অবশেষে নিলামে উঠছে ম্যাডোনাকে লেখা সেই প্রেমপত্র!

অবশেষে নিলামে উঠছে ম্যাডোনাকে লেখা সেই প্রেমপত্র! বিখ্যাত পপ তারকা ম্যাডোনার কিছু ব্যক্তিগত বিষয় নিলামে তোলার ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। তারই জের ধরে প্রকাশ্যে আসছে ম্যাডোনাকে লেখা প্রয়াত টুপাকের একটি প্রেমপত্র। জানা গেছে, টুপাক এই প্রেমপত্রটি লিখেছিলেন ১৯৯৫ সালে। ম্যাডোনার একসময়ের ঘনিষ্ঠজন ডারলেন লুৎজের কাছে ছিল এই প্রেমপত্রটি। প রে এই চিঠিসহ ম্যাডোনার কিছু ব্যক্তিগত সামগ্রী গত বছর নিলামে তোলার ঘোষণা দেন লুৎজ। এমন বিব্রতকর পরিস্থিতিতে ম্যাডোনা সে সময় আদালতের দ্বারস্থ হন। ব্যক্তিগত সামগ্রী যেন নিলামে তোলা না হয় তার জন্য মামলা করেন। ম্যাডোনার অভিযোগকে বলা হয়েছিল, ‘ব্যক্তিগত রোষ’-এর বহিঃপ্রকাশ। তবে মামলায় হেরে গেছেন ম্যাডোনা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালত নিলামের ওপর জারি হওয়া নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এ ব্যাপারে ডারলেন লুৎজ জানিয়েছেন, আগামী জুনেই ম্যাডোনা-টুপাকের প্রেমপত্রটি নিলামে উঠবে। তবে মামলায় হেরে যাবার পর ম্যাডোনার কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, এই চিঠিটি লেখার ১৮ মাস পরই টুপাক আততায়ীর গুলিতে নিহত হন।

Madonna loses the battle to prevent the auction of Tupac love letter

অবশেষে নিলামে উঠছে ম্যাডোনাকে লেখা সেই প্রেমপত্র!

বিখ্যাত পপ তারকা ম্যাডোনার কিছু ব্যক্তিগত বিষয় নিলামে তোলার ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

তারই জের ধরে প্রকাশ্যে আসছে ম্যাডোনাকে লেখা প্রয়াত টুপাকের একটি প্রেমপত্র।

জানা গেছে, টুপাক এই প্রেমপত্রটি লিখেছিলেন ১৯৯৫ সালে। ম্যাডোনার একসময়ের ঘনিষ্ঠজন ডারলেন লুৎজের কাছে ছিল এই প্রেমপত্রটি। প

রে এই চিঠিসহ ম্যাডোনার কিছু ব্যক্তিগত সামগ্রী গত বছর নিলামে তোলার ঘোষণা দেন লুৎজ।

এমন বিব্রতকর পরিস্থিতিতে ম্যাডোনা সে সময় আদালতের দ্বারস্থ হন। ব্যক্তিগত সামগ্রী যেন নিলামে তোলা না হয় তার জন্য মামলা করেন।
ম্যাডোনার অভিযোগকে বলা হয়েছিল, ‘ব্যক্তিগত রোষ’-এর বহিঃপ্রকাশ। তবে মামলায় হেরে গেছেন ম্যাডোনা। 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালত নিলামের ওপর জারি হওয়া নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

এ ব্যাপারে ডারলেন লুৎজ জানিয়েছেন, আগামী জুনেই ম্যাডোনা-টুপাকের প্রেমপত্রটি নিলামে উঠবে। তবে মামলায় হেরে যাবার পর ম্যাডোনার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এই চিঠিটি লেখার ১৮ মাস পরই টুপাক আততায়ীর গুলিতে নিহত হন।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget