জেনে নিন অ্যান্ড্রয়েডের গোপন ফিচারগুলো!

জেনে নিন অ্যান্ড্রয়েডের গোপন ফিচারগুলো! বর্তমান এই প্রযুক্তি নির্ভর যুগে এখন অ্যান্ড্রয়েড প্রায় সকলের কাছেই আছে। কিন্তু আপনার ফোনে এমন অনেক ফিচার রয়েছে যা হয়তো আপনি জানেনই না। তবে আর দেরি না করে চলুন জেনে নেই সেই গোপন ফিচারগুলো সম্পর্কে। ১. ফোনে আসা মেসেজ তো পড়েন। কখনও মনে হয়েছে প্রিয়জনের কাছ থেকে আসা মেসেজ কানেও শুনবেন। আপনার ফোনেই কিন্তু রয়েছে সেই ফিচার। ফোনের সেটিংস-এ অ্যাকসেসিবিলিটি অপশনে যান। এ বার টেক্সট টু স্পিচের আউটপুট অপশন ক্লিক করুন আর নিজের কানেই শুনুন মেসেজ। ২. আপনার ফোন বন্ধুকে ধার দিচ্ছেন কিন্তু আপনি চান আপনার জরুরি তথ্য গোপনই থাকুক। তাহলে ফোনের ‘গেস্ট মোড’ অন করুন। তার জন্য ফোনের ইউজার আইকনে ক্লিক করুন। গেস্ট আইকন আসবে। এ বার আপনার কাছে অপশন আসবে কোন তথ্য আপনি দেখাবেন এবং কোনটি গোপন রাখবেন। ৩. ফোনের সেটিংস-এ গিয়ে সিকিউরিটি অপশনে যান। এ বার ডিভাইস অ্যাডমিনিস্ট্রেরস বলে যে অপশনটি আছে সেটার বাঁ দিকের বক্সে ক্লিক করুন। এই অপশনের বৈশিষ্ট্য হলো যদি কোনো কারণে আপনার ফোনটি হারিয়ে যায় তাহলে সেটির অবস্থান আপনি জানতে পারবেন এবং জরুরি তথ্য লক করে দিতে পারবেন। ৪. আপনি কি গাড়ি চালাচ্ছেন বা কোনো কাজে ব্যস্ত এদিকে ফোন ব্যবহার করাও জরুরি হয়ে পড়েছে। জানেন কী, হাত ব্যবহার না করেও ফোনে প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারেন? তার জন্য ইনস্টল করুন ‘ইভা ফেসিয়াল মাউস’। এই অ্যাপের সাহায্যে শুধু মাথা নাড়িয়েই আপনার অ্যান্ড্রয়েডটিকে কন্ট্রোল করতে পারবেন। ৫. ফোনের ছোট আইকন দেখতে অনেকেরই সমস্যা হয়। আপনার ফোন ডিসপ্লের যেকোনো অপশন কীভাবে বড় করে দেখা যায় জানেন? সেটিংস-এ গিয়ে অ্যাকসেসিবিলিটি অপশনের ম্যাগনিফিকেশনে যান। এ বার যেকোনো আইকন জুম করে দেখতে পারেন। Know the secret features of Android! At present, this technology-based era now has almost everyone with Android. But there are many features on your phone that you may not know. But do not delay knowing about those hidden features. 1. The message comes from the phone itself. Ever hear the message coming from a loved one. There is also the feature on your phone. Go to the Accessibility options in the phone settings. At this time, text-to-speech output options and listen to your ears. 2. Your phone lends to your friend but you want your emergency information to be confidential. Then go to 'Guest Mode' on the phone.  For that, click the phone's user icon. The guest icon will come. At this time you will have an option to show you any information and keep any secret. 3. Go to the settings of the phone and go to the security option. At this time, click on the box on the left side of the option that the device administrators say. The features of this option are if you lose your phone for any reason, you can find out the location of it and lock emergency information. 4. It is also important to use a phone while you are driving or engaged in any work. Do you know, can you recover the necessary work on the phone without using hands? Install it for 'EVA facial mouse'. With this app you can control your Android only by leaving your head. 5. Many people see the small icon of the phone. How do you know how to maximize any of your phone displays? Go to Settings - Accessibility Amplitude Magnification. You can zoom in any icon at this time.

Know the secret features of Android!

জেনে নিন অ্যান্ড্রয়েডের গোপন ফিচারগুলো!

বর্তমান এই প্রযুক্তি নির্ভর যুগে এখন অ্যান্ড্রয়েড প্রায় সকলের কাছেই আছে। কিন্তু আপনার ফোনে এমন অনেক ফিচার রয়েছে যা হয়তো আপনি জানেনই না। তবে আর দেরি না করে চলুন জেনে নেই সেই গোপন ফিচারগুলো সম্পর্কে।


১. ফোনে আসা মেসেজ তো পড়েন। কখনও মনে হয়েছে প্রিয়জনের কাছ থেকে আসা মেসেজ কানেও শুনবেন। আপনার ফোনেই কিন্তু রয়েছে সেই ফিচার। ফোনের সেটিংস-এ অ্যাকসেসিবিলিটি অপশনে যান। 

এ বার টেক্সট টু স্পিচের আউটপুট অপশন ক্লিক করুন আর নিজের কানেই শুনুন মেসেজ।

২. আপনার ফোন বন্ধুকে ধার দিচ্ছেন কিন্তু আপনি চান আপনার জরুরি তথ্য গোপনই থাকুক। তাহলে ফোনের ‘গেস্ট মোড’ অন করুন।

 তার জন্য ফোনের ইউজার আইকনে ক্লিক করুন। গেস্ট আইকন আসবে। এ বার আপনার কাছে অপশন আসবে কোন তথ্য আপনি দেখাবেন এবং কোনটি গোপন রাখবেন।

৩. ফোনের সেটিংস-এ গিয়ে সিকিউরিটি অপশনে যান। এ বার ডিভাইস অ্যাডমিনিস্ট্রেরস বলে যে অপশনটি আছে সেটার বাঁ দিকের বক্সে ক্লিক করুন।

এই অপশনের বৈশিষ্ট্য হলো যদি কোনো কারণে আপনার ফোনটি হারিয়ে যায় তাহলে সেটির অবস্থান আপনি জানতে পারবেন এবং জরুরি তথ্য লক করে দিতে পারবেন।

৪. আপনি কি গাড়ি চালাচ্ছেন বা কোনো কাজে ব্যস্ত এদিকে ফোন ব্যবহার করাও জরুরি হয়ে পড়েছে। জানেন কী, হাত ব্যবহার না করেও ফোনে প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারেন? তার জন্য ইনস্টল করুন ‘ইভা ফেসিয়াল মাউস’।

এই অ্যাপের সাহায্যে শুধু মাথা নাড়িয়েই আপনার অ্যান্ড্রয়েডটিকে কন্ট্রোল করতে পারবেন।

৫. ফোনের ছোট আইকন দেখতে অনেকেরই সমস্যা হয়। আপনার ফোন ডিসপ্লের যেকোনো অপশন কীভাবে বড় করে দেখা যায় জানেন? সেটিংস-এ গিয়ে অ্যাকসেসিবিলিটি অপশনের ম্যাগনিফিকেশনে যান। এ বার যেকোনো আইকন জুম করে দেখতে পারেন।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget