদন্তকারী পুলিশকে এ কথা জানিয়েছেন প্রধান অভিযুক্তদের অন্যতম সানজি রাম। অপহরণের ৪ দিন পর তিনি জানতে পারেন মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। আর সেই ঘটনায় জড়িত তার ছেলেও।

সে কারণে বেঁচে থাকলে আসিফার বয়ানে ছেলে বড় বিপদে পড়ে যেতে পারে ভেবে মেয়েটিকে মেরে ফেলতে বলেছিলেন সানজি। ছেলে, ভাইপোকে বলেছিলেন, মেয়েটি বেঁচে থাকলে তো সবাই খুব সমস্যায় পড়ে যাবে।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, যেদিন (গত ১০ জানুয়ারি) অপহরণ করা হয় মেয়েটিকে, সেদিনই তাকে ধর্ষণ করে সানজির ভাইপো। তার পর তাকে ধর্ষণ করে সানজির ছেলে বিশাল। 

অপহরণের ৪ দিন পর মেয়েটিকে খুন করা হয় গত ১৪ জানুয়ারি। আর তার তিন দিন পর জঙ্গল থেকে উদ্ধার করা হয় তার মরদেহ।

পুলিশ জানিয়েছে, মুসলমানদের পিছিয়ে পড়া বকরওয়াল সম্প্রদায়ের বলেই অপহরণের পর মেয়েটিকে একটি হিন্দু মন্দিরে আটকে রাখা হয়েছিল। যার নাম 'দেবীস্থান'। সানজি ওই মন্দিরের পুরোহিত ছিলেন।

সানজির কৌসুলি অঙ্কুর শর্মা মুখ খুলতে না চাইলেও, সানজি বলেছেন, ওই ধর্ষণের ঘটনা তিনি প্রথম জানতে পারেন গত ১৩ জানুয়ারি, তার ভাইপোর মুখ থেকে। ভাইপোই বলেছিল, জড়িয়ে রয়েছে সানজির ছেলে বিশালও। 

সব শুনে সানজি তার ভাইপোকে বলেছিলেন, তাদের জন্য তিনি মন্দিরে দেবীর কাছে পুজা দিয়েছেন, প্রার্থনা করেছেন।

আর সেই পুজোর প্রসাদ ভাইপোকে তার বাড়িতে এসে খেয়ে যেতে বলেছিলেন সানজি। কিন্তু সে কথা শোনেননি বলে ভাইপোকে মারধর করেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন সানজি।

পুলিশের চার্জশিটে বলা হয়েছে, এর পরেই সানজি ঠিক করেছিলেন মেয়েটিকে মেরে ফেলতে হবে।

গত ১৩ এবং ১৪ জানুয়ারির মধ্যে মেয়েটিকে ওই মন্দির থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় বিশালের বন্ধু মন্নু। আরো একবার ধর্ষণের জন্য। সেখানে দীপক খাজুরিয়া নামে এক পুলিশ কর্মকর্তাও ছিলেন।

তিনিও মেরে ফেলার আগে ধর্ষণ করতে চেয়েছিলেন মেয়েটিকে। কিন্তু সানজিই চাননি, মেয়েটিকে আর বেশিদিন বাঁচিয়ে রাখা হোক।

তাই গত ১৪ জানুয়ারি মেরে ফেলা হয় মেয়েটিকে। কিন্তু কোনো তথ্য প্রমাণই রাখতে চাননি সানজি। তাই ঠিক হয়েছিল, হিরানগর খালে ফেলে দেওয়া হবে মেয়েটির মরদেহ।

 কিন্তু গাড়ি পাওয়া যায়নি বলে তার মরদেহ আর হিরানগর খালে নিয়ে যাওয়া হয়নি তাদের। মরদেহটি রেখে দেওয়া হয় মন্দিরেই। আর মন্দিরের বাইরে দাঁড়িয়ে সানজি সেটা পাহারা দিচ্ছিলেন।

পরের দিন সানজি তার ছেলে, ভাইপোকে জানান, বন্ধু গাড়ি দিতে পারবে না বলে জানিয়েছে। তাই হিরানগরে নিয়ে গিয়ে আসিফার দেহটি খালে ফেলা যাবে না।

 সে ক্ষেত্রে আর মন্দিরে ফেলে না রেখে তড়িঘড়ি আসিফার দেহটি কাছের জঙ্গলেই ছুড়ে ফেলে দিতে হবে। আনন্দবাজার।

All the efforts went out of the bus to lose the legs of Rozina

সব চেষ্টা ব্যর্থ করে চলে গেল বাসচাপায় পা হারানো রোজিনা!

সব চেষ্টাই ব্যর্থ হল। বাঁচানো গেলনা মেয়েটিকে। রাজধানীর বনানীতে বিআরটিসির বাসের চাপায় পা হারানো সেই গৃহকর্মী রোজিনা আক্তার রোজী (২০) হাসপাতেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


 রোজিনার বাবার নাম রুসুল মিয়া ও মায়ের নাম রাবেয়া খাতুন।

রবিবার সকাল ৬ টা ৫৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসকের বরাত দিয়ে রোজিনা বাবা রুসুল মিয়া রোজিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে বনানীতে বিআরটিসির বাসে চাপা পড়ে পা হারানোর পরপরই তাকে অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়।

সেখানে তার অবস্থার কিছুটা অবনতি হলে ২৫ এপ্রিল তাকে ঢামেক হাসপাতলে বার্ন ইউনিটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়। পরে তার শারীরক অবস্থার আরও অবনতি ঘটলে তাকে আইসিইউ নেওয়া হয়।

বার্ণ ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, অবস্থা খারাপের দিকে যাচ্ছিলো। এজন্য পঙ্গু হাসপাতাল থেকে সেখানকার চিকিৎসকরা রোজিনাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন।

উল্লেখ্য, গত বুধবার রাতে বনানী আমতলীর কাছে রাস্তা পারাপারের সময় দ্রতগামী বি আর টি সি বাসের চাকার নিচে পিষ্ট হয়ে পা হারায় গৃহকর্মী রোজিনা আক্তার। 

রোজীনা আক্তার জিটিভি'র প্রধান সম্পাদক ইশতিয়াক রেজার বাসায় গৃহকর্মী ছিলন।

India media practice Rubel and new wife

ভারতের গণমাধ্যমে রুবেল ও নতুন স্ত্রীকে নিয়ে চর্চা!

নাজনিন আখতার হ্যাপি এখন অতীত তার জীবনে। সব ভুলে নতুন করে গড়ে তুলতে চাইছেন নিজেকে। বাংলাদেশের ক্রিকেট তারকা রুবেল হোসেন এখন অনেকটাই পরিণত।

 নতুন স্ত্রীকে নিয়ে সুখে গার্হস্থ্য জীবন তার। এভাবেই রুবেল ও তার স্ত্রীকে নিয়ে মাতলো একটি ভারতের একটি গণমাধ্যম।

India media practice Rubel and new wifeবাংলাদেশি প্রচারমাধ্যম সূত্রের খবর উল্লেখ করে সেই প্রতিবেদনটিতে আরও বলা হয়, রুবেলের স্ত্রীর নাম ইসরাত জাহান দোলা। বাগেরহাটের এই সুন্দরীর সঙ্গেই নতুন ইনিংস শুরু করেছেন রুবেল।

 বেশ কিছুদিন আগেই ইসরাত জাহানের সঙ্গে বিয়ে হয়েছে রুবেলের। শনিবার স্ত্রীর সঙ্গেই রুবেল দুটো সেলফি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘‘আমার স্ত্রী’’। পরে ভালবাসার সাইনও দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৬ সালে ঘটা করে বিয়ে করেন রুবেল হোসেন। তার স্ত্রীর নাম ইসরাত জাহান দোলা।

কিন্তু বিয়ে সম্পর্কিত বিষয়টি সব সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন রুবেল। অবশেষে তিনি ফেসবুকের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনলেন।

রুবেল হোসেন আপাতত ক্রিকেটের বাইরে আছেন। শ্রীলঙ্কা সফর শেষ করে ঘরোয়া লিগে কোনো ম্যাচ খেলেননি তিনি।

 কয়েক দিন আগে ফেসবুকে তিনি জানিয়েছিলেন, তিনি অসুস্থ এবং নিজ জেলা বাগেরহাটেই অবস্থান করছেন।
২০০৯ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন পেসার রুবেল হোসেন। তিনি এখন পর্যন্ত ২৫টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও  ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

Rekha attend 102 Not Out Screening

অমিতাভের সিনেমা দেখতে হাজির রেখা!

‘১০২ নট আউট’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হলেন রেখা। পাপারাৎরাজির ক্যামেরায় ধরাও পড়ল সেই ছবি। দেখা যায়, গাড়ির মধ্যে সানগ্লাস এটে বসে রয়েছেন রেখা।

কিন্তু অমিতাভ বচ্চন এবং ঋষি কাপুরের সিনেমা নিয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি রেখাকে।

‘১০২ নট আউট’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে রেখার পাশাপাশি হাজির হন ঋষি কাপুরের স্ত্রী নিতু কাপুর, কৃষ্ণা রাজ কাপুর, শাম্মি কাপুরের স্ত্রী নীলা দেবীসহ অনেকে। 

ক্যামেরার ফ্ল্যাশে উঠেও আসে সেই ছবি। কিন্তু পাপারাৎরাজিদের কেতু বেশিই নজর ছিল রেখার উপর।

এদিকে রেখাকে ‘মা’ বলে সম্মোধন করে সম্প্রতি খবরের শিরোনামে আসেন ঐশ্বরিয়া রায় বচ্চন। এমনকী একটি অনুষ্ঠানে হাজির হয়ে রেখার পা ছুঁয়ে প্রণামও করেন বচ্চন পরিবারের এই বধূ। যা নিয়ে চাঞ্চল্য শুরু হয়।

Woman Delivers Own Baby In Turkish Hotel Using YouTube
ইউটিউবে ভিডিও দেখে একাই সন্তানের জন্ম দিল নারী!
এক নারীর সন্তান জন্মের খবর টুইটারে ভাইরাল। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে কর্মরত টিয়া ফ্রিম্যান নামের ওই নারী তুরস্কের হোটেল রুমে একাই সন্তানের জন্ম দিয়েছেন।

এসময় শুধু একটি ইউটিউব ভিডিওর সহায়তা নিয়েছিলেন। গত মার্চে টিয়া যুক্তরাষ্ট্র থেকে জার্মানি যাচ্ছিলেন। ওই সময় এ ঘটনা ঘটে।

তুরস্কের ইস্তানবুলের একটি হোটেলের বাথটাবে সন্তান জন্ম দেয়ার খবর ২৪ এপ্রিল টুইটারে সবাইকে জানান। ২২ বছর বয়সী সেই নারী তার সন্তানের নাম রেখেছেন জেভিয়ার আটা ফ্রিম্যান। 

গত ৭ মার্চ তার ওই সন্তানের জন্ম হয়। প্রথমে বিমানবন্দরেই সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন। কিন্তু পরে হোটেলে উঠার সিদ্ধান্ত নেন।

সন্তান জন্মের পরের দিনই আগে থেকে বুক করে রাখা গাড়িতে করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে সন্তান কোলে টিয়াকে নানা প্রশ্নের মুখে পড়তে হয়। তাকে কর্তৃপক্ষ মানবপাচারকারী বলেও সন্দেহ করছিল। পরে তিনি তুরস্কের যুক্তরাষ্ট্র দূতাবাসের সাহায্য নেন।

এভাবে সন্তান জন্ম দেয়ার খবরটি নিয়ে এত মাতামাতি হচ্ছে দেখে টিয়া কিছুটা বিব্রত। তিনি টুইটারে বলেছেন, 'আমি সত্যিই বুঝতে পারছি না সবাই কেন আমার এ খবর নিয়ে এত অবাক হয়েছে। হতে পারে এটিকেও সবাই একদিন স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারবে।'সূত্র: নিউজ উইক

Better Off Saying Nothing at All
যেসকল ক্ষেত্রে আপনার চুপ থাকা উচিত!
বন্দুকের গুলির মতো কোনো কথা একবার বলে ফেললে তা আর ফেরানো যায় না। বিদ্বানরা বুঝে শুনে তবেই কথা বলার পরামর্শ দেন।

আবার সবসময় সব কথার জবাব আপনাকেই দিতে হবে তেমনটা নয়।

 ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত তেমনি শেখা উচিত কখন আপনার চুপ থাকা প্রয়োজন। অনেক সময় আপনার এই প্রয়োজনীয় নীরবতাই আপনার দৃঢ় ব্যক্তিত্বের পরিচায়ক। যেসকল ক্ষেত্রে আপনার চুপ থাকা উচিত:

কোনও বিষয়ে না জানলে চুপ করে থাকাই ভালো। অযথা তর্ক করতে আপনারই সম্মানহানি হয়।

যে সত্যি অপ্রিয়, তা প্রিয় মানুষটাকে না বলাই ভাল। আপনার একটু চুপ থাকাতে কারও মুখের হাসিটি তো বজায় থাকল!

যখন বুঝতে পারবেন অলোচনায় আপনার কথা অপ্রয়োজনীয় মনে করা হচ্ছে। আপনার মতামত নেওয়াই হচ্ছে না। তখন যেচে নিজের মত দিতে যাবেন না। বরং চুপ থেকে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন।

কথা মানুষের ফুরিয়ে যেতেই পারে। জোর করে কথা বলতে হবে এমন নয়। তাই চুপ করে থাকাটাও মাঝে মাঝে আপনি উপভোগ করতে পারেন।

প্রতিবাদ করা ভাল, তবে পরিস্থিতি বিচার করে। যদি দেখেন কোনও স্থানে আপনাকে অপমানিত হতে হচ্ছে, অথচ আপনার প্রতিবাদ করার মতো পরিস্থিতি নেই। চুপ করে যাবেন। মনে রাখবেন, যুদ্ধে পিছিয়ে আসা মানেই হার নয়। সেটা কৌশল সাজাবার সময়ও হতে পারে।

মন একদম ভাল নেই। সবকিছুতেই যেন বিরক্ত লাগছে। এমন সময় যতটা পারবেন চুপ করে থাকুন। কারণ ভাল কারও সঙ্গেও আপনি অকারণে খারাপ ব্যবহার করে ফেলতে পারেন। আর তার জন্য আপনাকে পরে অনুশোচনার আগুনে পুড়তে হতে পারে।

Know the secret features of Android!

জেনে নিন অ্যান্ড্রয়েডের গোপন ফিচারগুলো!

বর্তমান এই প্রযুক্তি নির্ভর যুগে এখন অ্যান্ড্রয়েড প্রায় সকলের কাছেই আছে। কিন্তু আপনার ফোনে এমন অনেক ফিচার রয়েছে যা হয়তো আপনি জানেনই না। তবে আর দেরি না করে চলুন জেনে নেই সেই গোপন ফিচারগুলো সম্পর্কে।


১. ফোনে আসা মেসেজ তো পড়েন। কখনও মনে হয়েছে প্রিয়জনের কাছ থেকে আসা মেসেজ কানেও শুনবেন। আপনার ফোনেই কিন্তু রয়েছে সেই ফিচার। ফোনের সেটিংস-এ অ্যাকসেসিবিলিটি অপশনে যান। 

এ বার টেক্সট টু স্পিচের আউটপুট অপশন ক্লিক করুন আর নিজের কানেই শুনুন মেসেজ।

২. আপনার ফোন বন্ধুকে ধার দিচ্ছেন কিন্তু আপনি চান আপনার জরুরি তথ্য গোপনই থাকুক। তাহলে ফোনের ‘গেস্ট মোড’ অন করুন।

 তার জন্য ফোনের ইউজার আইকনে ক্লিক করুন। গেস্ট আইকন আসবে। এ বার আপনার কাছে অপশন আসবে কোন তথ্য আপনি দেখাবেন এবং কোনটি গোপন রাখবেন।

৩. ফোনের সেটিংস-এ গিয়ে সিকিউরিটি অপশনে যান। এ বার ডিভাইস অ্যাডমিনিস্ট্রেরস বলে যে অপশনটি আছে সেটার বাঁ দিকের বক্সে ক্লিক করুন।

এই অপশনের বৈশিষ্ট্য হলো যদি কোনো কারণে আপনার ফোনটি হারিয়ে যায় তাহলে সেটির অবস্থান আপনি জানতে পারবেন এবং জরুরি তথ্য লক করে দিতে পারবেন।

৪. আপনি কি গাড়ি চালাচ্ছেন বা কোনো কাজে ব্যস্ত এদিকে ফোন ব্যবহার করাও জরুরি হয়ে পড়েছে। জানেন কী, হাত ব্যবহার না করেও ফোনে প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারেন? তার জন্য ইনস্টল করুন ‘ইভা ফেসিয়াল মাউস’।

এই অ্যাপের সাহায্যে শুধু মাথা নাড়িয়েই আপনার অ্যান্ড্রয়েডটিকে কন্ট্রোল করতে পারবেন।

৫. ফোনের ছোট আইকন দেখতে অনেকেরই সমস্যা হয়। আপনার ফোন ডিসপ্লের যেকোনো অপশন কীভাবে বড় করে দেখা যায় জানেন? সেটিংস-এ গিয়ে অ্যাকসেসিবিলিটি অপশনের ম্যাগনিফিকেশনে যান। এ বার যেকোনো আইকন জুম করে দেখতে পারেন।

robbed wife from car!
বরের গাড়ি থেকে বউ ছিনতাই!
শিরোনাম দেখে হয়তো ভড়কে গেছেন। ছিনতাই হয় টাকা-পয়সা, গহনা বা মূলবান সম্পদ। কিন্তু কনে কিভাবে ছিনতাই হল!সিনেমার দৃশ্যের মতো এমনটাই ঘটেছে রাজধানীর দক্ষিণখানে।

বিয়ে করে গাড়িতে কনেকে নিয়ে বাসায় ফিরছিলেন বর। তখনই সেই গাড়ি থেকে কনেকে তুলে নিয়ে যায় একদল যুবক। শুক্রবার (২৭ এপ্রিল) দক্ষিণখান থানার মোল্লারটেক হাজি মার্কেটে সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, পূর্ব মোল্লারটেক এলাকার মৃত মতিন মিয়ার মেয়ে এইচএসি পরীক্ষার্থী তানিয়া আক্তারের সঙ্গে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বরিশালের আশিক ইমতিয়াজের (২৮) বিয়ে হয়।


 শুক্রবার ইমতিয়াজ তার স্ত্রী ও বরযাত্রীদের নিয়ে একটি মাইক্রোবাসে করে বরিশালের উদ্দেশে রওনা দেন।

 পথে মোল্লারটেক হাজি মার্কেটের সামনে চার-পাঁচটি মোটরসাইকেলে করে মাইক্রোবাসের গতিরোধ করে এক দল হামলাকারী। 

তারা গাড়িটি ভাঙচুর করে এবং কনেকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় নেতৃত্ব দেয় সজল হোসেন বাবু নামে এক তরুণ।

এ ঘটনার পর এলাকাবাসীর কেউ কেউ বলছেন প্রেমঘটিত কারণেই এমনটা ঘটতে পারে। 

কনে তানিয়ার পারিবারিক সূত্রের বরাত দিয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, বাবু নামের একটি ছেলে দীর্ঘ দিন ধরে তানিয়াকে পছন্দ করতো।

তানিয়ার মা যে গার্মেন্টসে চাকরি করেন বর ইমতিয়াজও সেখানে চাকরি করেন। সেই সূত্রে তানিয়া ও ইমতিয়াজের বিয়ে হয়।

এ ঘটনায় ভুক্তভোগী বরের পরিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Teachers took pictures in the nude to get the trap of modeling!

মডেলিংয়ের ফাঁদ পেতে ছাত্রীকে নগ্ন করে ছবি তুলল শিক্ষকরা!

মডেলিংয়ের ফাঁদ পেতে জোর করে ছাত্রীকে নগ্ন করে তার অশ্লীল ছবি তোলার গুরুতর অভিযোগ উঠল নাচের স্কুলের এক শিক্ষক ও এক শিক্ষিকার বিরুদ্ধে।

পুলিশ ইতিমধ্যেই তিন অভিযুক্ত অরুণাংশু ঘোষ, জয়ব্রত রায় ও ঋতুপর্ণা সাহাকে গ্রেফতার করেছে। ঘটনা ঘটেছে ভারতের উত্তরবঙ্গ রাজ্যের  উত্তর কলকাতার টালায়।

অভিযোগ, জয়ব্রত রায় সেই নাচের স্কুলের মালিক। সেখানেই ওই কিশোরী ছাত্রীকে মডেলিংয়ের টোপ দেওয়া হয়। তারপর পোর্টফোলিও তোলার নাম করে তার পোশাক খুলিয়ে ছবি তোলে জয়ব্রত ও তার সঙ্গীরা। 

পরে আবার ছবি তোলার জন্য তাকে ডাকা হয়। সেই সময়ই আগের দিনের তুলে রাখা ছবি দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করা হয়। রাজি না হলে তার নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

এরপরই সেই ছাত্রী ও তার পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। ছাত্রীর গোপন জবানবন্দি নেওযা হয়। তারপর গ্রেফতার করা হয় অভিযুক্তদের।

 তাদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে সেই ছাত্রীর ১০টি ছবি রয়েছে।

পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। সেই স্কুলের আরও কোনও ছাত্রীর সঙ্গে এমন করা হয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

Delhi Daredevils beat Kolkata Knight Riders
রেকর্ড গড়েই কলকাতাকে বড় ব্যবধানে হারাল দিল্লি !
চলমান আইপিএলে ছয় ম্যাচের পাঁচটিতেই হেরে পয়েন্ট টেবিলের একেবারে শেষে চলে যাওয়া সেই দিল্লি এই আসরে রেকর্ড সংগ্রহ গড়েই কলকাতা নাইট রাইডার্সকে ৫৫ রানে বড় ব্যবধানে হারাল।

দিল্লির নতুন অধিনায়ক শ্রেয়াসের অপরাজিত ঝড়ো ৯৩ রানের কল্যাণে দিল্লি প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে ১৬৪ রানের বেশি করতে পারেনি কলকাতা।

ফিরোজ শাহ কোটলায় ২২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কলকাতার হয়ে কোনো ব্যাটসম্যানই ভালো কিছু করে দেখাতে পারেননি। 

দলের পক্ষে ৩০ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় সর্বোচ্চ ৪৪ করলেও দলকে জেতাতে পারেননি আন্দ্রে রাসেল। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন শুবমান গিল।

দিল্লি বোলারদের মধ্যে দুটি করে উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট, গ্লেন ম্যাক্সওয়েল, আভেশ খান ও অমিত মিশরা।

এর আগে টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে ২১৯ রান সংগ্রহ করে দিল্লি। দলের পক্ষে ৪৪ বলে ৬২ রানের দারুণ এক ইনিংস খেলে পৃত্থী শাহ।

 তবে মূল কাজটি করেন নতুন অধিনায়ক আইয়ার। ৪০ বলে ৩টি চার ও ১০টি বিশাল ছক্কায় ৯৩ করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি।

 এছাড়া ২৭ রান করেন ম্যাক্সওয়েল। কলকাতা বোলারদের মধ্যে পিযুশ চাওলা, শিভাম মাভি ও রাসেল একটি করে উইকেট পান।

Quota cancellation notification will be issued in 'short time'

কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি হবে ‘স্বল্প সময়ে’

‘স্বল্প সময়ের’ মধ্যে সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

শুক্রবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি একথা জানান।

রাজধানীর ন্যাম ভবনে নিজের বাসায় আন্দোলনকারী ‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র নেতাদের নিয়ে বসেন জাহাঙ্গীর কবির নানক।

 বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জাহাঙ্গীর কবির নানক বলেন, ছাত্রদের সঙ্গে প্রাণখোলা আলোচনা হয়েছে। তাদের বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর কোটা নিয়ে প্রজ্ঞাপন জারির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

কোটা নিয়ে আন্দোলনকারী একজন ছাত্রও বিনা কারণে যেন হয়রানির শিকার না হন, সেটা নিশ্চিত করা হবে।

India will give old weapon to the allies

মিত্রদের পুরনো অস্ত্র উপহার দেবে ভারত!

পুরনো অস্ত্র ব্যবহারের উপযোগী করে বিভিন্ন মিত্র দেশকে উপহার দেবে ভারত। ব্যবহার করা সমরাস্ত্র ঠিক করে সেগুলো সামরিক সহযোগিতা বাড়াতে বিভিন্ন দেশকে উপহার দেয়া হবে।


 ভারতের সেনাবাহিনীকে ওইসব অস্ত্রের মজুদের তালিকা চূড়ান্ত করে ন্যূনতম খরচে সেগুলো মেরামত করে ব্যবহার উপযোগী করারও নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

এখনও পর্যন্ত ভারত তার ব্যবহৃত এমআই-২৫ হেলিকপ্টার ও দেশীয় প্রযুক্তিতে তৈরি একাধিক ভেসেল, জাহাজ বেশ কয়েকটি প্রতিবেশী দেশকে দিয়েছে।

সমরাস্ত্র সহায়তা দিয়ে দুটি সুবিধা লাভ করতে চায় ভারত। এর একটি হলো তাদের সঙ্গে গভীর কৌশলগত সম্পর্ক তৈরি করা যাবে, অন্যদিকে তেমন প্রশিক্ষকদের দল পাঠানো, ভারতে এসে বিশেষ প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দেয়া, রক্ষণাবেক্ষণের কাজ করা ও রক্ষণাবেক্ষণের জন্য যন্ত্রাংশ সরবরাহ করার মতো মিথস্ক্রিয়ার মাধ্যমে দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক টিকে রাখার পথ তৈরি হবে।



prothom alo,bangla news,bangladesh newspapers,bd news,bangladesh,banglanews24,all bangla newspaper,bdnews24 bangla,bd news 24,bdnews24,bangla,bangladesh daily newspaper

bdnewspaper,banglanewspaper,bangladesh newspaper,bangladesh newspaper online,breaking news bd,Amazing Shakib Khan and Srabanti Comic Scenes,Harabo Toke,Full Video ,Shakib Khan,Srabanti,Shaan,Shikari Video Clip 2,Shakib Khan- Srabanti caught Romancing,Shakib Khan Srabanti sekari,Ar Kono Kotha Na Bole,



Adolf Hitler lookalike spotted
হিটলার সম্পর্কে অবাক কিছু তথ্য!
আগ্রাসী মনোভাব দিয়ে পৃথিবীর ইতিহাসকে যে ব্যক্তি বদলে দিয়েছেন তার নাম হিটলার। পুরো নাম অ্যাডলফ হিটলার। জার্মানিদের কাছে তিনি মহানায়ক হলেও বিংশ শতাব্দীর সবচেয়ে স্বৈরাচারী শাসক হিসেবে তাকে আখ্যায়িত করা হয়। কঠোর এই মানুষটির জীবন বড় বিচিত্র তথ্যে ভরপুর।

চলুন জেনে নিই তার সম্পর্কে অবাক কিছু তথ্য-

১. হিটলার নিজেকে যথেষ্ট সুদর্শন মনে করতেন, ভুগতেন আত্মতুষ্টিতে। তাই সর্বদা নিজেকে সিঙ্গেল দাবি করতেন জনসম্মুখে। এমনকি হিটলারের পতনের অনেকটা সময় পরেও তার প্রেমিকা ইভা ব্রাউন সম্পর্কে জানতেন না অনেকেই।

২. হিটলার নাকি ইহুদি বিদ্বেষী ছিলেন, কিন্তু অবাক বিষয় হল সেই হিটলারই স্কুলে পড়ার সময় এক ইহুদি মেয়ের প্রেমে পড়েছিলেন। তার নাম ছিল স্টেফানি ইসাক।

 যদি মেয়েটিকে কখনও কিছু বলেননি। তবে ইসাককে দেখলেই তিনি দারুণ লজ্জাবোধ করতেন।

৩. তরুণ বয়সে ব্যাপক ধূমপান করলেও একপর্যায়ে তিনি এর বিরোধী হয়ে ওঠেন। সিগারেটের পেছনে অর্থের অপচয় হয় বলেই মনে করতেন। গণপরিবহনে ধূমপান নিষিদ্ধকরণে অ্যান্টি-স্মোকিং ক্যাম্পেইনও করেছেন তিনি।

৪. আত্মহত্যার আগে হিটলার তার পোষা কুকুরকে সায়ানাইড পিল খাইয়ে মেরে ফেলেছিলেন, কুকুরটির পাঁচটি বাচ্চাকে খুন করেছিলেন গুলি করে।

মৃত্যুর মাত্র ঘন্টা চল্লিশেক আগে প্রেমিকা ইভা ব্রাউনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

৫. হিটলার ধর্মযাজক হতে চেয়েছিলেন। মাত্র ৪ বছর বয়সে সেই ইচ্ছা দেখা দিয়েছিল হিটলারের মনে। এক শীতে সেই বয়সে একটি লেকে পড়ে যান তিনি।

তাকে উদ্ধার করেন এক ধর্মযাজক। ঘটনাটি তার মনকে আলোড়িত করে। মনের কৃতজ্ঞতা আর ভালোলাগা থেকেই তিনি বড় হয়ে ধর্মযাজক হওয়ার স্বপ্ন দেখেন।

৬. অনেকেই এ কথা বলে গেছেন যে, হিটলার উর্বরতাজনিত সমস্যায় ভুগছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি যুদ্ধরত অবস্থায় আঘাত পেয়েছিলেন। 

সার্জারিতে চিকিৎসক তার একটি অণ্ডকোষ বের করে ফেলেন। তার জীবন বাঁচাতেই এ কাজটি করতে হয়। ১৯১৬ সালে ব্যাটল অব সোমি'তে এমন ঘটনা ঘটেছিল।

৭. হিটলার কখনো ড্রাইভিং শেখেননি। চেষ্টাও করেননি। অনেকের ধারণা, তার মনে এক ধরনের ভয় কাজ করত। নিজের মানুষের সামনে যদি গাড়ি চালনায় দক্ষ না হতে পারেন, তবে তা সম্মানহানিকর। তবে নিজের বিশাল সেনাবাহিনীকে ব্যক্তিগত চালকের মাধ্যমে গাড়ি চালিয়েই নেতৃত্ব দিয়েছেন।  

৮. হিটলার যখন ছোট ছিলেন, তাদের পরিবারের আর্থিক অবস্থা তখন মোটেই ভালো ছিল না। এক অস্ট্রিয়ান ইহুদী ডাক্তার বিনা পয়সায় তাদের চিকিৎসা সেবা দিতেন।

হিটলার ইহুদী নিধনে নামলেও সেই ডাক্তার ও তার পরিবারকে রক্ষা করেছিলেন বলে জানা যায়। ডাক্তার সাহেবকে নাকি তিনি “ভালো ইহুদী” বলে ডাকতেন!

Gene Partner
মনের মিলের চাবিকাঠি লুকিয়ে আছে ডিএনএ-র মধ্যেই!
সঙ্গী বা সঙ্গিনীর সাথে মনের মিলের চাবিকাঠি লুকিয়ে আছে আপনার ডিএনএ-র মধ্যেই। এই তথ্য এখন আর পুরনো নয়।

এবার একই রকম জিনের মানুষদের মিলিয়ে দিতে একটি ‘‌ডেটিং ওয়েবসাইট’‌ খুলে বসেছে একটি ডিএনএ পরীক্ষক সংস্থা।

'জিন পার্টনার ডট কম' নামে ওই ওয়েবসাইটের দাবি, সম্পর্ক স্থাপনে ইচ্ছুক দু'জনের ডিএনএ পরীক্ষা করে তারা জানিয়ে দেন, জীবনসঙ্গী হওয়ার জন্য ওই যুগল কতটা উপযুক্ত?

