শেষ ওভারের জয়ে লিগ শীর্ষে প্রীতির পাঞ্জাব!

শেষ ওভারের জয়ে লিগ শীর্ষে প্রীতির পাঞ্জাব! নিজেদের ঘরের মাঠেও হারের গণ্ডি পার হতে পারল না দিল্লি ডেয়ারডেভিলস৷ কিংস ইলেভেনের বিরুদ্ধে ১৪৪ রান তাড়া করতে নেমে ৪ রান দূরে থেমে গেল গম্ভীরবাহিনী৷ শেষ ওভারে রুদ্ধশ্বাস জয়ে ফের লিগ শীর্ষে পৌঁছাল প্রীতি জিনতার পাঞ্জাব৷ শ্রেয়সের দুরন্ত লড়াইয়েও শেষরক্ষা হল না দিল্লির৷ শেষ ওভারে ডেভিলসের জয়ের জন্য দরকার ছিল ১৭ রান৷ নবাগত আফগান স্পিনার মুজিব-উর রহমানের হাতে বল তুলে দেন কিংস ক্যাপ্টেন রবিচন্দ্রন অশ্বিন৷ কিন্তু ১৩ রানের বেশি তুলতে পারেননি শ্রেয়স আয়ার৷ শেষ বলে দিল্লির দরকার ছিল পাঁচ রান৷ ছয় মারতে গিয়ে বাউন্ডারির ধারে শ্রেয়স আউট হওয়ায় ৪ রানে রুদ্ধশ্বাস লড়াই জিতে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব৷ অশ্বিনের নেতৃত্বে একাদশ আইপিএলে শুরু থেকেই দারুণ ছন্দে প্রীতি জিন্টার দল৷ ছ’টি ম্যাচ খেলে পাঁচটি জিতে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ফের এক নম্বরে কিংস ইলেভেন৷ ক্রিস গেইল না থাকায় ডেভিলসদের বিরুদ্ধে এদিন কিংসের ইংনিস শুরু ভালো হয়নি৷ লোকেশ রাহুল ও অ্যারন ফিঞ্চ পাঞ্জাবের ইনিংস শুরু করেন৷ কিন্তু দ্বিতীয় ওভারেই ফিঞ্চ ডাগ আউটে ফেরায় শুরুতেই ধাক্কা খায় কিংস ইনিংস৷ ফর্মে থাকা রাহুলও ২৩ রানে আউট হন৷ চূড়ান্ত ব্যর্থ যুবরাজ সিং৷ এদিন তার সংগ্রহে মাত্র ১৪ রান৷ ১৭ বলে একটি মাত্র বাউন্ডারি মারেন প্রীতির দলের এই বাঁ-হাতি৷ পাঁচ ম্যাচে যুবরাজের সংগ্রহে মাত্র ৫০ রান৷ কিংসের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন করুণ নায়ার৷ এছাড়া মিলার ২৬ এবং ময়ঙ্ক আগরওয়াল ২১ রান করেন ৷২০ ওভারে আট উইকেট হারিয়ে মাত্র ১৪৩ রান তোলে পাঞ্জাব৷ কিন্তু দেড়শ'র কম রান তাড়াা করতে নেমেও শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে দিল্লি৷ পাওয়ার প্লেতে (প্রথম ৬ ওভার) তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যাায় ডেভিলসরা৷ সেখান থেকে আয়ারে লড়াকু হাফ-সেঞ্চুরিও দিল্লিকে জয় এনে দিতে পারেননি৷ ৪৫ বলে ৫৭ রানে ইনিংসের শেষ বলে আউট হন আয়ার৷ চুড়ান্ত ব্যর্থ ক্যাপ্টেন গম্ভীর৷ ১৩ বলে মাত্র ৪ রানে ডাগ-আউটে ফেরেন তিনি৷ কিংসের হয়ে চার ওভারে ২৩ রান দিয়ে দু’টি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা অঙ্কিত রাজপুত৷ কোটলায় এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ডেভিলস অধিনায়ক গম্ভীর৷ পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা দিল্লি এদিন দলে পাঁচটি পরিবর্তন করে৷ এদিন আইপিএল অভিষেক হল অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক পৃথ্বী শ এবং ইংল্যান্ড পেসার লিয়াম প্লানকেটের৷ এছাড়াও দলে ঢোকেন আবেশ খান, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান এবং অমিত মিশ্র৷ ফলে রয়্যাল চ্যালেঞ্জার্সের দল থেকে বাদ পড়েছেন জেসন রয়, ক্রিস মরিস, বিজয় শঙ্কর, শাহনাবাজ নাদিম এবং হর্ষল প্যাটেল৷ কিন্তু তাতেও জয়ে ফিরল না ডেভিলসরা৷ team Kings XI Punjab for the Indian Premier League

team Kings XI Punjab for the Indian Premier League

শেষ ওভারের জয়ে লিগ শীর্ষে  প্রীতির পাঞ্জাব!

নিজেদের ঘরের মাঠেও হারের গণ্ডি পার হতে পারল না দিল্লি ডেয়ারডেভিলস৷ কিংস ইলেভেনের বিরুদ্ধে ১৪৪ রান তাড়া করতে নেমে ৪ রান দূরে থেমে গেল গম্ভীরবাহিনী৷ শেষ ওভারে রুদ্ধশ্বাস জয়ে ফের লিগ শীর্ষে পৌঁছাল প্রীতি জিনতার পাঞ্জাব৷

শ্রেয়সের দুরন্ত লড়াইয়েও শেষরক্ষা হল না দিল্লির৷ শেষ ওভারে ডেভিলসের জয়ের জন্য দরকার ছিল ১৭ রান৷ নবাগত আফগান স্পিনার মুজিব-উর রহমানের হাতে বল তুলে দেন কিংস ক্যাপ্টেন রবিচন্দ্রন অশ্বিন৷

কিন্তু ১৩ রানের বেশি তুলতে পারেননি শ্রেয়স আয়ার৷ শেষ বলে দিল্লির দরকার ছিল পাঁচ রান৷ ছয় মারতে গিয়ে বাউন্ডারির ধারে শ্রেয়স আউট হওয়ায় ৪ রানে রুদ্ধশ্বাস লড়াই জিতে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব৷
Follow the latest for Kings XI Punjab


 অশ্বিনের নেতৃত্বে একাদশ আইপিএলে শুরু থেকেই দারুণ ছন্দে প্রীতি জিন্টার দল৷ ছ’টি ম্যাচ খেলে পাঁচটি জিতে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ফের এক নম্বরে কিংস ইলেভেন৷

ক্রিস গেইল না থাকায় ডেভিলসদের বিরুদ্ধে এদিন কিংসের ইংনিস শুরু ভালো হয়নি৷ লোকেশ রাহুল ও অ্যারন ফিঞ্চ পাঞ্জাবের ইনিংস শুরু করেন৷ কিন্তু দ্বিতীয় ওভারেই ফিঞ্চ ডাগ আউটে ফেরায় শুরুতেই ধাক্কা খায় কিংস ইনিংস৷

 ফর্মে থাকা রাহুলও ২৩ রানে আউট হন৷ চূড়ান্ত ব্যর্থ যুবরাজ সিং৷ এদিন তার সংগ্রহে মাত্র ১৪ রান৷  ১৭ বলে একটি মাত্র বাউন্ডারি মারেন প্রীতির দলের এই বাঁ-হাতি৷ পাঁচ ম্যাচে যুবরাজের সংগ্রহে মাত্র ৫০ রান৷

কিংসের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন করুণ নায়ার৷ এছাড়া মিলার ২৬ এবং ময়ঙ্ক আগরওয়াল ২১ রান করেন ৷২০ ওভারে আট উইকেট হারিয়ে মাত্র ১৪৩ রান তোলে পাঞ্জাব৷

কিন্তু দেড়শ'র কম রান তাড়াা করতে নেমেও শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে দিল্লি৷ পাওয়ার প্লেতে (প্রথম ৬ ওভার) তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যাায় ডেভিলসরা৷

 সেখান থেকে আয়ারে লড়াকু হাফ-সেঞ্চুরিও দিল্লিকে জয় এনে দিতে পারেননি৷ ৪৫ বলে ৫৭ রানে ইনিংসের শেষ বলে আউট হন আয়ার৷ চুড়ান্ত ব্যর্থ ক্যাপ্টেন গম্ভীর৷

১৩ বলে মাত্র ৪ রানে ডাগ-আউটে ফেরেন তিনি৷ কিংসের হয়ে চার ওভারে ২৩ রান দিয়ে দু’টি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা অঙ্কিত রাজপুত৷

কোটলায় এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ডেভিলস অধিনায়ক গম্ভীর৷ পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা দিল্লি এদিন দলে পাঁচটি পরিবর্তন করে৷

এদিন আইপিএল অভিষেক হল অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক পৃথ্বী শ এবং ইংল্যান্ড পেসার লিয়াম প্লানকেটের৷ এছাড়াও দলে ঢোকেন আবেশ খান, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান এবং অমিত মিশ্র৷

ফলে রয়্যাল চ্যালেঞ্জার্সের দল থেকে বাদ পড়েছেন জেসন রয়, ক্রিস মরিস, বিজয় শঙ্কর, শাহনাবাজ নাদিম এবং হর্ষল প্যাটেল৷ কিন্তু তাতেও জয়ে ফিরল না ডেভিলসরা৷

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget