ছেলেদের চেয়ে মেয়েরা কেনও বেশী কাঁদে!
নারীকে মনে করা হয় কোমলতা ও সৌন্দর্য্যের প্রতীক। নরম মনের অধিকারী।তাই শৈশব থেকে মেয়েদেরেকে যে কথাটা সারাজীবন শুনতে হয় তা হলো- মেয়েরা নাকি কথায় কথায় কাঁদে। গবেষণাও একই তথ্য দিচ্ছে।
নেদারল্যান্ডসের টিনবুর্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এড ভিঙ্গারহোয়েটস এই গবেষণা কর্মটি পরিচালনা করেন।
সাত দেশের ৫ হাজার মানুষের সঙ্গে কথা বলেছেন এড ভিঙ্গারহোয়েটস। তিনি জানান, মেয়েরা বছরে ৩০ থেকে ৬৪ বার অশ্রুপাত করেন। আর ছেলেদের ক্ষেত্রে এ পরিমাণটা হলো বছরে ৬ থেকে ১৭ বার।
গবেষণায় আরও জানা গেছে, মেয়েদের কান্নার ব্যাপ্তিকালও বেশি। মেয়েদের কান্না গড়ে ছয় মিনিট ধরে স্থায়ী হয়। আর পুরুষের কান্নার আয়ু গড়ে দুই থেকে তিন মিনিট।
কান্নার উপর অধ্যাপক এড ভিঙ্গারহোয়েটস ‘হোয়াই অনলি হিউম্যানস উইপ: আনর্যাভেলিং দ্যা মিস্ট্রিজ অফ টিয়ারস’ নামের একটি বইও রয়েছে।
Wanna Know why Couples break up after years of blissful marriage
নারীকে মনে করা হয় কোমলতা ও সৌন্দর্য্যের প্রতীক। নরম মনের অধিকারী।তাই শৈশব থেকে মেয়েদেরেকে যে কথাটা সারাজীবন শুনতে হয় তা হলো- মেয়েরা নাকি কথায় কথায় কাঁদে। গবেষণাও একই তথ্য দিচ্ছে।
নেদারল্যান্ডসের টিনবুর্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এড ভিঙ্গারহোয়েটস এই গবেষণা কর্মটি পরিচালনা করেন।
সাত দেশের ৫ হাজার মানুষের সঙ্গে কথা বলেছেন এড ভিঙ্গারহোয়েটস। তিনি জানান, মেয়েরা বছরে ৩০ থেকে ৬৪ বার অশ্রুপাত করেন। আর ছেলেদের ক্ষেত্রে এ পরিমাণটা হলো বছরে ৬ থেকে ১৭ বার।
গবেষণায় আরও জানা গেছে, মেয়েদের কান্নার ব্যাপ্তিকালও বেশি। মেয়েদের কান্না গড়ে ছয় মিনিট ধরে স্থায়ী হয়। আর পুরুষের কান্নার আয়ু গড়ে দুই থেকে তিন মিনিট।
কান্নার উপর অধ্যাপক এড ভিঙ্গারহোয়েটস ‘হোয়াই অনলি হিউম্যানস উইপ: আনর্যাভেলিং দ্যা মিস্ট্রিজ অফ টিয়ারস’ নামের একটি বইও রয়েছে।
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.