শিগগিরই সিরিয়াকে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিবে রাশিয়া!

শিগগিরই সিরিয়াকে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিবে রাশিয়া! সিরিয়া ইস্যুতে উত্তপ্ত আন্তর্জাতিক মহল। আর তারই জের ধরে এবার রাশিয়ার সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডার জেনারেল সের্গেই রুদস্কয় জানালেন, অদূর ভবিষ্যতে সিরিয়ার কাছে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তর করা হবে। এ ব্যাপারে জেনারেল সের্গেই রুদস্কয় বলেন, রুশ বিশেষজ্ঞরা সিরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে সমস্ত বিষয়ে। খুব শিগগিরই সিরিয়াকে যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হবে, তা ব্যবহারের প্রশিক্ষণ বিশেষ গুরুত্ব পাচ্ছে। তবে সিরিয়াকে কোন মডেলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হবে তা স্পষ্ট করেননি জেনারেল রুদস্কয়। উল্লেখ্য, সিরিয়ায় ট্রাম্পের নির্দেশে ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই দেশটিকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার কথা বিবেচনা করছে রাশিয়া। গত ১৪ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেন। এরপরই সিরিয়ার আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার পর রাশিয়া ঘোষণা করে, তারা সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার কথা বিবেচনা করতে পারে যাতে এই ধরনের আগ্রাসনের মুখে সিরিয়া নিজেকে রক্ষা করতে পারে। Russia will give Syria a new missile defense system soon! Heavy international corps in Syria issue And by this time, the top commander of the Russian Armed Forces General Sergei Rudsky said that the new missile defense system will be handed over to Syria in near future. In this regard, General Sergei Rudsky said that Russian experts will train the Syrian Army in all matters. Training to use the missile defense system that will soon be given to Syria is of special importance.  But General Rudskay did not clarify that a model missile defense system would be given to Syria. It is to be noted that Russia has been considering the S-300 missile defense system since the launch of a missile attack in Syria. On April 14, US President Donald Trump ordered the launch of a missile attack on Syria. Then the Syrian United States, Britain and France's military launched a missile attack. After the attack, Russia announced that they might consider providing Syrian S-300 missile defense system so that Syria can protect itself in the face of such aggression.

Russia Defense Ministry Says To Deploy New Air Defense Systems To Syria

শিগগিরই সিরিয়াকে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিবে রাশিয়া!

সিরিয়া ইস্যুতে উত্তপ্ত আন্তর্জাতিক মহল। আর তারই জের ধরে এবার রাশিয়ার সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডার জেনারেল সের্গেই রুদস্কয় জানালেন, অদূর ভবিষ্যতে সিরিয়ার কাছে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তর করা হবে।


এ ব্যাপারে জেনারেল সের্গেই রুদস্কয় বলেন, রুশ বিশেষজ্ঞরা সিরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে সমস্ত বিষয়ে। খুব শিগগিরই সিরিয়াকে যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হবে, তা ব্যবহারের প্রশিক্ষণ বিশেষ গুরুত্ব পাচ্ছে।

 তবে সিরিয়াকে কোন মডেলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হবে তা স্পষ্ট করেননি জেনারেল রুদস্কয়।

উল্লেখ্য, সিরিয়ায় ট্রাম্পের নির্দেশে ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই দেশটিকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার কথা বিবেচনা করছে রাশিয়া।

গত ১৪ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেন। এরপরই সিরিয়ার আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

হামলার পর রাশিয়া ঘোষণা করে, তারা সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার কথা বিবেচনা করতে পারে যাতে এই ধরনের আগ্রাসনের মুখে সিরিয়া নিজেকে রক্ষা করতে পারে।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget