'সরকারের রূপকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে চট্টগ্রাম বন্দর'
'সরকারের রূপকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে চট্টগ্রাম বন্দর'
সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে চট্টগ্রাম বন্দর আরও কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবারের ১৩১তম বন্দর দিবস উপলক্ষে মঙ্গলবার দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর হিসেবে চট্টগ্রামবন্দর শিল্প-বাণিজ্যের প্রসারের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
শুধু ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নয়, এ অঞ্চলে সভ্যতার ক্রমবিকাশে এ বন্দরের বিশেষ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের রয়েছে অফুরন্ত সম্ভাবনা। আওয়ামী লীগ সরকার এ বন্দরকে একটি বিশ্বমানের বন্দর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
শেখ হাসিনা বলেন, সম্প্রতি বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। ২০১৫ সালে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
বাংলাদেশের এই অর্জনের একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হচ্ছে আমদানি-রফতানি তথা বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য বৃদ্ধিতে সমুদ্রবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Chittagong port has made important contribution in implementing the vision of the government
Prime Minister Sheikh Hasina said Chittagong port will play a more effective role to build Sonar Bangla, the dream of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, the greatest Bangalee of all time, by implementing the government's vision 2021 and 2041.
He said this in a message on Tuesday on the occasion of 131st Bandar Day on Wednesday.
The Prime Minister said that as the main port of Bangladesh, the Chittagong Port has been contributing significantly to the economic development of the country as well as expanding the trade and commerce.
Not only in business and trade, this port has a special role in the development of civilization in this region.
He said that the port of Chittagong has an unlimited potential. The Awami League government is implementing various programs to build this port as a world-class port.
Sheikh Hasina said recently, Bangladesh has achieved eligibility for transition from LDC to developing countries. In 2015, the World Bank recognized Bangladesh as a low-middle income country.
'সরকারের রূপকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে চট্টগ্রাম বন্দর'
শেখ হাসিনা বলেন, সম্প্রতি বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। ২০১৫ সালে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
বাংলাদেশের এই অর্জনের একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হচ্ছে আমদানি-রফতানি তথা বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য বৃদ্ধিতে সমুদ্রবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Post a Comment