ইউটিউবে ভিডিও দেখে একাই সন্তানের জন্ম দিল নারী! এক নারীর সন্তান জন্মের খবর টুইটারে ভাইরাল। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে কর্মরত টিয়া ফ্রিম...
[Break][feat1]
Technology
Breaking News
মৃত্যুর কাছে হার মানল দাফনের সময় নড়ে ওঠা নবজাতকটি!
মৃত্যুর কাছে হার মানল দাফনের সময় নড়ে ওঠা নবজাতকটি!
মৃত্যুর কাছে হার মানল আজিমপুর কবরস্থানে দাফনের সময় নড়ে ওঠা নবজাতক মীমকে। রাজধানীর আগারগাঁওয়ের শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ২টার দিকে মারা গেছে মীম।
মঙ্গলবার সকালে হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. আবদুল আজিজ শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, নবজাতকটিকে বাঁচানো যায়নি। গতরাতে সে মারা গেছে। তার লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নবজাতকটির মায়ের নাম শারমিন আক্তার (২৪)। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।তার স্বামী মিনহাজ উদ্দিন পোশাক কারখানায় কাজ করেন। এ দম্পতি ঢাকার ধামরাইয়ের বাসিন্দা।
উল্লেখ্য, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতালে মীমের জন্ম দেন শারমিন আক্তার। এর পরই শিশুটিকে মৃত ঘোষণা করে ডেথ সার্টিফিকেট দেয় ঢামেক কর্তৃপক্ষ।
স্বজনরা নবজাতকটিকে দাফন করতে আজিমপুর কবরস্থানে নিয়ে যান। সেখানে গোসল করানোর সময় শিশুটি হঠাৎ নড়ে ওঠে কান্না করে।পরে তাকে কবরস্থান থেকে প্রথমে আজিমপুর মেটারনিটিতে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়।
At the time of death, the newborn baby stabbed to death!
At the time of death, the newborn mim, who was riding at the funeral of Azimpur graveyard, Mim, who was undergoing treatment at the Intensive Care Unit of Children Hospital of Agargaon in ICU-ICU, died at around 2:00 pm on Monday.
Tuesday morning hospital director Professor. Abdul Aziz confirmed the death of the child.
He said the newborn could not be saved. He died last night. The process of handing over his body to his relatives is underway.
The mother of the newborn is Sharmin Akhter (24). She is undergoing treatment at Dhaka Medical College Hospital (DMCH). Her husband worked in Minhaj Uddin Clothing Factory. The couple resident of Dhamrai of Dhaka.
It is to be noted that Sharmin Akhter gave birth to Mim in Dhamake Hospital around 7.30am on Monday. After this, the deceased declared the child dead and gave death certificate to the DMCH authorities. The relatives took the newborn to the Azimpur graveyard to bury.
While bathing there, the child suddenly cries and tears. Then he was taken from the graveyard first to Azimpur Maternity. When the situation deteriorated, he was sent to Dhaka Shishu Hospital.
মৃত্যুর কাছে হার মানল দাফনের সময় নড়ে ওঠা নবজাতকটি!
মৃত্যুর কাছে হার মানল আজিমপুর কবরস্থানে দাফনের সময় নড়ে ওঠা নবজাতক মীমকে। রাজধানীর আগারগাঁওয়ের শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ২টার দিকে মারা গেছে মীম।
নবজাতকটির মায়ের নাম শারমিন আক্তার (২৪)। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।তার স্বামী মিনহাজ উদ্দিন পোশাক কারখানায় কাজ করেন। এ দম্পতি ঢাকার ধামরাইয়ের বাসিন্দা।
Post a Comment