ভয়ঙ্কর ‘‌ক্যারোলিনা রিপার’‌! দেখতে লাল টুকটকে। অনেকটা কোনও মিষ্টি রসে ভরা ফলের মতো। কিন্তু তার ভিতরেই লুকিয়ে আছে মারাত্মক বিপদ। আর সেই বিপদ এমনই যে, ‘‌ক্যারোলিনা রিপার’‌ নামে সেই মরিচ খেতে সাধারণ জনতাকে বারণ করছেন চিকিৎসকরা। জানা গেছে, এই মরিচ খেলেই খাদকের শরীরে দেখা যাচ্ছে কিছু উপসর্গ। যার নাম চিকিৎসকরা দিয়েছেন, ‘‌থান্ডারস্টর্ম হেডেক’‌। বিজ্ঞানীরা জানাচ্ছেন, বিশ্বের সবথেকে ঝাল মরিচগুলির মধ্যে একটি এই ক্যারোলিনা রিপার। গত বছর প্যারিসে একটি মরিচ খাওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৩৪ বছর বয়সী এক যুবক। সেখানে একটি ক্যারোলিনা রিপার খেয়েছিলেন তিনি। তারপর থেকেই নানারকম শারীরিক অসুস্থতায় ভুগতে শুরু করেন তিনি। যার মধ্যে রয়েছে, গা বমি ভাব, জ্বর, পেটে যন্ত্রণা, স্নায়বিক সমস্যা ইত্যাদি। সেই যুবকের চিকিৎসার দায়িত্বে থাকা বিশেষজ্ঞরা বলেছেন, ‘‌আমরা প্রায় দু’‌বছর ধরে গবেষণা চালিয়ে অবাক হয়ে গিয়েছি। একবার মাত্র এই মরিচ পাকাপাকি ভাবে আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে। তাই আমরা সকলকে আবেদন জানাচ্ছি, সকলেই যেন এই মরিচ থেকে দূরে থাকেন।’‌ World hottest pepper is grown in Carolina Reaper

World hottest pepper is grown in Carolina Reaper
ভয়ঙ্কর ‘‌ক্যারোলিনা রিপার’‌!
দেখতে লাল টুকটকে। অনেকটা কোনও মিষ্টি রসে ভরা ফলের মতো। কিন্তু তার ভিতরেই লুকিয়ে আছে মারাত্মক বিপদ।

আর সেই বিপদ এমনই যে, ‘‌ক্যারোলিনা রিপার’‌ নামে সেই মরিচ খেতে সাধারণ জনতাকে বারণ করছেন চিকিৎসকরা।

জানা গেছে, এই মরিচ খেলেই খাদকের শরীরে দেখা যাচ্ছে কিছু উপসর্গ। যার নাম চিকিৎসকরা দিয়েছেন, ‘‌থান্ডারস্টর্ম হেডেক’‌। 

বিজ্ঞানীরা জানাচ্ছেন, বিশ্বের সবথেকে ঝাল মরিচগুলির মধ্যে একটি এই ক্যারোলিনা রিপার।

গত বছর প্যারিসে একটি মরিচ খাওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৩৪ বছর বয়সী এক যুবক। সেখানে একটি ক্যারোলিনা রিপার খেয়েছিলেন তিনি। তারপর থেকেই নানারকম শারীরিক অসুস্থতায় ভুগতে শুরু করেন তিনি। 

যার মধ্যে রয়েছে, গা বমি ভাব, জ্বর, পেটে যন্ত্রণা, স্নায়বিক সমস্যা ইত্যাদি।

সেই যুবকের চিকিৎসার দায়িত্বে থাকা বিশেষজ্ঞরা বলেছেন, ‘‌আমরা প্রায় দু’‌বছর ধরে গবেষণা চালিয়ে অবাক হয়ে গিয়েছি। একবার মাত্র এই মরিচ পাকাপাকি ভাবে আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে। তাই আমরা সকলকে আবেদন জানাচ্ছি, সকলেই যেন এই মরিচ থেকে দূরে থাকেন।’‌
Labels:

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget