![]() |
Bengali actress Darshana Banik |
সুইমস্যুটে সুইমিংপুলে আগুন ধরিয়ে দিলেন দর্শনা !
দর্শনা বণিক ওপার বাংলার চলচ্চিত্র জগতে নতুন সেনসেশন হিসেবে খ্যাত। অরিন্দম শীলের গোয়েন্দা মুভি 'এবার শাবর'-এ অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন তিনি। সম্প্রতি তিনি ফের নেটদুনিয়ায় ভাইরাল হট ফটোশ্যুটের জন্য।শরীর নিয়ে আত্মবিশ্বাসী এই টলি-নায়িকা সুইমিং পুল থেকে উঠলেন ব্ল্যাক সুইমওয়্যারে। আর তাতেই কিছুক্ষণের জন্য সুইমিং পুলে যেন আগুন ধরে গেল! সুইমস্যুটটা দেখতেও ছিল বেশ ইউনিক। নীল রঙ দিয়ে মাঝখানে এমব্রয়ডারি করা।
যদিও দর্শনা এর আগে বারকয়েক বোল্ড লুকে মাতিয়েছেন পুরো টলিউড। শুধু টলিউড নয়, তিনি ইন্টারনেট সেনসেশনও বটে। ওয়েস্টার্ন পোশাক হোক বা ট্রেডিশনাল পোশাক- সব পোশাকেই সাবলীল এই বঙ্গ তনয়া।
তাছাড়া হটনেস আর কিউটনেসের সমান মিশ্রণ রয়েছে তার পার্সোনালিটিতে। তবে সম্প্রতি দর্শনার ভিডিও ভাইরাল হওয়ার মূল কারণ তার হট ফটোশ্যুটের জন্যই।
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.