পশ্চিমের দেশগুলোর বাজারে ডেটিং ওয়েবসাইটগুলোর রমরমা অবস্থা। ভারতেও এ ধরনের সাইট যথেষ্ট জনপ্রিয়। কিন্তু জিন পরীক্ষা করে প্রেমিক-প্রেমিকা বেছে দেওয়ার উদ্যোগ নাকি এই প্রথম বলে দাবি করেছে ওই ওয়েবসাইট। 

তারা জানিয়েছে, নাম নথিভুক্ত করার পরে সদ্স্যদের লালা থেকে ডিএনএ-র নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়।

কাছাকাছি গঠনের ডিএনএ মিলিয়ে প্রতিটি সদস্যকে চারজন সম্ভাব্য সঙ্গীর তালিকা দেওয়া হয়। তাদের মধ্যে থেকেই যে কোনো একজনকে বেছে নেন ওই সদস্য। 

ওয়েবসাইটের এক কর্তা বলেছেন, এমন মানুষও আমাদের কাছে আসছেন, যারা আগের থেকেই কোনো সম্পর্কে রয়েছেন।

 আমাদের মাধ্যমে তারা পরীক্ষা করিয়ে নিচ্ছেন, সেই সম্পর্ক কতটা টেঁকসই হবে।

ওয়েবসাইট কর্তৃপক্ষের দাবি, তাদের প্রচেষ্টার সাফল্যের হার আকর্ষণীয়। তাদের বেছে দেয়া সঙ্গীকে পেয়ে ফিরতি সমীক্ষায় সুখী জীবনের কথা জানিয়েছেন ৮৭ শতাংশেরও বেশি সদস্য।‌‌

Swedish envoy seeks more global assistance for Rohingyas

নিপীড়িত রোহিঙ্গাদের জন্য ৪৪ লাখ ২৫ হাজার টন ত্রাণ ও ৪৫৮ কোটি টাকা সহায়তা

নিপীড়নের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য দেশি-বিদেশি মিলিয়ে ৪৪ লাখ ২৫ হাজার টন ত্রাণ (খাদ্যসামগ্রী) ও ৪৫৮ কোটি ৯২ লাখ ৭৫ হাজার টাকা সহায়তা হিসেবে পাওয়া গেছে।

‘বাংলাদেশে অনুপ্রবেশকারী বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) জন্য চলমান ত্রাণ কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষাসহ অন্যান্য কার্যক্রমের হালনাগাদ তথ্যাদি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে এ প্রতিবেদন পাঠানো হয়।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান  বলেন, ‘রোহিঙ্গাদের ত্রাণ নিয়ে আমরা কী করব, কী করছি, আগে কী করেছি, কারা কী করছে এবং ভবিষ্যতে কী করতে হবে- সবকিছুই আমরা সময়ে সময়ে সরকারকে অবহিত করি।

তা না হলে হঠাৎ করে খাদ্যের ঘাটতি হলে, রোহিঙ্গাদের সমস্যা হলে সরকারের ইমেজ (ভাবমূর্তি) নষ্ট হবে। তাই আমরা আগে থেকেই সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে থাকি।’

ত্রাণের মধ্যে রয়েছে সরকারি চাল ৪৯০ টন, বেসরকারি চাল দুই হাজার ১১৪ টন, ডাল ২০ টন, তেল ৭৬ হাজার ৩২৬ লিটার, লবন ২৮৫ টন ও চিনি ৩৮৪ টন।

অর্থ সহায়তা হিসাবে সরকারি জিআর ক্যাশ ৩০ লাখ টাকা, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২০ লাখ টাকা এবং চলতি হিসাবে বিভিন্ন সংস্থা ও ব্যক্তি দিয়েছেন ৪৫৮ কোটি ৪২ লাখ ৭৫ হাজার ৬১৯ টাকা।

মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তা নামে সোনালী ব্যাংকের কক্সবাজার শাখায় একটি চলতি হিসাব (হিসাব নং- ৩৩০২৪৬২৫) খোলা হয়েছে বলে জানান বিভাগীয় কমিশনার।

এছাড়া বিভিন্ন ব্যক্তি, দল ও সংস্থা ত্রাণসামগ্রী বিতরণ করছেন বলে প্রতিবেদন থেকে জানা গেছে।

মালয়েশিয়া, মরক্কো, ইন্দোনেশিয়া, ভারত, ইরান, সৌদি আরব, সুইজারল্যান্ড, জাপান, চীন, ইংল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, ইটালি, সিঙ্গাপুর, আরব আমিরাত ও স্লোভাকিয়া রোহিঙ্গাদের জন্য ত্রাণসামগ্রী দিয়েছে। 

দেশগুলো চাল, ডাল, তেল, লবন, আলু, চিনি, মুড়ি, আটা, হাই এনার্জি বিস্কুটসহ মোট ৪৩ লাখ ৪৫ হাজার ৬১৯ টন ত্রাণ সহায়তা দিয়েছে।

ডাব্লিউএফপি খাদ্য সহায়তা দিয়েছে ৩৯ হাজার ৮৫৮ টন। আয়ারল্যান্ড দিয়েছে ৩৬ হাজার ৬৯৫ টন। ডাব্লিউএফপি চারটি অস্থায়ী খাদ্যগুদাম নির্মাণ করে দিয়েছে। সেখানে খাদ্যসামগ্রী মজুদ করা হচ্ছে বলে বিভাগীয় কমিশনার প্রতিবেদনে উল্লেখ করেছেন।
এছাড়া ইউনিসেফ শিক্ষা কার্যক্রম, শিশুখাদ্য ও স্যানিটেশনে সহায়তা দিচ্ছে। সংস্থাটি ১০ হাজার টয়লেট নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে নির্মিত হয়েছে সাড়ে সাত হাজারটি।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও মানবতাবিরোধী ধ্বংসযজ্ঞের কারণে রোহিঙ্গারা কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলা এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় স্থায়ী ও অস্থায়ী ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় অবস্থান করছে।

মিয়ানমারের সীমান্তে পুলিশ ও সেনাবাহিনীর চেকপোস্টে হামলার ঘটনাকে কেন্দ্র করে গত বছরের ২৫ আগস্ট থেকে নতুন করে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী।
তখন থেকে রোহিঙ্গারা জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসছে।

গত ১৬ এপ্রিল পর্যন্ত নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা মোট ১১ লাখ তিন হাজার। এছাড়া রামু, কক্সবাজারের পৌরসভাসহ অন্যান্য এলাকা, বান্দরবার, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও প্রায় দুই লাখ রোহিঙ্গা রয়েছে বলে কক্সবাজারের জেলা প্রশাসক এক প্রতিবেদনে জানান।

বর্তমানে রোহিঙ্গাদের জন্য ১৪টি ক্যাম্প এবং ক্যাম্পগুলোতে ২৩টি ব্লক রয়েছে। দুই লাখ শেল্টার নির্মাণের কার্যক্রম প্রায় শেষ হওয়ার পথে।
উখিয়া উপজেলার কুতুপালং ও বালুখালী এলাকায় চার হাজার একর জমিতে ক্যাম্প স্থাপন করা হচ্ছে।

Madonna loses the battle to prevent the auction of Tupac love letter

অবশেষে নিলামে উঠছে ম্যাডোনাকে লেখা সেই প্রেমপত্র!

বিখ্যাত পপ তারকা ম্যাডোনার কিছু ব্যক্তিগত বিষয় নিলামে তোলার ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

তারই জের ধরে প্রকাশ্যে আসছে ম্যাডোনাকে লেখা প্রয়াত টুপাকের একটি প্রেমপত্র।

জানা গেছে, টুপাক এই প্রেমপত্রটি লিখেছিলেন ১৯৯৫ সালে। ম্যাডোনার একসময়ের ঘনিষ্ঠজন ডারলেন লুৎজের কাছে ছিল এই প্রেমপত্রটি। প

রে এই চিঠিসহ ম্যাডোনার কিছু ব্যক্তিগত সামগ্রী গত বছর নিলামে তোলার ঘোষণা দেন লুৎজ।

এমন বিব্রতকর পরিস্থিতিতে ম্যাডোনা সে সময় আদালতের দ্বারস্থ হন। ব্যক্তিগত সামগ্রী যেন নিলামে তোলা না হয় তার জন্য মামলা করেন।
ম্যাডোনার অভিযোগকে বলা হয়েছিল, ‘ব্যক্তিগত রোষ’-এর বহিঃপ্রকাশ। তবে মামলায় হেরে গেছেন ম্যাডোনা। 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালত নিলামের ওপর জারি হওয়া নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

এ ব্যাপারে ডারলেন লুৎজ জানিয়েছেন, আগামী জুনেই ম্যাডোনা-টুপাকের প্রেমপত্রটি নিলামে উঠবে। তবে মামলায় হেরে যাবার পর ম্যাডোনার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এই চিঠিটি লেখার ১৮ মাস পরই টুপাক আততায়ীর গুলিতে নিহত হন।

Sculpted statue mixed in the pit, the venomous snake engulfed

রাস্তা খুঁড়তেই মিলল দুর্লভ মূর্তি,জড়িয়ে বসেছিল বিষধর সাপ!

ভারতের একটি রাস্তার খুঁড়াখুড়ির কাজ চলছিল। তখনই হঠাৎ বেরিয়ে এলো একটি দুর্লভ মূর্তি। আর মূর্তিটিকে জড়িয়ে বসেছিল একটি বিষধর সাপ।
ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের বিড জেলায় অম্বেজোগইয়ে।

জানা গেছে, মূর্তির গায়ে তিন ঘণ্টা সাপটি জড়িয়ে ছিল। এদিকে, এমন খবর ছড়াতেই এলাকায় মানুষ ছুটে আসেন মূর্তিটি দেখতে। এমনকি অন্য গ্রামের মানুষও আসেন।

এ ব্যাপারে ডেকান কলেজের অধ্যাপক ও পুরাতত্ববিদ ড. শিন্দে জানিয়েছেন, মূর্তিটি প্রাচীন সূর্য দেবতার। এই ধরণের মূর্তি ১১ শতাব্দীর। যাদব সাম্রাজ্যের সময়কালের মূর্তি এটি।

 সেসময়ের মূর্তিগুলো এরকম হতো। পাশাপাশি ইতিহাসবিদরা বলছেন, সম্ভবত ১১ই শতাব্দীতে এই এলাকায় যাদব সম্প্রদায়ের মানুষ বাস করতেন। এর আগেও এই এলাকায় এরকম বেশ কয়েকটি মূর্তি পাওয়া গেছে।

এদিকে, দেড় ফুটের মূর্তির মাত্র অর্ধেক অংশ পাওয়া গেছে। বাকি অর্ধেক এখনও পাওয়া যায়নি। বাকি অর্ধেক অংশকে খুঁজতে এখনও প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে।

Aliens on 'Super-Earth' Planets May Be Trapped by Gravity

গ্রহের মাধ্যাকর্ষণ শক্তিতেই বন্দি ভিনগ্রহীরা!

ভিনগ্রহের প্রাণীদের নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। চলছে আলোচনা আর গবেষণা। এ ব্যাপারে স্টিফেন হকিংয়ের দৃঢ় বিশ্বাস ছিল, ভিনগ্রহীরা আছে। 

আমরা যেমন ওদের খুঁজছি, ওরাও তেমন আমাদের খুঁজছে। হকিংয়ের গবেষণালব্ধ দাবিই আরও জোরাল করল জার্মানির সেন্নেবার্গ অবজারভেটরি'র বিজ্ঞানীরা।

তারা জানাচ্ছেন, ভিনগ্রহীরা যে গ্রহে বাস করছে, সেই গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির এতই তীব্র যে সেই শক্তিতেই বন্দি হয়ে রয়েছে তারা। সেই সুপার-আর্থ আমাদের পৃথিবীর চেয়ে ১০ গুণ বড়।

এ ব্যাপারে গবেষক দলের প্রধান মাইকেল হিপকের কথায়, 'পৃথিবীর চেয়ে অনেক বড় আকারের পাথর ও তীব্র মাধ্যাকর্ষণ ওই বিশ্বে।'

বিজ্ঞানীরা আরও বলছেন, ওই সুপার-আর্থে একটি মহাকাশযান নামানো প্রায় অসম্ভব। কারণ, মাধ্যাকর্ষণ শক্তি সেখানে এতটাই বেশি।

 আর যদি মহাকাশযান নামানোও হয়, সে ক্ষেত্রে তীব্র মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে ৪ লক্ষ মেট্রিকটনের রকেট লাগবে। কারণ প্রচুর জ্বালানি প্রয়োজন।

Russia Defense Ministry Says To Deploy New Air Defense Systems To Syria

শিগগিরই সিরিয়াকে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিবে রাশিয়া!

সিরিয়া ইস্যুতে উত্তপ্ত আন্তর্জাতিক মহল। আর তারই জের ধরে এবার রাশিয়ার সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডার জেনারেল সের্গেই রুদস্কয় জানালেন, অদূর ভবিষ্যতে সিরিয়ার কাছে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তর করা হবে।


এ ব্যাপারে জেনারেল সের্গেই রুদস্কয় বলেন, রুশ বিশেষজ্ঞরা সিরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে সমস্ত বিষয়ে। খুব শিগগিরই সিরিয়াকে যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হবে, তা ব্যবহারের প্রশিক্ষণ বিশেষ গুরুত্ব পাচ্ছে।

 তবে সিরিয়াকে কোন মডেলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হবে তা স্পষ্ট করেননি জেনারেল রুদস্কয়।

উল্লেখ্য, সিরিয়ায় ট্রাম্পের নির্দেশে ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই দেশটিকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার কথা বিবেচনা করছে রাশিয়া।

গত ১৪ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেন। এরপরই সিরিয়ার আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

হামলার পর রাশিয়া ঘোষণা করে, তারা সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার কথা বিবেচনা করতে পারে যাতে এই ধরনের আগ্রাসনের মুখে সিরিয়া নিজেকে রক্ষা করতে পারে।

Mustafiz said what Shakib did with him

সাকিবের কীর্তিতে যা বললেন মুস্তাফিজ!

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম বোলার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। 

তবে বাঁহাতি বোলার হিসেবে তিনিই প্রথম ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন! এর ফলে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ৪০০০ রানের পাশাপাশি ৩০০ উইকেটের মালিক এখন বিশ্বসেরা অলরাউন্ডার।


আইপিএলে যে ম্যাচে সাকিব ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন সেই ম্যাচে তারই প্রতিপক্ষ ছিল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্স। 

তবে দল হারলেও জাতীয় দল সতীর্থকে অভিনন্দন জানাতে ভুলেননি মুস্তাফিজ।
Mustafiz said what Shakib did with him

টুইটারে মুস্তাফিজ লেখেন, ‘মাঠে আরেকটা কঠিন দিন গেল, তবে খুব ভালো লাগছে সাকিব ভাইয়ের কীর্তিতে।

বাঁহাতি স্পিনার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ৩০০ উইকেট আর দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে একই সঙ্গে ৪ হাজার রান! চালিয়ে যান।’

Prince Harry, Meghan Markle Attend Stephen Lawrence Memorial service
 সমালোচনার মুখে পড়েছে ব্রিটেনের হবু রাজবধূ!
ব্রিটেনের ডিউক ও ডাচেস অব ক্যাম্বব্রিজ সোমবার তৃতীয় সন্তানকে স্বাগত জানানোর কয়েক ঘণ্টা পরই প্রিন্স হ্যারি ও মেগান মের্কেল লন্ডনে একটি শোক অনুষ্ঠানে অংশ নেন।

 সে অনুষ্ঠানে পরা পোশাকের জন্য হলিউডের সাবেক অভিনেত্রীকে এখন তীব্র সমালোচনার শিকার হতে হচ্ছে।

লন্ডনের সেন্ট মার্টিন ইন দ্যা ফিল্ডস চার্চে আয়োজিত ওই অনুষ্ঠানে হাতে হাত ধরে অংশ নেন প্রিন্স হ্যারি। ২৫ বছর আগে বর্ণবাদী হামলায় নিহত ১৮ বছরের কিশোর স্টিফেন লরেন্সের স্মরণে আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানের।

এদিন মেগান পরেছিলেন হাতাকাটা কালো রঙের প্রিন্টের ভি গলার পোশাক। চুল খোঁপা করা ছিল, হাতে ছিল ক্লাচ।

সঙ্গে ন্যুড রঙের শু পরেছিলেন। তবে পায়ে মোজা পরেননি। অনুষ্ঠানে অন্যদের মাঝে মেগানের সাজসজ্জা একটু বেশিই চোখে লাগছিল।

অনুষ্ঠানে লরেন্সের মা এবং প্রিন্স চার্লসের পক্ষ থেকে প্রিন্স হ্যারি কথা বলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেও তাতে উপস্থিত ছিলেন। ছবিতে দেখা যায় মের্কেলের পাশেই তিনি বসা।
সমালোচকরা বলছেন, মের্কেলকে দেখেই মনেই হয়নি তিনি রাজপরিবারের হয়ে একটি শোক অনুষ্ঠানে অংশ নেয়ার মতো পোশাক পরেছেন।

অনাবৃত হাত ঢাকতে তার জ্যাকেট পরা উচিত ছিল এবং সেই সাথে পাও মোজা দিয়ে ঢেকে রাখা উচিত ছিল।

 সেই অনুষ্ঠানে মেগান বার বার হাত দিয়ে চুল ঠিক করছেন। এটির জন্য সমালোচনা চলছে মেগানের। সূত্র: পিপল সাময়িকী

Can Gut Bacteria Control Your Mood

মেজাজ নিয়ন্ত্রণ করে ব্যাকটেরিয়া!


মানুষের শরীরের অভ্যন্তরে যেসব ব্যাকটেরিয়া বা অণুজীবগুলোর বাস,বিশেষ করে অন্ত্রে--মস্তিষ্ককে পরিচালনায় সে সবের একধরনের অদৃশ্য হাত রয়েছে।


বিজ্ঞান এখনো জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে যে, কীভাবে আমাদের ভেতরে এতসব কোটি কোটি অণুজীব বাস করছে এবং সেই সাথে কিভাবে তারা শারীরিক অবস্থাকে প্রভাবিত করে।

তবে হতাশা, অটিজম এবং মস্তিষ্কের কোষ নিউরনকে বিকল করে দেয় এমন সব রোগের জন্যে এ ধরনের জীবাণুর একধরনের যোগসূত্র মিলে যায়।

গবেষকেরা মনে করছেন, তারা এমন কিছু ব্যাকটেরিয়া সম্পর্কে জেনেছেন যেগুলো মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্যে ব্যবহার করা যেতে পারে। এগুলোকে তারা বলছেন 'মুড মাইক্রোবস' বা 'সাইকোবায়োটিকস'।

জাপানের কিয়ুশু বিশ্ববিদ্যালয়ে একদল ইঁদুরের ওপর গবেষণা চালানো হয়। যে ইঁদুরগুলো কখনোই কোনও ধরনের জীবাণুর সংস্পর্শে আসেনি সেগুলো সাধারণ ইঁদুরের চাইতে বেশি পরিমাণ স্ট্রেস হরমোন নিঃসরণ করে যখন তারা কোনও সমস্যায় পড়ে। এটিকে চিন্তার ক্ষেত্রে অণুজীবের অস্তিত্ব বা প্রভাবের বড় একটি ইঙ্গিত বলে ধরে নেয়া হয়।

বলা হয় যে একটি উপায় হলো আমাদের ভেগাস স্নায়ু। যা তথ্য বহনকারী একটি সুপার হাইওয়ের মতো কাজ করে, যোগসূত্র ঘটায় অন্ত্রের সাথে মস্তিষ্কের।

ব্যাকটেরিয়া হজমের সময়ে আঁশ জাতীয় খাদ্যকে ভেঙ্গে তার একধরনের রাসায়নিক পরিবর্তন ঘটায়। শর্ট চেইন ফ্যাটি এসিড উৎপাদিত হয়, যা কিনা শরীরের চিন্তাভাবনার ক্ষেত্রে প্রভাব ফেলে।

 অভ্যন্তরে বাস করা সবধরনের অণুজীবকে বলা হয়ে থাকে 'মাইক্রোবায়োম'। গবেষকরা অন্ত্রের 'মাইক্রোবায়োম'-এর সাথে পারকিনসন্স রোগীর মস্তিষ্কের একধরনের যোগসূত্র দেখেছেন। 

যদিও পারকিনসন্স স্পষ্টভাবেই একধরনের স্নায়বিক বৈকল্য।যার কারণে মস্তিষ্কের কোষগুলো নষ্ট হয়ে যায়, ফলে পেশীগুলোর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। 

কিন্তু ক্যালটেকের মেডিকেল মাইক্রো বায়োলজিস্ট প্রফেসর সার্কিস ম্যাজমানিয়ান দেখিয়েছেন যে, এখানে অন্ত্রের ব্যাকটেরিয়াও একভাবে জড়িত।

তিনি তার গবেষণায় 'মাইক্রোবায়োম'-এর খুব সুনির্দিষ্ট পার্থক্য পেয়েছেন পারকিনসন্স রোগী এবং সুস্থ ব্যক্তির মাঝে।আর এ ধরনের গবেষণাই ইঙ্গিত দিচ্ছে অন্ত্রের ব্যাকটেরিয়া কিংবা 'মাইক্রোবায়োম'-এর পরিবর্তন ঘটিয়ে স্নায়বিক বা মস্তিষ্কের রোগের চিকিৎসায়।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ড. ক্রিস্টিন টিলিশ মনে করেন এ সম্ভাবনা নিয়ে আরো অনেক বেশি গবেষণার প্রয়োজন।

যাতে করে অণুজীবের নিয়ন্ত্রণ ঘটিয়ে সত্যিই মানসিক স্বাস্থ্যেরও একধরনের ইতিবাচক পরিবর্তন আনা যায়। সূত্র: বিবিসি বাংলা

Sadia Jahan Prova Chao Na Amake

বারবার আমাকে ঠকতে হয়েছে: প্রভা

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা(Actress Sadia Jahan Prova)। সমসাময়িক সব অভিনেত্রীর চেয়ে তার সাবলীল অভিনয় ও এক্সপ্রেশন সবার মাঝে ছড়ায় মুগ্ধতা। এই অভিনেত্রীর সমসাময়িক ব্যস্ততা ও বিভিন্ন অজানা বিষয় নিয়ে কথা বলেছেন  প্রভা।


শুটিংয়ে ব্যস্ত নাকি?
নাহ... আজ বাসায় আছি। শরীরটা ভালো নেই, ঠিকমতো কথা বলতে পারছি না। মাইগ্রেনের সমস্যাটা বেড়েছে।

নতুন বছরের শুরুটা কেমন ছিল?
বছরের শুরুতেই একাধিক পুরস্কার পেয়েছি। অনেকেই আমার কাজের প্রশংসা করেছেন। দর্শকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছি। হাতে কাজও রয়েছে প্রচুর।

‘শবনমের দ্বিতীয় গল্প’ কাহিনীচিত্রে কাজ কেমন হয়েছে?
এটি একটি অসাধারণ গল্পের কাজ। ঈদের জন্যই নির্মাতা সেতু আরিফ এটি নির্মাণ করেছেন। জানা মতে, পাণ্ডুলিপিটাও তার করা। ‘শবনমের দ্বিতীয় গল্প’র শবনম হচ্ছি আমি যার স্বামী কোনো কারণে ফিরে আসে না।

 ইটের ভাটার শ্রমিক হিসেবে শবনম শুরু করে নতুন যুদ্ধ। এক সময় শবনম মোহনলালের মুখোমুখি হয়। কাজটি আমার মনের মতো হয়েছে। আমার বিপরীতে আনিসুর রহমান মিলন রয়েছেন।

আপনার প্রথম চলচ্চিত্র ‘রূপবতী’ চলচ্চিত্রের আপডেট কি?
২০০৯ সালে ‘মনপুরা’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় আসার কথা ছিল আমার; কিন্তু সেটা হয়ে ওঠেনি। দীর্ঘ বিরতির পর এবার নির্মাতা অঞ্জন আইচের নির্মিত ছবি ‘রূপবতী’তে অভিনয় করছি। 

ছবির গল্প শোনার পরই কাজ করতে রাজি হয়ে যাই। আর আমার নায়ক থাকছেন ফেরদৌস ভাই।

তিনি চমৎকার মানুষ। আসলে ‘রূপবতী’ চলচ্চিত্রের কাজটি এই মে মাসেই হওয়ার কথা ছিল। কিন্তু ঈদের কাজের ব্যস্ততা আর কালবৈশাখীর আবহাওয়ার কারণে পরিচালকও একটু সময় পিছিয়েছেন।

আশা করি ঈদের পরেই চলচ্চিত্রটির শ্যুটিং শুরু হবে। ছবিটি মাওয়াঘাটের মনোরম দৃশ্য দিয়ে শুরু হবে বলেই জেনেছি। ছবিতে আরও অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, তারিক আনাম খান, সোহেল খান ও সাবেরী আলম।

ঈদকে সামনে রেখে ব্যস্ততা কেমন?
অনেক ব্যস্ত! কারণ ঈদের কাজগুলোর প্রতি দর্শকের আগ্রহ থাকে বেশি। সেদিক থেকে বরাবরই চেষ্টা করি ভিন্ন গল্প ও চরিত্রে অভিনয় করতে। অনেক এক ঘণ্টার নাটকে কাজ করেছি।

কিছুদিন আগে ইউসুফ আলি খোকনের রচনায় আর সাখাওয়াত মানিকের নির্মাণে ‘তোমার আমার গল্প শেষে’ নাটকে কাজ করেছি। এতে আমি নীতা নামের চরিত্রে অভিনয় করেছি।

নাটকটিতে সহশিল্পী ছিলেন ইরফান সাজ্জাদ। তবে মার্চে চয়নিকা চৌধুরীর একটি কাজ করে ভালো লেগেছিল। একাত্তর সালের প্রেক্ষাপটে তৈরি ‘ও আমার দেশের মাটি’; সহশিল্পী ছিল শিপন মিত্র।

এর আগে অজ্ঞাতনামা কাউকে উদ্দেশ্য করে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন...
হ্যাঁ দিয়েছিলাম। স্ট্যাটাসটা দিয়েছিলাম মিডিয়ার কিছু মানুষের জন্য। যারা আমার ব্যাপারে ভ্রান্ত ধারণা পোষণ করেন।

 আশা করি, যাদের উদ্দেশ্যে দিয়েছি তারা বুঝে গেছে। এ বিষয়টি নিয়ে আর ভাবছি না আপাতত।

নিজেকে বিশ্লেষণ করেন কীভাবে ...
আমি খুব বেশি কৌশলী নই। খুব অভিমানী। খুব স্পষ্টভাষী। আমাকে বোঝা খুব সহজ। তাই এসব কারণে বারবার আমাকে ঠকতে হয়েছে।

সামনের পরিকল্পনা কী?
একেবারে ঝামেলামুক্ত থাকতে চাই। নিজের মতো করে বেছে বেছে ভালো কিছু কাজ করতে চাই।

Radhika Apte opens up on sexual abuse

 'অভিনেত্রী হতে চাইলে তোমাকে যৌন সম্পর্ক করতে হবে'

'সে ব্যক্তি যেখানে চেয়েছে আমার শরীরের সেখানেই হাত দিয়েছে। সে যেখানেই চেয়েছে আমার শরীরের সেখানেই চুমু খেয়েছে। সে আমার জামার ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছিল।

 আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমি তাকে থামিয়ে দিয়েছিলাম। তখন সে বললো, তোমার মনোভাব যদি এ রকম হয়, তাহলে তুমি এখানকার জন্য উপযুক্ত না।'

বলিউডে নায়িকা হবার আশায় অভিনয় করতে এসেই এ পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন এক তরুণী। বলিউডে নায়িকা হবার ইচ্ছা নিয়ে ভারতের একটি ছোট গ্রাম থেকে শহরে আসে মেয়েটি।

 'অভিনেত্রী হতে চাইলে তোমাকে যৌন সম্পর্ক করতে হবে', নাম প্রকাশে অনিচ্ছুক সে অভিনেত্রী বলেন।

সিনেমার শিল্পী নিয়োগ করে এমন একজন এজেন্ট তাকে যৌন নিপীড়ন করেছে। 

ভারতে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন অভিনেত্রী ঊষা জাদভ। সিনেমার সাথে সংশ্লিষ্ট এক ব্যক্তি তাকে সরাসরি যৌন সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন।

ঊষা জাদভ বলেন, 'তুমি যদি এ ভূমিকা পেতে চাও তাহলে আমার সাথে শুতে হবে। আমাকে এমন কথা বলা হয়েছিল'

বলিউডে নায়িকাদের যৌন হয়রানির বিষয়ে এরই মধ্যে কিছু নায়িকা কথা বলেছেন। কিন্তু বিষয়টি নিয়ে আরো অনেকের তিক্ত অভিজ্ঞতা থাকলেও তারা মুখ খুলতে চান না।

এর কারণ কী? কেন তারা এসব মুখ বুজে সহ্য করছেন? নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিনেত্রীর বলেন, কেউ যদি এসব কথা বলে তাহলে সবাই মেয়েটিকে দোষ দিয়ে বলবে মেয়েটি প্রচারণা চায়। বলবে মেয়েটির কোন মেধা নেই এবং সে টাকা উপার্জন করতে চায়।

বলিউডে যৌন হয়রানির বিরুদ্ধে বেশ সোচ্চার রাধিকা আপ্তে। তিনি বলেন, অনেকেই ভয় পায়। কারণ এখানে কিছু ব্যক্তি এতো ক্ষমতাধর যে তাদের সৃষ্টিকর্তার মতো মনে করা হয়।

অনেকে মনে করেন, যৌন হয়রানির বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে কথা বললে তাদের ক্যারিয়ার নষ্ট হবে।

রাধিকা আপ্তে মনে করেন, হলিউডে যৌন হয়রানির বিরুদ্ধে সেখানকার নারী-পুরুষ সবাই যেভাবে একত্রিত হয়েছে সেটি বলিউডেও দরকার।

বলিউডের সুপরিচিত অভিনেতা ফারহান খান বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। আশা করি এটার পরিবর্তন হবে।

বলিউডে যৌন হয়রানির বিরুদ্ধে মেয়েরা যেভাবে মুখ খুলেছে তাদের অপরাধীরা লজ্জার মধ্যে পড়েছে। এতে করে অনেকের মাঝে ভয় তৈরি হবে। সূত্র: বিবিসি বাংলা

IRRFAN KHAN SUFFERING FROM RARE DISEASE


ভক্তদের দেওয়া সেই কথা রেখেছেন ইরফান!

বলিউড অভিনেতা ইরফান খানের শারীরিক অসুস্থতা নিয়ে জল্পনা তুঙ্গে। কিছুদিন আগে নিজের ‘বিরল’ অসুখের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন তিনি।

নিজের জীবনের সবচেয়ে কঠিন এই দিনগুলির কথা ভক্তদের সঙ্গে শেয়ার করবেন, এমন প্রতিশ্রুতিও দিয়েছিলেন অভিনেতা।

ভক্তদের দেওয়া সেই কথা রেখেছেন ইরফান। টুইটারে পোস্ট করে নিজের অসুখের কথা বিস্তারিত ভাবে জানিয়েছেন তিনি। টু

ইটে ইরফান লিখেছেন, ‘‘অবাঞ্ছিত পরিস্থিতিই মানুষকে আরও শক্ত করে তোলে। বিগত কয়েকদিনে আমার সঙ্গে এমনই হয়েছে। আমি নিউরোএনডোক্রিন টিউমারে আক্রান্ত।

 কিন্তু আমার পরিপার্শ্বের মানুষের ভালবাসা আমায় এই কঠিন অসুখের সঙ্গে লড়াই করার সাহস জুগিয়েছে।

আমি চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছি। আমার মঙ্গল কামনা করুন, ভক্তদের শুধু এইটুকুই বলতে পারি।’’

তবে চিকিৎসার জন্য ঠিক কোথায় যাচ্ছেন অভিনেতা তা এখনও জানা যায়নি। ইরফানের এই বিরল অসুখ নিয়ে ইতিমধ্যে নানা গুজব রটেছে। সেই বিষয়ে অভিনেতা লিখেছেন, ‘‘নিউরো’ শব্দটি সব সময়ে মস্তিষ্কের সঙ্গে সংশ্লিষ্ট নাও হতে পারে। এই বিষয়ে আরও বেশি জানার জন্য গুগুল করে দেখুন।’’

Anushka Sharma Rocks Husband Virat Kohli's T-Shirt Yet Again

শরীরে বিরাটের টি-শার্ট জড়িয়ে অনুভব করছে আনুশকা!

বিয়ের পর কিছুটা সময় একসঙ্গে কাটালেও আইপিএলের জন্য বিরাটকে ছুটে বেড়াতে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে৷ সিনেমার শুটিংয়ের জন্য সবসময় তার সঙ্গে থাকতে পারছেন না স্ত্রী আনুশকা শর্মা৷ 


বিরাটের না থাকার দিনগুলোতে তার টি-শার্ট শরীরে জড়িয়ে স্বামীকে অনুভব করছেন এই বলিউড অভিনেত্রী৷

গোটা বিষয়টি লিখে নিজের এবং বিরাটের ছবিসহ সেটি ইন্সটাগ্রেমে পোস্ট করেন আনুশকা শর্মা৷ এরপর বিরাট-আনুশকার ছবিসহ সেই পোস্ট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে৷

ইন্সটাগ্রামে নিজের ও বিরাটের একই টি-র্শাট পর ছবি পোস্ট করে আনুশকা লেখেন, ‘প্রেম হল, যখন সে আশেপাশে থাকে না, প্রিয় মানুষটিকে মিস করার সময় তার জামাকাপড় গায়ে গলিয়ে নেওয়া৷ 

যে জামাকাপড়ে তার গন্ধ লেগে রয়েছে৷ যেটা শরীরে গলিয়ে প্রিয় মানুষটির আলিঙ্গনের উষ্ণতা অনুভব করা যায়৷’

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget