মেয়েরা প্রতিদিন আয়নার সামনে কতটুকু সময় ব্যয় করে!

মেয়েরা প্রতিদিন আয়নার সামনে কতটুকু সময় ব্যয় করে! সবাই রূপ সচেতন হন না। তবে এই সচেতনতা বেশি কাজ করে নারীদের মাঝে। নিজের রূপে লাবণ্য ধরে রাখতে বা ফিরিয়ে আনতে নানা পদ্ধতি অবলম্বন করতে দেখা যায় তাদের। তবে এই রূপ সচেতনতার অন্যতম বিষয় হল আয়না। আয়না ছাড়াতো আর রূপ অবলোকন করা যায়না। এই আয়নার সামনে মেয়েরা দিনে কতক্ষণ সময় দেন তা কি জানা আছে? প্রচলিত আছে, সাজগোজের ক্ষেত্রে মেয়েরা সচরাচর আয়নার সামনে দীর্ঘ সময় দিয়ে থাকে। ঠিক কতটুকু সময় তারা প্রতিদিন আয়নার সামনে ব্যয় করে থাকেন তা নিয়ে কারো কারো আগ্রহ থাকতে পারে। সেই আগ্রহ থেকেই এক সমীক্ষা চালানো হয়েছে। এতে দেখা গেছে, আয়নার সামনে দাঁড়িয়ে মেয়েরা প্রতিবার কমপক্ষে ৪০ মিনিট সময় নেন! সমীক্ষাটি চালায় ব্রিটেনের একদল গবেষক। আর এতেই এই তথ্য বেরিয়ে আসে। How much time do women spend every day in front of the mirror! Not everyone is conscious of the form. But this awareness works more in women. They can be seen to adopt different methods to retain or bring their beauty. However, this aspect of awareness is the mirror. The mirror can not be seen and the form can not be seen.  Do you know how much time women have given in front of this mirror? In the case of cosmetics, women usually give long time in front of the mirror. Some people may have interest in exactly how much time they spend in front of the mirror. That interest has been a study. It has been seen that women stood at the front of the mirror for at least 40 minutes each time! A group of UK researchers carried out the survey. And this information comes out in this.

How much time do women spend every day in front of the mirror
মেয়েরা প্রতিদিন আয়নার সামনে কতটুকু সময় ব্যয় করে!
সবাই রূপ সচেতন হন না। তবে এই সচেতনতা বেশি কাজ করে নারীদের মাঝে। নিজের রূপে লাবণ্য ধরে রাখতে বা ফিরিয়ে আনতে নানা পদ্ধতি অবলম্বন করতে দেখা যায় তাদের।

তবে এই রূপ সচেতনতার অন্যতম বিষয় হল আয়না। আয়না ছাড়াতো আর রূপ অবলোকন করা যায়না।

 এই আয়নার সামনে মেয়েরা দিনে কতক্ষণ সময় দেন তা কি জানা আছে?

প্রচলিত আছে, সাজগোজের ক্ষেত্রে মেয়েরা সচরাচর আয়নার সামনে দীর্ঘ সময় দিয়ে থাকে। ঠিক কতটুকু সময় তারা প্রতিদিন আয়নার সামনে ব্যয় করে থাকেন তা নিয়ে কারো কারো আগ্রহ থাকতে পারে।  

সেই আগ্রহ থেকেই এক সমীক্ষা চালানো হয়েছে। এতে দেখা গেছে, আয়নার সামনে দাঁড়িয়ে মেয়েরা প্রতিবার কমপক্ষে ৪০ মিনিট সময় নেন! সমীক্ষাটি চালায় ব্রিটেনের একদল গবেষক। আর এতেই এই তথ্য বেরিয়ে আসে।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget