যেসকল ক্ষেত্রে আপনার চুপ থাকা উচিত!

যেসকল ক্ষেত্রে আপনার চুপ থাকা উচিত! বন্দুকের গুলির মতো কোনো কথা একবার বলে ফেললে তা আর ফেরানো যায় না। বিদ্বানরা বুঝে শুনে তবেই কথা বলার পরামর্শ দেন। আবার সবসময় সব কথার জবাব আপনাকেই দিতে হবে তেমনটা নয়। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত তেমনি শেখা উচিত কখন আপনার চুপ থাকা প্রয়োজন। অনেক সময় আপনার এই প্রয়োজনীয় নীরবতাই আপনার দৃঢ় ব্যক্তিত্বের পরিচায়ক। যেসকল ক্ষেত্রে আপনার চুপ থাকা উচিত: কোনও বিষয়ে না জানলে চুপ করে থাকাই ভালো। অযথা তর্ক করতে আপনারই সম্মানহানি হয়। যে সত্যি অপ্রিয়, তা প্রিয় মানুষটাকে না বলাই ভাল। আপনার একটু চুপ থাকাতে কারও মুখের হাসিটি তো বজায় থাকল! যখন বুঝতে পারবেন অলোচনায় আপনার কথা অপ্রয়োজনীয় মনে করা হচ্ছে। আপনার মতামত নেওয়াই হচ্ছে না। তখন যেচে নিজের মত দিতে যাবেন না। বরং চুপ থেকে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন। কথা মানুষের ফুরিয়ে যেতেই পারে। জোর করে কথা বলতে হবে এমন নয়। তাই চুপ করে থাকাটাও মাঝে মাঝে আপনি উপভোগ করতে পারেন। প্রতিবাদ করা ভাল, তবে পরিস্থিতি বিচার করে। যদি দেখেন কোনও স্থানে আপনাকে অপমানিত হতে হচ্ছে, অথচ আপনার প্রতিবাদ করার মতো পরিস্থিতি নেই। চুপ করে যাবেন। মনে রাখবেন, যুদ্ধে পিছিয়ে আসা মানেই হার নয়। সেটা কৌশল সাজাবার সময়ও হতে পারে। মন একদম ভাল নেই। সবকিছুতেই যেন বিরক্ত লাগছে। এমন সময় যতটা পারবেন চুপ করে থাকুন। কারণ ভাল কারও সঙ্গেও আপনি অকারণে খারাপ ব্যবহার করে ফেলতে পারেন। আর তার জন্য আপনাকে পরে অনুশোচনার আগুনে পুড়তে হতে পারে। If you say something like gunfire once, it can not be turned back. The scholars advised talking only after hearing them understand. It is not always the answer to all the questions. You should learn how to talk like a good word and learn when you need to remain silent. Often your essential silence identifies your strong personality. In which cases you should be quiet: If you do not know anything about it, it is good to keep quiet. It is a shame for you to argue unnecessarily. It is a good thing to say no to the dead person, it is good to say no. There was a little silence on your lips! When you understand that you are being considered unnecessary. You do not have to take your opinion. Then do not give up on your own. Rather try to understand the whole situation from silence. The words can run out of people. Not to be forced to speak. So sometimes you can enjoy being silent. It's good to protest but judge the situation. If you see that you are being humiliated at some place, you do not have a situation to protest. Be silent. Keep in mind, the back of the war does not mean a rate. It can be time to sort out the strategy. The mind is not good at all. Everything seems to be annoying. Keep quiet as long as you can. Because with good people you can use it for no reason. And for that, you may have to burn in a fire of regret later.

Better Off Saying Nothing at All
যেসকল ক্ষেত্রে আপনার চুপ থাকা উচিত!
বন্দুকের গুলির মতো কোনো কথা একবার বলে ফেললে তা আর ফেরানো যায় না। বিদ্বানরা বুঝে শুনে তবেই কথা বলার পরামর্শ দেন।

আবার সবসময় সব কথার জবাব আপনাকেই দিতে হবে তেমনটা নয়।

 ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত তেমনি শেখা উচিত কখন আপনার চুপ থাকা প্রয়োজন। অনেক সময় আপনার এই প্রয়োজনীয় নীরবতাই আপনার দৃঢ় ব্যক্তিত্বের পরিচায়ক। যেসকল ক্ষেত্রে আপনার চুপ থাকা উচিত:

কোনও বিষয়ে না জানলে চুপ করে থাকাই ভালো। অযথা তর্ক করতে আপনারই সম্মানহানি হয়।

যে সত্যি অপ্রিয়, তা প্রিয় মানুষটাকে না বলাই ভাল। আপনার একটু চুপ থাকাতে কারও মুখের হাসিটি তো বজায় থাকল!

যখন বুঝতে পারবেন অলোচনায় আপনার কথা অপ্রয়োজনীয় মনে করা হচ্ছে। আপনার মতামত নেওয়াই হচ্ছে না। তখন যেচে নিজের মত দিতে যাবেন না। বরং চুপ থেকে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন।

কথা মানুষের ফুরিয়ে যেতেই পারে। জোর করে কথা বলতে হবে এমন নয়। তাই চুপ করে থাকাটাও মাঝে মাঝে আপনি উপভোগ করতে পারেন।

প্রতিবাদ করা ভাল, তবে পরিস্থিতি বিচার করে। যদি দেখেন কোনও স্থানে আপনাকে অপমানিত হতে হচ্ছে, অথচ আপনার প্রতিবাদ করার মতো পরিস্থিতি নেই। চুপ করে যাবেন। মনে রাখবেন, যুদ্ধে পিছিয়ে আসা মানেই হার নয়। সেটা কৌশল সাজাবার সময়ও হতে পারে।

মন একদম ভাল নেই। সবকিছুতেই যেন বিরক্ত লাগছে। এমন সময় যতটা পারবেন চুপ করে থাকুন। কারণ ভাল কারও সঙ্গেও আপনি অকারণে খারাপ ব্যবহার করে ফেলতে পারেন। আর তার জন্য আপনাকে পরে অনুশোচনার আগুনে পুড়তে হতে পারে।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget