গ্রহের মাধ্যাকর্ষণ শক্তিতেই বন্দি ভিনগ্রহীরা!

গ্রহের মাধ্যাকর্ষণ শক্তিতেই বন্দি ভিনগ্রহীরা! ভিনগ্রহের প্রাণীদের নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। চলছে আলোচনা আর গবেষণা। এ ব্যাপারে স্টিফেন হকিংয়ের দৃঢ় বিশ্বাস ছিল, ভিনগ্রহীরা আছে। আমরা যেমন ওদের খুঁজছি, ওরাও তেমন আমাদের খুঁজছে। হকিংয়ের গবেষণালব্ধ দাবিই আরও জোরাল করল জার্মানির সেন্নেবার্গ অবজারভেটরি'র বিজ্ঞানীরা। তারা জানাচ্ছেন, ভিনগ্রহীরা যে গ্রহে বাস করছে, সেই গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির এতই তীব্র যে সেই শক্তিতেই বন্দি হয়ে রয়েছে তারা। সেই সুপার-আর্থ আমাদের পৃথিবীর চেয়ে ১০ গুণ বড়। এ ব্যাপারে গবেষক দলের প্রধান মাইকেল হিপকের কথায়, 'পৃথিবীর চেয়ে অনেক বড় আকারের পাথর ও তীব্র মাধ্যাকর্ষণ ওই বিশ্বে।' বিজ্ঞানীরা আরও বলছেন, ওই সুপার-আর্থে একটি মহাকাশযান নামানো প্রায় অসম্ভব। কারণ, মাধ্যাকর্ষণ শক্তি সেখানে এতটাই বেশি। আর যদি মহাকাশযান নামানোও হয়, সে ক্ষেত্রে তীব্র মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে ৪ লক্ষ মেট্রিকটনের রকেট লাগবে। কারণ প্রচুর জ্বালানি প্রয়োজন। There is no end to the imagination of the creatures of vinagraha. Ongoing discussions and research Stephen Hawking firmly believed that there were aliens. We are looking for them as they are looking for us. Scientists of the Senchenberg Observatory of Germany were further strengthened by Huqi's research. They say the gravitational power of the planet on the planet that the aliens are living on is so intense that they are in captivity. That super-Earth is 10 times bigger than ours. Michael Heype, the head of the researcher's team, said, "The world is bigger than the Earth and the gravity of the gravitational world." Scientists further say that it is almost impossible to bring a spacecraft into that superhero. Because, the power of gravity is so much more there.  And if the spacecraft is to be removed, it will take 4 lakh metric ton rocket with intense gravity power. Because lots of energy is needed. Almost impossible. Because, the power of gravity is so much more there.  And if the spacecraft is to be removed, it will take 4 lakh metric ton rocket with intense gravity power. Because lots of energy is needed.

Aliens on 'Super-Earth' Planets May Be Trapped by Gravity

গ্রহের মাধ্যাকর্ষণ শক্তিতেই বন্দি ভিনগ্রহীরা!

ভিনগ্রহের প্রাণীদের নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। চলছে আলোচনা আর গবেষণা। এ ব্যাপারে স্টিফেন হকিংয়ের দৃঢ় বিশ্বাস ছিল, ভিনগ্রহীরা আছে। 

আমরা যেমন ওদের খুঁজছি, ওরাও তেমন আমাদের খুঁজছে। হকিংয়ের গবেষণালব্ধ দাবিই আরও জোরাল করল জার্মানির সেন্নেবার্গ অবজারভেটরি'র বিজ্ঞানীরা।

তারা জানাচ্ছেন, ভিনগ্রহীরা যে গ্রহে বাস করছে, সেই গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির এতই তীব্র যে সেই শক্তিতেই বন্দি হয়ে রয়েছে তারা। সেই সুপার-আর্থ আমাদের পৃথিবীর চেয়ে ১০ গুণ বড়।

এ ব্যাপারে গবেষক দলের প্রধান মাইকেল হিপকের কথায়, 'পৃথিবীর চেয়ে অনেক বড় আকারের পাথর ও তীব্র মাধ্যাকর্ষণ ওই বিশ্বে।'

বিজ্ঞানীরা আরও বলছেন, ওই সুপার-আর্থে একটি মহাকাশযান নামানো প্রায় অসম্ভব। কারণ, মাধ্যাকর্ষণ শক্তি সেখানে এতটাই বেশি।

 আর যদি মহাকাশযান নামানোও হয়, সে ক্ষেত্রে তীব্র মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে ৪ লক্ষ মেট্রিকটনের রকেট লাগবে। কারণ প্রচুর জ্বালানি প্রয়োজন।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget