১৬ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত!

১৬ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত! আগামী বছরের ৫ জুন বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলবে ১৬ জুন। বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা মঙ্গলবার এখবর জানিয়েছেন। লন্ডনে ২০১৯ বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। চলবে ১৪ জুলাই পর্যন্ত। বিসিসিআই চাইছে আইপিএল ফাইনাল শেষ হওয়ার পর অন্তত ১৫ দিন সময় রাখতে। যাতে ক্রিকেটাররা তরতাজা হয়ে বিশ্বকাপে খেলতে যেতে পারে। আইসিসির কার্যকরী কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্তই গৃহীত হয়েছে গতকাল মঙ্গলবার। আগামী বছর আইপিএল শুরু হবে ২৯ মার্চ। ফাইনাল হবে ১৯ মে। বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। প্রথমে ঠিক ছিল ৪ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত। কিন্তু ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। আর ১৬ জুন ম্যাঞ্চেস্টারে হবে ক্রিকেটের মহা ডার্বি। এর আগে ২০১৫ বিশ্বকাপ ও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। দু’‌বারই জিতেছিল ভারত। বিশ্বকাপে একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। India will face ant-rival Pakistan on 16th June! India begins World Cup campaign on June 5 next year India's opponents in the first match South Africa  India will play against arch-rivals Pakistan on 16 June. A top BCCI official said on Tuesday. The 2019 World Cup in London starts on May 30. It will continue till July 14. BCCI wants to keep at least 15 days after the IPL finals end. So that the cricketers can go ahead and play in the World Cup. The decision was taken in the meeting of the Executive Committee of the ICC yesterday on Tuesday. The IPL will begin on 29 March next year. The final will be held on 19th May. The World Cup will begin on May 30. India will play against South Africa on June 4. But the match was delayed a day. And on June 16, the great darby of cricket will be held in Manchester. Earlier, in the 2015 World Cup and the 2017 Champions Trophy, India-Pakistan faced the group stage. India won twice Pakistan can not beat India once in World Cup

India will face ant-rival Pakistan on 16th June


১৬ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত!

আগামী বছরের ৫ জুন বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলবে ১৬ জুন। বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা মঙ্গলবার এখবর জানিয়েছেন।

লন্ডনে ২০১৯ বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। চলবে ১৪ জুলাই পর্যন্ত। বিসিসিআই চাইছে আইপিএল ফাইনাল শেষ হওয়ার পর অন্তত ১৫ দিন সময় রাখতে।

যাতে ক্রিকেটাররা তরতাজা হয়ে বিশ্বকাপে খেলতে যেতে পারে। আইসিসির কার্যকরী কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্তই গৃহীত হয়েছে গতকাল মঙ্গলবার।

আগামী বছর আইপিএল শুরু হবে ২৯ মার্চ। ফাইনাল হবে ১৯ মে। বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। প্রথমে ঠিক ছিল ৪ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত।

কিন্তু ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। আর ১৬ জুন ম্যাঞ্চেস্টারে হবে ক্রিকেটের মহা ডার্বি।

এর আগে ২০১৫ বিশ্বকাপ ও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। দু’‌বারই জিতেছিল ভারত। বিশ্বকাপে একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget