সাকিবের কীর্তিতে যা বললেন মুস্তাফিজ!
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম বোলার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান।
তবে বাঁহাতি বোলার হিসেবে তিনিই প্রথম ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন! এর ফলে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ৪০০০ রানের পাশাপাশি ৩০০ উইকেটের মালিক এখন বিশ্বসেরা অলরাউন্ডার।
আইপিএলে যে ম্যাচে সাকিব ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন সেই ম্যাচে তারই প্রতিপক্ষ ছিল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্স।
তবে দল হারলেও জাতীয় দল সতীর্থকে অভিনন্দন জানাতে ভুলেননি মুস্তাফিজ।
টুইটারে মুস্তাফিজ লেখেন, ‘মাঠে আরেকটা কঠিন দিন গেল, তবে খুব ভালো লাগছে সাকিব ভাইয়ের কীর্তিতে।
বাঁহাতি স্পিনার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ৩০০ উইকেট আর দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে একই সঙ্গে ৪ হাজার রান! চালিয়ে যান।’
Shakib Al Hasan touched the 300-wicket milestone as the fifth bowler in international T-Twenty.
But as a left-arm bowler he made the first 300 wickets! As a result, 4000 runs in the shortest form of the game, as well as the 300 wicket-takers, now the world all-rounder
In the IPL match that Shakib made 300 wickets in the match, his teammate Master Mustafizur Rahman's team Mumbai Indians, Mumbai Indians
But Mustafiz did not forget to congratulate the national team teammate if the team lost.
Mustafiz on Twitter wrote, 'Another tough day came in the field, but it is very good to see Shakib Bhai's glory.
Left-arm spinner as the first 300 wickets in T-20 cricket and the second all-rounder as well as 4,000 runs! carry on.'
সাকিবের কীর্তিতে যা বললেন মুস্তাফিজ!
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম বোলার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান।
তবে বাঁহাতি বোলার হিসেবে তিনিই প্রথম ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন! এর ফলে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ৪০০০ রানের পাশাপাশি ৩০০ উইকেটের মালিক এখন বিশ্বসেরা অলরাউন্ডার।
আইপিএলে যে ম্যাচে সাকিব ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন সেই ম্যাচে তারই প্রতিপক্ষ ছিল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্স।
তবে দল হারলেও জাতীয় দল সতীর্থকে অভিনন্দন জানাতে ভুলেননি মুস্তাফিজ।
টুইটারে মুস্তাফিজ লেখেন, ‘মাঠে আরেকটা কঠিন দিন গেল, তবে খুব ভালো লাগছে সাকিব ভাইয়ের কীর্তিতে।
বাঁহাতি স্পিনার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ৩০০ উইকেট আর দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে একই সঙ্গে ৪ হাজার রান! চালিয়ে যান।’
Post a Comment