কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি হবে ‘স্বল্প সময়ে’

কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি হবে ‘স্বল্প সময়ে’ ‘স্বল্প সময়ের’ মধ্যে সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। শুক্রবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি একথা জানান। রাজধানীর ন্যাম ভবনে নিজের বাসায় আন্দোলনকারী ‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র নেতাদের নিয়ে বসেন জাহাঙ্গীর কবির নানক। বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জাহাঙ্গীর কবির নানক বলেন, ছাত্রদের সঙ্গে প্রাণখোলা আলোচনা হয়েছে। তাদের বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর কোটা নিয়ে প্রজ্ঞাপন জারির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। কোটা নিয়ে আন্দোলনকারী একজন ছাত্রও বিনা কারণে যেন হয়রানির শিকার না হন, সেটা নিশ্চিত করা হবে। Quota cancellation notification will be issued in 'short time' Awami League joint secretary Jahangir Kabir Nanak has said that the announcement of the cancellation of quotas in government jobs will be issued within a short time.   He said this in a meeting with a delegation of protest students demanding Friday's quota reforms. Jahangir Kabir Nanak, sitting in front of the leader of the student rights conservation council in his home in the capital's NAM building.  Awami League Organizing Secretary Enamul Haque Shamim was present in the meeting.   After the meeting, Jahangir Kabir Nanak said there was a discussion with the students. They have been told that steps will be taken to issue notification to the quota after Prime Minister Sheikh Hasina returns home. It will be ensured that a student protesting against quota is not harassed for no reason.

Quota cancellation notification will be issued in 'short time'

কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি হবে ‘স্বল্প সময়ে’

‘স্বল্প সময়ের’ মধ্যে সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

শুক্রবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি একথা জানান।

রাজধানীর ন্যাম ভবনে নিজের বাসায় আন্দোলনকারী ‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র নেতাদের নিয়ে বসেন জাহাঙ্গীর কবির নানক।

 বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জাহাঙ্গীর কবির নানক বলেন, ছাত্রদের সঙ্গে প্রাণখোলা আলোচনা হয়েছে। তাদের বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর কোটা নিয়ে প্রজ্ঞাপন জারির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

কোটা নিয়ে আন্দোলনকারী একজন ছাত্রও বিনা কারণে যেন হয়রানির শিকার না হন, সেটা নিশ্চিত করা হবে।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget