Amy Schumer opens up about experience of sexual assault

ঘুমের মধ্যে অভিনেত্রীকে ধর্ষণ !

ঘুমের মধ্যে অভিনেত্রীকে ধর্ষণ ! সম্প্রতি যৌন নিগ্রহ, হেনস্থা, ধর্ষণ নিয়ে একের পর এক নামি-দামী অভিনেত্রীরা মুখ খুলেছেন। হলিউডের ক্যাম্পেইনের উদ্যোগে অধিকাংশ নায়িকারা অনেক প্রযোজক, পরিচালকের বিরুদ্ধেও যৌন নিগ্রহের অভিযোগ তুলছেন। এবারে প্রকাশ্যে এল এমি শুমারের ভয়াবহ যৌন হেনস্থার ঘটনা। এমির বয় ফ্রেন্ড তাকে ঘুমের মধ্যে তার অনুমতি না নিয়েই যৌন সম্পর্কে যায় এবং এইভাবেই অভিনেত্রী তার ভার্জিনিটি কেড়ে নেয়। সম্প্রতি অপরাহ উইনফ্রের একটি টক শোতে এসে এই ঘটনার কথা বললেন এমি। নায়িকা জানান, তিনি এবং তার বয় ফ্রেন্ড একই বাড়িতে ছিলেন। তিনি ঘুমচ্ছিলেন। ঘুমন্ত অবস্থার সত্ত্বেও এমির বয় ফ্রেন্ড তাকে রেপ করে। আর এই ভাবেই তিনি তার ভার্জিনিটি হারান। Amy Schumer opens up about experience of sexual assault

ঘুমের মধ্যে অভিনেত্রীকে ধর্ষণ !
সম্প্রতি যৌন নিগ্রহ, হেনস্থা, ধর্ষণ নিয়ে একের পর এক নামি-দামী অভিনেত্রীরা মুখ খুলেছেন। হলিউডের ক্যাম্পেইনের উদ্যোগে অধিকাংশ নায়িকারা অনেক প্রযোজক, পরিচালকের বিরুদ্ধেও যৌন নিগ্রহের অভিযোগ তুলছেন।

এবারে প্রকাশ্যে এল এমি শুমারের ভয়াবহ যৌন হেনস্থার ঘটনা।

এমির বয় ফ্রেন্ড তাকে ঘুমের মধ্যে তার অনুমতি না নিয়েই যৌন সম্পর্কে যায় এবং এইভাবেই অভিনেত্রী তার ভার্জিনিটি কেড়ে নেয়। সম্প্রতি অপরাহ উইনফ্রের একটি টক শোতে এসে এই ঘটনার কথা বললেন এমি।

 নায়িকা জানান, তিনি এবং তার বয় ফ্রেন্ড একই বাড়িতে ছিলেন। তিনি ঘুমচ্ছিলেন। ঘুমন্ত অবস্থার সত্ত্বেও এমির বয় ফ্রেন্ড তাকে রেপ করে। আর এই ভাবেই তিনি তার ভার্জিনিটি হারান।

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget